টাইমপাস নাম্বার – ৫

ভর্তি হইয়া বিএসসিতে
বসে থাকি একা টিএসসিতে
চারপাশে কত সুন্দরী মেয়ে
তাহাদের দিকে শুধু থাকি চেয়ে

এমনই একদা মেয়েটিকে দেখে
ইশারায় তাকে একপাশে ডেকে
কহিলাম : ওগো,ললনা
বিলটা না হয় আমিই দিবো
চটপটি খাই চলো না!

তাহা শুনে মেয়ে চটপটই রাজি
(সুদিন তবে রে এলো বুঝি আজই!)

খানাপিনা শেষে আদবের সাথে
মোবাইলখানা নিয়ে মোর হাতে
কহিলাম, মেয়ে এইবার তবে
নম্বরখানা বলোনা?

শুনেও না শোনার দিলো এক হাসি
বলিলো: ভাইয়া, আজ তবে আসি!

মেয়েটা করিলো ছলনা
এইবারও কিছু হলোনা!

বি:দ্র: সম্পূর্ণ কাল্পনিক। ছড়াটা উত্তমপুরুষে লেখা হলেও আমার সাথে কোন সম্পর্ক নেই।

২,৩২৮ বার দেখা হয়েছে

১৯ টি মন্তব্য : “টাইমপাস নাম্বার – ৫”

  1. আহসান আকাশ (৯৬-০২)

    ঠাকুর ঘরে কে রে?
    আমি কলা খাই না!
    আহারে বেচারা মাল্কবি
    এইবারও কিছু হলোনা?


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  2. জুনায়েদ কবীর (৯৫-০১)

    গল্প, কবিতা, ছড়া, ব্লগ...পড়ার পর এমনিতে কিছু মনে হয় না, কিন্তু যখন কেউ ''সম্পূর্ণ কাল্পনিক। উত্তমপুরুষে লেখা হলেও আমার সাথে কোন সম্পর্ক নেই।''- টাইপ ডিস্ক্লেইমার দেয়, মনের মধ্যে নানা জল্পনা-কল্পনা ইশটার্ট হয়ে যায়... :dreamy:


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।