টিকাটুলি টাকা ছাড়া যায়না তো টেকা যে
ট্যাকে টাকা থাকা লাগে একাজে ও সে কাজে
টিকটিক করে টিকটিকি ডাকে ঢাকাতে
টকটকে চোখ তুলে যেওনাকো তাকাতে
টেকো কাকা একা খেলা দেখে বিনা টিকেটে
টুকে টুকে ব্যাটসম্যান রান করে ক্রিকেটে
বাঁকা টীকা টিপ্পনী কাটে দেখো কে কারে
ঠেকে ঠেকে টাকা চেখে টিকে থাকে বেকারে
এতটুকু খুকুটার নাকখানা টিকালো
টুকটুকে ঠোঁটে তার তিল দেখো কী কালো!
টুকিটাকি বাকি রাখে কাকীমা’টা দোকানে
টেকনাফে টেকা দায়, যেওনাকো ওখানে
“ট” “ক” য়ের টক্করে চলে লিখালিখি টা
সেটা পড়ে কাটা গেল পাঠকের টিকি টা!
৭ টি মন্তব্য : “টাইমপাস নাম্বার -৪”
মন্তব্য করুন
অনেকদিন পর মাল্কবি 🙂
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
আমিও অনেকদিন পর সিসিবিতে আসলাম...
জিহাদের নামে প্রতি সপ্তাহে একটা ছড়া ইস্যু করা দরকার 😀
:clap:
বাহ...। ছেলেটাতো টুক টুক করে ভালোই কবিতা লিখে ফেলেছে...। :clap:
ভাল লাগলো বেশ... :thumbup:
মাল্কবি অনেকদিন পর :clap: :clap: :clap: