১
লিটনের কেয়ারে
আছে ভালো কেয়া রে !
২
দেখো দেখি কত বড় ন্যাকা সে
দু’ দু’খানা প্রেম করে
তবু বলে- একা সে!
৩.
তোমার ঘায়ে
হৃদয় নেই আর ক্ষত ছাড়া
সেই তুমিই দেখলে বলো
“হতচ্ছাড়া” !
৪.
লোডশেডিং এর অন্ধকারে
পাশের বাসার খন্দকারে
একলা ছাদে, নির্বিবাদে
শেখায় প্রেমের ছন্দ কারে?
৫.
বল ব্যাটা উইকি পিডিয়া
বল দেখি খাস তুই কি দিয়া
গরু,খাসি, নাকি শুধু মাছ কি?
মলা, ঢেলা, নাকি শুধু কাঁচকি?
নাকি শুধু ভাত খাস ঘি দিয়া
বল ব্যাটা উইকি পিডিয়া!
তাত্তারি বলে ফ্যাল খাস কি
য়্যুনিকোড, নাকি শুধু আসকি?
নাকি শুধু মাল্টি মিডিয়া?
বল ব্যাটা উইকি পিডিয়া!
পরথম নাকি?
You cannot hangout with negative people and expect a positive life.
:clap: ভাল হইছে। শেষের টা একটু বেতাল লাগলেও প্রথম গুলো খুব ভালো :clap:
You cannot hangout with negative people and expect a positive life.
২ নাম্বার টা বস। :thumbup:
আরসিসির আমাগো ব্যাচের সিপি ছিলো খন্দকার-ওরে জিগামু কারে কি শিখায় ;;;
হুম, জিহাদীয় ছড়া হিসাবে ১০ এ সাড়ে চার।
আচ্ছা যাও সাড়ে পাঁচ।
আমি ৬ দিলাম ১০ এ.....
যে যাই বলুক আমার ভাল লেগেছে।
চ্যারিটি বিগিনস এট হোম
ভালো, তবে আরও ভালো করার অবকাশ ছিল তোমার... :dreamy:
বরাবরের মতই ভাল লেগেছে :thumbup:
এইটুকু আমি নিশ্চয়ই কোথাও পড়েছি।রস আলো না কোথায় মনে করতে পারছিনা :dreamy:
জিহাদের স্ট্যাটাসে পড়েছেন ফেসবুকে।
বিশেষ করে নামকরণ আর ৩ নম্বরটার জন্য :hatsoff:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
নামকরণ্টা আসলেই চ্রম হইছে ...
চ্রম
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
হতে পারে রায়হান।বয়স হয়ে গেছে ত অনেক কিছুই মনে থাকেনা। :shy:
Life is Mad.
:clap: :clap: :clap:
অবকাশ ছিল...
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
প্রথম চারটা দারুণ লাগছে :clap: :clap:
মাইন্ড খাইস না তোরে ভাল পাই দেখেই বললাম
পাঁচ নাম্বারটাও ভাল তবে ঠিক তোর মানের না
মানুষ তার স্বপ্নের সমান বড়
:clap: :))