তড়িৎ সমীপে তড়িৎ বার্তা

আয়রে আমার কারেন্ট বাবা
আয় চলে আয় তড়িৎরে
দিব্যি কেটে বলছিরে- তোর
নেই কোন দাগ চরিত্রে

বলতো দেখি কোন মেয়ে তোর
ছ্যাক দিয়েছে মনটাতে
কার বিরহে যাস চলে তুই
ডেইলি প্রতি ঘন্টাতে ?

রোজ যখনই খুব ফটাফট
যাসগে কানের পাশ দিয়ে
ইচ্ছে করে পড়তে ঝুলে
বাবলা গাছে ফাঁস দিয়ে

নিজ হাতে তুই করলিরে বধ
এই জীবনের শান্তিটা
ঘামছে রে দেখ পাশের বাসার
একটু মোটা আন্টিটা

যায়না দেখা হিন্দী ড্রামা
“চামকে মেরে বিন্দিয়া”
জুঁই ভাবী তাই ভাবছে এবার
চইলা যাবে ইন্ডিয়া

থাকলে না তুই ঘুম ব্যাটারো
রাত আগমণ হয় লেটে
ট্যাংকি খালি, জল ছাড়া রোজ
আটকা পড়ি টয়লেটে

মন চেয়ে তোর পত্রিকাতে
আসলো কত হেডিং রে
তুই কি তবে মনটা দিলি
বজ্জাতি লোডশেডিং রে?!

৩,৬১৫ বার দেখা হয়েছে

৩৮ টি মন্তব্য : “তড়িৎ সমীপে তড়িৎ বার্তা”

  1. তাইফুর (৯২-৯৮)

    একটু মোটা আন্টি'র সাথে হাসিনা আপা রা'ও যদি ঘামতেন
    তবে হয়ত কষ্টটা কিছুটা হলেও বুঝতেন
    মন্ত্রী পাড়ায় লোডশেডিং নাই
    রাস্তা চলতে ট্রাফিক নাই
    সমস্যা যারা সমাধান করবেন ... তাদেরই কোন সমস্যা নাই
    (কি যাতনা বিষে, বুঝিবে সে কিসে ...)


    পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
    মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

    জবাব দিন
  2. রোজ যখনই খুব ফটাফট
    যাসগে কানের পাশ দিয়ে
    ইচ্ছে করে পড়তে ঝুলে
    বাবলা গাছে ফাঁস দিয়ে

    আহারে!! কী দারুণ কথা! এক্কেরে মনের কথা 🙁
    আমার গেলবারে আমার মাদারবোর্ডখান গেছিল। এইবার আমার ইউপিএস আর ধকল সামলাইতে পারতেসেনা। কারেন্ট গেলে একখান চিক্কুর পাইরা মইরা যায়...
    জানে পানি নাই... দেশে তড়িৎ নাই... ব্যান্ড উইডথ নাই...
    কেম্নে যে বাইচ্চা আছি! 😕

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।