বৃষ্টি নামে, নামে রে!
উপর নিচে, সামনে পিছে
নামে ডাইনে বামে রে!
বৃষ্টি নামে মরচে ধরা রেলিংটাতে
জানলা দিয়ে বাড়িয়ে দেয়া কোমল হাতে
অঝোর ধারায় বৃষ্টি তাড়ায়
দাবদাহকে ঘা মেরে!
বৃষ্টি নামে, নামে রে!
বৃষ্টি নামে ক্লান্ত ঢাকা শহরটাতে
ব্যস্ত রোডে নিথর জ্যামের বহরটাতে
উদাস হবার মন্ত্রখানি
বিকোয় জলের দামে রে!
বৃষ্টি নামে, নামে রে!
বৃষ্টি যখন ঘনিয়ে আসে আঁধার সাজে
একটা কেমন অনুভূতি বুকের মাঝে
বৃষ্টি আমায় পাঠায় চিঠি
মেঘপিয়নের খামে রে!
বৃষ্টি নামে, নামে রে!
আহা বিরিষ্টি!!
লাইফের প্রথম ইন্টারনেট দিয়া বলগ লিখছিলাম এই বিরিষ্টি টিরিষ্টি বিষহয় বিষণ্নতা নিয়া।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
আর বলিসনে, বৃষ্টি দেখে হঠাৎ একটু ভাব বেড়ে গেল। তাই লিখে ফেললুম ;;)
সাতেও নাই, পাঁচেও নাই
৮ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রার বৃষ্টিতে ছাইড়া দিমু কইলাম! x-( x-( x-( বাজার করতে যাইতে পারি না ছাতা নাই দেইখা। ছাতামাথা! x-( x-( x-(
ছড়াটা ভালু ছিলু!
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
সিসিবিতে প্রস্তর যুগের কিছু লেখা খুব মিস্করি। আপনার জেনুইন ব্লগর ব্লগর, কোন এক বিবাহিত মানুষের ইচ্ছেঘুরি সিরিজ, প্রায় মধ্য বয়স্ক একজন ফৌজিয়ানের আবজাব, শতেক সন্তান সংক্রান্ত দোয়াদাতার- ধূলোমাখা শহর, ধূলোমাখা স্মৃতি, কানাডিয়ান ড়াব্বী ভাইয়ের অটোয়ার জার্নাল, একজন ফটোজেনিক সিসিবিয়ানের সেলোগ্রাফী, রুমকীর আব্বুর সেই দুর্দান্ত সিরিজ ... আরো অনেকগুলো...
এখনকার লেখক যারা তারাও অসাধারণ লেখেন, কিন্তু ওগুলো আসলে প্রথম প্রথম ব্লগিং এর গন্ডিতে পা দেয়া শুরুর দিকের ভালো লাগা ছিল- মাথা আর মনে বেশ দাগ কেটে রয়ে গেছে।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
পুরান কথা বলে লাভ নাই রে, সামনে তাকা। যারা গেছে তারা আসুক সেটা চাই। কিন্তু না আসলে তো জোর করে নিয়ে আসার উপায় নাই। সিসিবিতে এখনও যারা আসে মনের টানেই আসে। যারা আর আসেনা তারাও আশা করি একসময় আবার ফিরে আসবে। বরং নতুন মানুষ যেন আরও আসে সেইদিকে মনযোগ দে :grr:
সাতেও নাই, পাঁচেও নাই
:thumbup: :thumbup: :thumbup:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
:boss: :boss: :boss: সত্য যেন হয়!
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
আমি গতকালকেই ভাবতেসিলাম, তুমি সিসিবিতে আজকাল লেখোনা। অন্য ব্লগে লেখো।
আজকেই একটা দুর্দান্ত লেখা পেলাম, আমার প্রিয় অনুষঙ্গ নিয়ে।
:boss: :boss: :boss:
কথাটা কিন্তু ঠিক না নূপুরদা! সচলে লাস্ট লিখসি গত বছরের ডিসেম্বরে। আর ডিসেম্বর থেকে এখন পর্যন্ত সিসিবিতে চারটা ব্লগ লিখসি!
আর এখন লিখলে সিসিবিতেই লিখবো। অন্য কোথাও না। সচলে একটা ছড়া সিরিজ আছে, ঐটা হয়তো কন্টিনিউ করবো শুধু, তাও ফ্রিকোয়েন্টলি না।
সাতেও নাই, পাঁচেও নাই
:thumbup: :thumbup: :thumbup:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
একটু অনুযোগ করলাম আর কি। আসলে খুব সিরিয়াসলি কমপ্লেন করিনাই। 😛
আমি সচলের নিয়মিত পাঠক, সচলকে আমার রীতিমত হিংসে হয়। ওরা ব্লগিংটাকে পিয়ার পাবলিকেশনের স্ট্যাণ্ডার্ডে নিয়ে গেছে।
নানান কারনে আমাদের কালচারটা অন্যরকম। আমাদের মতোই আমাদের এগিয়ে যেতে হবে।
সচলে তোমার লেখায় মন্তব্য না করলেও গর্বের সাথে তোমার লেখা-মন্তব্যগুলো অনুসরণ করি মাঝেমধ্যে। আমি চাই তুমি সেখানেই লিখবে, যেখানে তুমি সবথেকে ভালো রেস্পন্স পাও। এটা লেখকসত্তার জন্যে খুব জরুরী। তাছাড়া সিসিবিকে তুমি এমনিতেই জান দিয়ে বসে আছো।
না। আমি চাইবো তুমি সবখানেই লিখো। দু'হাতে -- চারহাতে। সৃষ্টিশীলতা জারি রাখো।
বৃষ্টি বালুবাসি 😡 😡 😡
জিহাদ ভাই কি জাতে উঠে গেছেন নাকি? নূপুর দা ডাউট দিছে
হেরে যাব বলে তো স্বপ্ন দেখি নি
দিবস,
জিহাদ সচলের তারকা ব্লগার, আছো কই।
প্রিয় বিষয়ের সাথে সরল প্রকাশ মন
ছুঁয়ে গেল, জিহাদ ভাই। :clap:
তানভীর আহমেদ
ধন্যবাদ, তানভীর!
সাতেও নাই, পাঁচেও নাই
বহুদিন পর মাল্কবি 😀 দারুন হইছে :boss:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
ভালো হয়েছে, খালেক। রকিবের দোকানের চা দেলাম।
ভাইরে ভাই! কঠিন। কড়া ছিল খালেক।