সত্যি বড় খাপ ছাড়া!
চাকরি এসে দিচ্ছে ধরা
আত্নীয় বা বাপ ছাড়া
দর্জি বানায় সকল পোষাক
পূর্ব কোন মাপ ছাড়া!
সত্যি বড় খাপ ছাড়া!
চা বেচে আজ রকিব মিয়া
চায়ের কোন কাপ ছাড়া
ঘূর্ণিঝড়ও হচ্ছে হঠাৎ
নিম্ন কোন চাপ ছাড়া!
সত্যি বড় খাপ ছাড়া!
রাজনীতিবিদ তার ভাষণে
বলছে অপলাপ ছাড়া
আম জনতাও মন দিয়ে তা
শুনছে অভিশাপ ছাড়া!
যা করা হয় পূণ্য সবই
এই কলিকাল পাপ ছাড়া
সব ছড়া আজ হচ্ছে লেখা
বাস্তবতার ছাপ ছাড়া!
সত্য়ি বড় খাপছাড়া!
প্রথম 😀 😀
আসলেই সত্যি খাপ ছাড়া, দারুন লিখেছিস ছড়াটা... আবারো সেই পুরনো কথাই বলি, "জিহাদ একটা মাল্কবি..."
:clap:
মানুষ তার স্বপ্নের সমান বড়
শীতকালেতেও বর্ষা ঝরে
সত্যি ভীষণ খাপছাড়া।
চায়ের টং-এ বিল বাকি তাই
চা বেঁচি আজ কাপ ছাড়া।
আমার একখান অটোগ্রাফ ডাইরীছিলো (পরবর্তীতে কোন সিনেমায় যেন দেখছিলাম আমার এই আইডিয়া মাইরা দিছে); যাদেরকে আমি গুরু মানতাম তাদের অটোগ্রাফ টুকে নিয়ে রাখতাম ওটায়। ভাবতেছি আপনার জন্য নতুন করে আবার ওমন একখান ডাইরী বানাতে হবে। :boss: :boss:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
বঙ্গবন্ধুর খুনীরা আজ
হল তাদের প্রাণছাড়া
বাংলাদেশ আজ আনন্দিত
লাগছেনাতো খাপছাড়া!
যুদ্ধাপরাধী, বিডিআর হত্যার বিচার চাই
খুনীদের কোন মাফ ছাড়া ।
ঐ
সহমত
ডাইরী সুদ্ধা একটা এপ্লিকেশন পাঠা আমার টেবিলে। ভেবে দেখি কি করা যায় B-)
সাতেও নাই, পাঁচেও নাই
:clap: :clap: :clap:
চরম হইছে ছড়াটা। জিহাদের প্রত্যেকটা ছড়াই একেকটা ব্রেকথ্রু। :thumbup:
জিহাদের ছড়াগুলা এখন থেকে শুধু ছড়া না মালছড়া বইলা নামকরণের প্রস্তাব তুলছি 🙂
মাল্কবিতাটা সিরাম হইছে
চাকরি পাইস নাকি?
যদি সত্যি হয় তাইলে অভিনন্দন।
না হইয়া থাকলে ও আগাম অভিনন্দন খুব তাড়াতাড়িই হবে আশা করি।
না আপু। পাইনাই। পাইলে তো আর খাপছাড়া ছড়া হইতো না এইটা!
সাতেও নাই, পাঁচেও নাই
খুব ভালো 😛 :boss: :boss:
Life is Mad.
ধন্যবাদ 😀
সাতেও নাই, পাঁচেও নাই
সকালে ড্যাশ ক্লিয়ার হয় না
সিগারেটের 'চাপ' ছাড়া
ঝুড়ি'র হকার জুতা ব্যাচে
জুতার কোন খাপ ছাড়া
তেমন কোন দোষ করি নাই
ছোট খাট পাপ ছাড়া
(জিহাদের কবিতা মানেই জিহাদী কবিতা ... ব্যান ... জংগী)
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
আপনেরটাও মজার হইসে বস 😀
সাতেও নাই, পাঁচেও নাই