হয়তো তুমি স্মৃতির ভীড়ে একলা কোন মেঘ
হারিয়ে ফেলার ভয় হারিয়ে দাঁড়িয়ে নিরুদ্বেগ
হয়তো তুমি হঠাৎ দেখা খুব চেনা এক তারা
আঙুল গলে লুকিয়ে পড়া শ্রাবণ জলের ধারা
হয়তো তুমি দূর অতীতের একটু অভিমান
সুখের ঘোরে আনমনা এক বিষণ্নতার গান
হয়তো তুমি সন্ধ্যেবেলার হঠাৎ অন্ধকার
নিছক আশায় শব্দে, ভাষায় মগ্ন ছন্দকার
হয়তো তুমি নওতো তুমি, তুমি অন্য কেউ
তুমি বোধহয় স্মৃতির না’য়ে আছড়ে পড়া ঢেউ
১৪ টি মন্তব্য : “হয়তো তুমি”
মন্তব্য করুন
দারুণ!
এটাতে সুরারোপ করার ব্যবস্থা করো প্লিজ প্লিজ।
চমৎকার একটা গান হতে পারে। খুবই চমৎকার একটা গান! 🙂
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
মোকা ভাইই ট্রাই নেন তাইলে :p
সাতেও নাই, পাঁচেও নাই
যাক সরাসরি চাইতে লজ্জা পাইতেসিলাম। কি এমন গানবাজনা করি তানসেন আবার লিরিক চাই। যাই হোক। বলসো যেহেতু চেষ্টা করতেই হয়! 😀 😀
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
মোকা আমার কথা মনে আছে ?
পুরাদস্তুর বাঙ্গাল
আমাকে সুর করতে বলে লজ্জা দিবেন না। বড় জোর কা কা করতে পারি! :brick:
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
হয়তো তুমি দূর অতীতের একটু অভিমান
সুখের ঘোরে আনমনা এক বিষণ্নতার গান
:thumbup:
মানুষ* হতে চাই। *শর্ত প্রযোজ্য
দারুন হইছে মাল্কবি :thumbup:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
"হয়তো তুমি হঠাৎ দেখা খুব চেনা এক তারা
আঙুল গলে লুকিয়ে পড়া শ্রাবণ জলের ধারা"
::salute:: :gulli2:
... কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে!
কে সুর করবে এই গানে? মাইলস নাকি এলআরবি ? 😛
খুব সুন্দর 😀
B-)
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
😡
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
😡 :dreamy: :awesome:
পুরাদস্তুর বাঙ্গাল