আয়রে আমার কারেন্ট বাবা
আয় চলে আয় তড়িৎরে
দিব্যি কেটে বলছিরে- তোর
নেই কোন দাগ চরিত্রে
বলতো দেখি কোন মেয়ে তোর
ছ্যাক দিয়েছে মনটাতে
কার বিরহে যাস চলে তুই
ডেইলি প্রতি ঘন্টাতে ?
রোজ যখনই খুব ফটাফট
যাসগে কানের পাশ দিয়ে
ইচ্ছে করে পড়তে ঝুলে
বাবলা গাছে ফাঁস দিয়ে
নিজ হাতে তুই করলিরে বধ
এই জীবনের শান্তিটা
ঘামছে রে দেখ পাশের বাসার
একটু মোটা আন্টিটা
যায়না দেখা হিন্দী ড্রামা
“চামকে মেরে বিন্দিয়া”
জুঁই ভাবী তাই ভাবছে এবার
চইলা যাবে ইন্ডিয়া
থাকলে না তুই ঘুম ব্যাটারো
রাত আগমণ হয় লেটে
ট্যাংকি খালি, জল ছাড়া রোজ
আটকা পড়ি টয়লেটে
মন চেয়ে তোর পত্রিকাতে
আসলো কত হেডিং রে
তুই কি তবে মনটা দিলি
বজ্জাতি লোডশেডিং রে?!
B-)
ব্যাক B-)
আহারে বেচারা কারেন্ট............কেডায় যে ছ্যাক দিল 🙁
:clap:
:khekz:
চ্যারিটি বিগিনস এট হোম
:hatsoff: :hatsoff: :hatsoff:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
:clap: :boss:
হল লাইফ রক্স,কি কস! 😉
আমাগো হলে চইলা আয়...মোটা আন্টিরে না দেখলেও গিয়ানজাম কম,আরাম আসে 😀
লোডশেডিং এর কারনে প্রথমে লগইন করেও ফার্স্ট হতে পারলামনা 🙁
:))
:clap: :clap:
মজা লাগসে। :clap:
সেই রকম ...... :boss: :boss: :boss:
আমি ভাই শান্তিতে আছি-কোন কারেন্ট যাওয়া নাই আমার এখানে! 😛
আরমছে ঘুম :boss: ঘ ঘ ঘ ঘ ঘ ঘ -----------------
একটু মোটা আন্টি'র সাথে হাসিনা আপা রা'ও যদি ঘামতেন
তবে হয়ত কষ্টটা কিছুটা হলেও বুঝতেন
মন্ত্রী পাড়ায় লোডশেডিং নাই
রাস্তা চলতে ট্রাফিক নাই
সমস্যা যারা সমাধান করবেন ... তাদেরই কোন সমস্যা নাই
(কি যাতনা বিষে, বুঝিবে সে কিসে ...)
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
এনারা যেই রাস্তা দিয়ে যান, তার আশেপাশের সব রাস্তায় আধঘন্টা আগে থেকে গাড়ি চলাচল বন্ধ করে দেয়া হয়। চিপায় পড়ি আমরা। মনডায় কই ধইরা :gulli: :gulli: :gulli: :gulli:
হাসের বাচ্চা ফরেন হইসে ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
=)) =))
আমাদের কষ্ট কেউ বুঝলনা। 🙁
প্রতি ঘন্টায় মানুষের বাসায় কারেন্ট যায়! 🙁
আহারে!! কী দারুণ কথা! এক্কেরে মনের কথা 🙁
আমার গেলবারে আমার মাদারবোর্ডখান গেছিল। এইবার আমার ইউপিএস আর ধকল সামলাইতে পারতেসেনা। কারেন্ট গেলে একখান চিক্কুর পাইরা মইরা যায়...
জানে পানি নাই... দেশে তড়িৎ নাই... ব্যান্ড উইডথ নাই...
কেম্নে যে বাইচ্চা আছি! 😕
বাইচ্চা থাকা যাদের জন্য কষ্টের তাদের আছে বাবলা গাছ 😀
জিহাদ যে এত মজার ছড়া লিখতে পারে জানা ছিলনা। যারা কস্টকে কাব্যে রুপান্তর করতে পারে তাদেরকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না।
জিহাদ এইবারে তড়িৎ বেগে মর্ত ত্যাগ করবে। 😀 হিহিহি।
জটিল লাগছে । :)) :)) :)) :)) =)) =)) =)) =)) =)) =)) =))
:thumbup: :thumbup:
যায়না দেখা হিন্দী ড্রামা
“চামকে মেরে বিন্দিয়া”
:khekz:
x-( পিন্টুর ছোট্ট বন্ধুগুলা খালি হিন্দি সিরিয়াল দেখে x-(
পিন্টু আইল কুত্থিকা

বস,আমি ব্যাপক চিপায় আছি,কি সব সুব্জেক্ট,তারতুর গ্যালোগা মিডিকিলির মত মুখসথ করতিকরতি
পিন্টুর বড় বন্ধুরাও দেখে 😛
জোশ জোশ
=))
=)) =)) :clap: :clap:
Life is Mad.
বরাবরের মতই জিহাদ :boss:
সিরাম হইছে মাল্কবি :clap:
কারেন্ট নাই, ব্লগীং নাই 🙂 বালিকার সাথে চ্যাটালাপ নাই 😉
মানুষ তার স্বপ্নের সমান বড়
ভালৈছে 😀
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
ঐ... 😀
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
জটিল :boss: :boss:
চরম চরম :khekz: :khekz:
ভাইয়া রক্স :thumbup:
:clap: মাল্কবি ড়কায়।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
বেশী যোশ হইসে!
You cannot hangout with negative people and expect a positive life.