এই ছড়াটা খাপ ছাড়া!

সত্যি বড় খাপ ছাড়া!
চাকরি এসে দিচ্ছে ধরা
আত্নীয় বা বাপ ছাড়া

দর্জি বানায় সকল পোষাক
পূর্ব কোন মাপ ছাড়া!

সত্যি বড় খাপ ছাড়া!

চা বেচে আজ রকিব মিয়া
চায়ের কোন কাপ ছাড়া

ঘূর্ণিঝড়ও হচ্ছে হঠাৎ
নিম্ন কোন চাপ ছাড়া!

সত্যি বড় খাপ ছাড়া!

রাজনীতিবিদ তার ভাষণে
বলছে অপলাপ ছাড়া

আম জনতাও মন দিয়ে তা
শুনছে অভিশাপ ছাড়া!

যা করা হয় পূণ্য সবই
এই কলিকাল পাপ ছাড়া

সব ছড়া আজ হচ্ছে লেখা
বাস্তবতার ছাপ ছাড়া!

সত্য়ি বড় খাপছাড়া!

১,৮০২ বার দেখা হয়েছে

১৯ টি মন্তব্য : “এই ছড়াটা খাপ ছাড়া!”

  1. রকিব (০১-০৭)

    শীতকালেতেও বর্ষা ঝরে
    সত্যি ভীষণ খাপছাড়া।
    চায়ের টং-এ বিল বাকি তাই
    চা বেঁচি আজ কাপ ছাড়া।

    আমার একখান অটোগ্রাফ ডাইরীছিলো (পরবর্তীতে কোন সিনেমায় যেন দেখছিলাম আমার এই আইডিয়া মাইরা দিছে); যাদেরকে আমি গুরু মানতাম তাদের অটোগ্রাফ টুকে নিয়ে রাখতাম ওটায়। ভাবতেছি আপনার জন্য নতুন করে আবার ওমন একখান ডাইরী বানাতে হবে। :boss: :boss:


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
  2. তাইফুর (৯২-৯৮)

    সকালে ড্যাশ ক্লিয়ার হয় না
    সিগারেটের 'চাপ' ছাড়া

    ঝুড়ি'র হকার জুতা ব্যাচে
    জুতার কোন খাপ ছাড়া

    তেমন কোন দোষ করি নাই
    ছোট খাট পাপ ছাড়া

    (জিহাদের কবিতা মানেই জিহাদী কবিতা ... ব্যান ... জংগী)


    পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
    মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।