আমাদের পাড়াতে
নালায়েক মশাগুলা
থাকে বিনা ভাড়াতে।
যেথা আছে ডোবা-নালা
যেথা আছে কর্দম
মশাদের ছানাপোনা
খেলে সেথা হরদম।
ধীরে ধীরে সন্ধ্যাতে
নেমে এলে রাত্র
মশাগুলো ঘুম ভেঙে
হাই তোলে মাত্র।
দাঁত ব্রাশ করে, ঠিক-
ঠাক করে যন্ত্র
কানে এসে ঘ্যান ঘ্যান
পড়ে মশা-মন্ত্র।
সাথে চলে ঢাক ঢাক
গুড় গুড় বাদ্য
আমাদের বাসাতেই
পাঁচখানা খাদ্য।
শোষকের দল ওরা
শোষিত যে আমরাই
ক্ষেপে গিয়ে ভাবি মশা
ধরে ধরে কামড়াই।
যদিওবা আগা গোড়া
জানো জুডো – কারাতে
মশাদের সাথে তবু
পারবেনা দাঁড়াতে
হেরে ভূত হবে, শুধু
পারবেনা হারাতে।
মশাদেরই জয় হয়
করি শেষে রিট্রিট
তৃপ্তিতে চোখ বুজে
বলে, আহা! কি ট্রীট!
আমি খাই কামড়ানি
মশা খায় রক্ত
বেটা করে মুখ ব্যাঁকা
আমি করি শক্ত।
তাহাদের জ্বালাতে
মন চায় সব কিছু
ছেড়ে ছুড়ে পালাতে।
😀 😀
R@fee
মারহাবা মারহাবা।। :clap: :clap:
এই মশাবন্দনার সুবাদে যদি মশাগুলা জিহাদ ভাইকে কিসু ছার দেয়।।
=)) =))
😀 :clap:
জিহাদ ভাই :boss: :boss:
"Never think that you’re not supposed to be there. Cause you wouldn’t be there if you wasn’t supposed to be there."
- A Concerto Is a Conversation
ভাই আপনে সুকুমার রায় রে ছড়া লেখা শিখাইছিলেন নাকি? :grr: :boss: জটিল,কঠিন এবং রঙ্গিন হইছে :clap: =))
:boss: :boss: :boss: :boss:
:clap: :clap: :clap:
অসাধারন
মাল্কবি জিহাদের উপরে মশাদের সুনজর বর্ষিত হউক... :boss:
:boss: :hatsoff: :salute:
সময়পযোগী পোস্ট!
😀 :boss: :boss: :boss:
মশারা যদি জিহাদভাইয়ার কবিতাটা পড়তে পারতো ...অসাধারণ
একটু কারেকশন: এইটা কবিতা না, ছড়া 😀
সাতেও নাই, পাঁচেও নাই
এই ছড়ার সৌজন্যেও যদি মশাগুলো একটু নিরস্ত হতো......
সরি ভাইয়া, :frontroll:
ভাবতেছি ছড়াটা প্রিন্ট আউট করে রুম এ টাঙ্গায়া দিবো,এরপর যদি ইডিয়ট মশা গুলার হাত থেকে বাঁচা যাই। x-(
এমন এক গ্রামে থাকি,এখানে মনে হয় মানুষের চেয়ে মশা বেশি। ~x( ~x(
জিহাদ ভাইয়া,চ্রম চ্রম চ্রম হয়ছে :boss: :boss: :boss:
বাংলা সাহিত্যের ইতিহাসে সুকুমার রায়ের পর ছড়ার জগতে নতুন অধ্যায়ের আজ সূর্যোদয় হল। :salute: :hatsoff:
সূর্যোদয় আরো অনেক আগেই হইছে, তুই ঘুম থেকে উওঠতে একটু লেট করে ফেলছস 🙂
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
😀 😀 😀
=))
ব্যাপার না। ঘুম থেকে উঠছি এইটাই আসল কথা। আশা করি এখানে আমাকে নিয়মিত দেখা যাবে। B-)
মাল্কোবি জিহাদের রক্ত খাইয়া মশারাও কোবতে লিক্তাছে।
দুইট্যাকা দিয়া কয়েল কিনা নিস।
:)) :))
চ্যারিটি বিগিনস এট হোম
মাল্কবি জিহাদের
খায় যারা রক্ত
সেই সব মশারাও
আজ তার ভক্ত.......।
সাধু সাধু :clap:
:boss: :boss:
চ্যারিটি বিগিনস এট হোম
আমার প্রিয় ছড়াকার... মাল্কবি জিহাদ :hatsoff: :hatsoff:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
ভাগ্যিস মশারা এই লেখা পড়তে পারবে না। পারলে,
দুটো পেতো বেমালুম অক্কা বিষম খেয়ে
বাকিরা বলিতো জিহাদ এক মাল দু'পেয়ে!
:pira:
চ্যারিটি বিগিনস এট হোম
মাল ছড়াকার জিহাদ অনেক বছর বাঁচুক আর এইরকম করে ছড়া লিখে যাক!
ছড়াটা চমৎকার! :thumbup:
জটিল লিখেছ মাল্কবি :clap:
আমার প্রিয় ছড়াকার… মাল্কবি জিহাদ 😀
বস দুইটা ইমো বাদ পড়ছে 😀
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
সাধু! সাধু!
মারহাবা!
ছড়াও যে একটা শিল্প, তুমি এইটা বারবার মনে করায়ে দাও :hatsoff:
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
দারুন। :thumbup:
চ্যারিটি বিগিনস এট হোম
ami jokon bd er shikha montri homu tokon eida pothito kormu...purai jossss
রবীন্দ্রনাথ যে বয়সে মেজ বৌঠাকুরনকে নিয়ে পাতার পর পাতা গদ্য পদ্য রচনা করে গেছেন সে বয়সে এই যুগের ছেলেদের মশা নিয়ে লিখতে হচ্ছে। বিষয়টা মোটেই মশকরার নয়, কপালে ভাজ পড়ার মতো।
“Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
― Mahatma Gandhi
ধীরে ধীরে সন্ধ্যাতে
নেমে এলে রাত্র
মশাগুলো ঘুম ভেঙে
হাই তোলে মাত্র।
ফেসবুকে স্ট্যাটাস দিলাম। ৫ তারাও দিলাম। স্র্যাকম হইছে!
😀 😀