ভর্তি হইয়া বিএসসিতে
বসে থাকি একা টিএসসিতে
চারপাশে কত সুন্দরী মেয়ে
তাহাদের দিকে শুধু থাকি চেয়ে
এমনই একদা মেয়েটিকে দেখে
ইশারায় তাকে একপাশে ডেকে
কহিলাম : ওগো,ললনা
বিলটা না হয় আমিই দিবো
চটপটি খাই চলো না!
তাহা শুনে মেয়ে চটপটই রাজি
(সুদিন তবে রে এলো বুঝি আজই!)
খানাপিনা শেষে আদবের সাথে
মোবাইলখানা নিয়ে মোর হাতে
কহিলাম, মেয়ে এইবার তবে
নম্বরখানা বলোনা?
শুনেও না শোনার দিলো এক হাসি
বলিলো: ভাইয়া, আজ তবে আসি!
মেয়েটা করিলো ছলনা
এইবারও কিছু হলোনা!
বি:দ্র: সম্পূর্ণ কাল্পনিক। ছড়াটা উত্তমপুরুষে লেখা হলেও আমার সাথে কোন সম্পর্ক নেই।
:brick:
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
:pira2:
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
ঠাকুর ঘরে কে রে?
আমি কলা খাই না!
আহারে বেচারা মাল্কবি
এইবারও কিছু হলোনা?
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
উৎসর্গঃ
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
:gulli2: :gulli2:
পুরাদস্তুর বাঙ্গাল
আমরা কেউ কি জিগাইছি এটা আপনের সাথে সম্পর্ক যুক্ত কিনা???
ঠাকুর ঘরে বসে বসেই কলা খাচ্ছেন তাইলে?? 😛 😛
... কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে!
গল্প, কবিতা, ছড়া, ব্লগ...পড়ার পর এমনিতে কিছু মনে হয় না, কিন্তু যখন কেউ ''সম্পূর্ণ কাল্পনিক। উত্তমপুরুষে লেখা হলেও আমার সাথে কোন সম্পর্ক নেই।''- টাইপ ডিস্ক্লেইমার দেয়, মনের মধ্যে নানা জল্পনা-কল্পনা ইশটার্ট হয়ে যায়... :dreamy:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
এই জন্য কবি বলেছেন ডিসক্লেইমার ইজ্জতের জন্য ক্ষতিকর। 😀
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
মাল্কবি,
#রিমাইন্ডার_৪
ইউ নো হোয়াট আই মেন্ট... x-(
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
জিহাদ ভাই সম্পূর্ণ নিষ্পাপ, উনি কখনো টিএসসিতে যান নাই। জাতি ডিসক্লেইমার খাইছে। ;;; :-B
হেরে যাব বলে তো স্বপ্ন দেখি নি
চটপটি খেতে চটপটই রাজী?
ভাবছিলে বুঝি ডাকবে কাজী? 😛
খাওয়া শেষে বলে ভাই
দেরী হয়েছে চলে যাই। :brick:
বাঁশ বাগানের মাথার চাঁদ উঠেছে ওই
সবাই আমায় ভাইয়া বলে, দুঃখ রাখি কই?! :bash:
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
ভাইয়া থেকে সাইয়া হতে লাগে না বেশী দেরী 🙂
কেনো তুমি এই অবেলায় পরতে চাও গো বেড়ী 😛
পাল্টে গিয়েছে সময় আজ বদলে গিয়েছে মানুষ
হাটার আগে দৌড়ে সবাই আজব লীলার ফানুস।
★সিরিয়াস হইয়া গেলাম দেখা যায় 😕
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
জিহাদ জিহাদ ডাক পারি
জিহাদ মোদের কার বাড়ী? 😛
আমরা চটপটি খেতে চাইনা, কিন্তু আমাদের আড্ডায় অংশ নিতে কবি কে চাই! 😛
কবতে লিখে হারায়া গেছে
মোদের কবি ভাই।
ছড়া পিঠে ছড়া খেলতে,
তারে এখন চাই। 😛
... কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে!
যদিও বা ইজি, আছি তবু বিজি
কাহিনি হলো সংক্ষেপে এই
এই আসি যাই, আছি তবু নাই
হারায়ে ফেলি মাঝে মাঝে খেই!
সাতেও নাই, পাঁচেও নাই
=)) =))
পুরাদস্তুর বাঙ্গাল
মাল্কবি একজনই!