কয়েকদিন আগে সাবিনা আপার দেয়া ব্লগটা, যার নাম ছিলো ইয়েস্টারডে ওয়ান্স মোর, সেটা দেখে মাথার মধ্যে ঘুণপোকার মত গানটা ঢুকে গেল। কিছুতেই বের করতে পারতেসিলাম না। ইউটিউবের ট্যাব বন্ধ করলেও মাথার ভিতর থেকে আর বন্ধ হয়না। শেষমেষ বিরক্ত হয়ে ঠিক করলাম, যাচ্ছেইনা যখন কাজেই ব্যটাকে হারমোনিকাতে পাচার করা যায় কীনা দেখি। সেই প্রচেষ্টার অংশ হিসেবেই আমার এই আনাড়ি বাজানো। নূপুর দা, সাবিনা আপার মত লেভেলের শিল্পী/বাজিয়েদের পাশাপাশি একটা অডিও ব্লগ প্রচেষ্টা নিলাম সেটাই আমার জন্য বিশাল ব্যাপার। আর ব্লগটা যেহেতু এখনো পর্যন্ত যেমন ইচ্ছে লেখার আমার কবিতার খাতা, সেই ভরসাতেই পোস্ট করলাম। ভালো মন্দ পরের ব্যাপার, কবি বলেছেন : শেয়ারিং ইজ কেয়ারিং।
১৮ টি মন্তব্য : “ইয়েস্টারডে ওয়ান্স মোর.. এগেইন”
মন্তব্য করুন
সেইদিন না মাত্র বাজানো শেখা শুরু করলে, ভালই তো বাজালে :thumbup:
অফটপিকঃ এই সুর শুনলেই আমার ছোটবেলায় বিটিভিতে দেখা এই বিজ্ঞাপনের কথা মনে পড়ে 😛
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
হাহাহাহা। কী শুনাইলেন ভাই এইটা! =)) ছোট বেলায় এই এড দেখসি, কিন্তু ব্যাকগ্রাউন্ডে যে এইটা ছিলো খেয়াল করিনাই। তখন তো শুনিনাই ই গানটা। :))
সাতেও নাই, পাঁচেও নাই
আরে তখন আমিই কি গানটা শুনছি নাকি 😛 কিন্তু কিভাবে জানি সুরটা মাথার ভিতরে গেথে আছে।
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
চমৎকার হয়েছে!
ধন্যবাদ, ভাই 🙂
সাতেও নাই, পাঁচেও নাই
:clap: :clap:
আমাদের হারমনিকাওয়ালা নিরাশ করেনি এটা বলতে পারি, জিহাদ! প্রচেষ্টা চলতে থাকুক!
আমি জানি খারাপ হলেও আপনারা মুখ বুজে সহ্য করে ভালো হয়েছেন বলবেন। সেই ভরসাতেই পোস্ট করার সাহস হইসে 😀
সাতেও নাই, পাঁচেও নাই
ভাল লাগলো।
এই না হলে আর ব্লগ কিসের?
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
ধন্যবাদ, পারভেজ ভাই!
সাতেও নাই, পাঁচেও নাই
প্রথমে শিরোনামটা দেখে থমকে গিয়ে ভাবলাম সাবিনা আপার কাহিনীর পরের পর্ব হয়তো তোমার কণ্ঠে শুনছি।
তারপর ভড়কে গেলাম আমার নামটি দেখে। হা হা
খুব খুব ভালো লাগলো জিহাদ।
একসময় হারমোনিকা শেখার খুব শখ ছিল (এখনো আছে আসলে) -- সা রে গা মা বাজাতে পেরেছিলাম। কিন্তু ধৈর্যে আর কুলায়নি।
আশা করি আরো শুনতে পাবো তোমার বাজনা।
একসময় আমরা ভালো কিছু গান পেয়েছিলাম -- সম্ভবত আয়েশার গলায়। মিস করি সেসব দিন।
শখ থাকলে শিখে ফেলেন ভাই। আমারও ছোট বেলার শখ ছিলো হারমোনিকা শেখার। আলসেমি করতে করতে এই বড় বয়সে এসে বাস্তবায়নের চেষ্টা চলছে। 😀
সাতেও নাই, পাঁচেও নাই
কার্পেন্টার্স আহা! 🙂
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
টপ অফ দ্য ওয়ার্ল্ড শুনসেন?
সাতেও নাই, পাঁচেও নাই
বড় মেয়ে বল্ল ভালো হয়েছে। ছোটজন স্বভাবজাত ভংগিতে বল্ল, নো।
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
হাহাহা 😀
সাতেও নাই, পাঁচেও নাই
লাইক করলাম! 😀
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
ঠিকাছে। 😀
সাতেও নাই, পাঁচেও নাই
:clap: :clap: :clap: ভালো হইছে জিহাদ
নিজে কানা পথ চেনে না
পরকে ডাকে বার বার