এই দুনিয়ায় কেউ কারো নয়
চলতে হবে একার
ক্যামনে সেটা বুঝবা মিয়া
নাই যদি হও বেকার?
নার্সারীতে সেই যে শুরু
দিন যত যায় পাল্টে গুরু
কত্ত জানা হইলো তবু
রইলো কত শেখার
এই বয়সে শিখছি যেমন
ব’য় এ কারে বেকার।
হায়রে কত ছিলাম সুখে
মাগনা খাবার জুটতো মুখে
ফ্রি ছিল ভাই বাপের হোটেল
টেনশনও নাই ট্যাকার
রুপকথা নয়, সত্যি ছিল
নই যখনও বেকার।
শাহরুখেরও পাকলো যে কেশ
সুখের কালও হইয়াছে শেষ
জীবন জালে পইড়া ধরা
ভুইলা গেছি কে কার
সব পরিচয় বিলীন , শুধু
জ্বী, আমি ভাই “বেকার”!
🙂
শুয়া বইসা আট হাজার টাকা কামাও তো, ভাল্লাগেনা x-(
চাকুরীজীবিদের জিগায়া দেখো, বলবে, বেকার জীবন কত সুখের ছিল। যতোদিন ফ্রি থাকতে পারো মিয়া, মৌজ কর। চাকুরীতে ঢুকা মানেই এমন জোয়াল কাঁধে নেওয়া যেটা ৬০ বছরের আগে ঘাড় থেকে নামবে না। 🙂
বেকার জীবন বড় সুখের -এইটা জানাইতে মোবাইল্থিকালগিন্কর্লাম ।
এত বেকার বেকার করিস্না...আর কয়দির পরেই তো গাড়ি হবে,বাড়ি হবে,নারী হবে....তখন এইসব ছড়া কই যাইবগা :dreamy: :guitar: :grr:
সহমত
একটু আগে অফিস থিকা ফিরলাম। রাত বাজে সাড়ে নয়টা। এইটা বেকার থাকা অবস্থায় হইতো না। আবার বেকার না থাকলে এইরকম একটা কবিতাও লিখতে পারতা না। সুতরাং...! 😉
তারপরও যা বের হয় তা পড়তে ডিজিটাল বেল্ট লাগে.... বুঝো অবস্থা!!! 😕
এত যখন হাতে টাইম তাইলে এইবার প্রেমট্রেমকর 😀
মানুষ তার স্বপ্নের সমান বড়
তোরে তো আগেই বলে রাখসি। এখনো তো ছবিই দেখাইতে পারলিনা । :grr:
সাতেও নাই, পাঁচেও নাই
বেকার জীবন কোন কিছু হইলো নাকি, হুহ 😡
চাকরিজীবি লাইফটা :shy: ইশ কি দারুন!! :thumbup:
সংসারে প্রবল বৈরাগ্য!
সবচে মজার হইতেসে অবিবাহিত থাকা। কি বলেন কাইয়ুম ভাই? :grr:
সাতেও নাই, পাঁচেও নাই
কি বলেন কাইয়ুম ভাই......
কি বলেন কাইয়ুম ভাই…… 😀
আর কয়টা দিন ধইরয্য ধর, বাংলালিংকে এপ্লাই করছ না কি?
nope. ট্রিপলই'র পোলাপান করসে মনে হয় অনেকেই। মেকানিক্যাল এর বেইল আসে নাকি
সাতেও নাই, পাঁচেও নাই
স্যরি, তবে বিডিজবস এ দেখলাম, কোথাই যেন এমই চাইছে। পিডিবি, আরইবি এগুলাতে এপ্লাই কর নাই?
ব্যাট-এর সাইটে সিভি পোস্ট করেছ তো?
মনে পড়েছে, রহিম আফরোজে ঈশ্বারদী প্ল্যান্টের জন্য এমই চেয়েছে।
😀 😀 😀
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
নিজের কথা চিন্তা করলে বেকার থাকা খারাপ না ...... কিন্তু বাপ মা বা ভাই বোনদের কথা এবং প্রেমিকার কথা (ইফ অ্যাপ্লিকেবল ) চিন্তা করলে হালের বলদ গ্রুপে যোগ দিতেই হয় ... :(( :(( :(( :((
কইতে না কইতেই লিখা ফেলাইসিস??? 😛
😀
সাতেও নাই, পাঁচেও নাই
টাকায় আনে সকল নেশা, বাড়ি, গাড়ী আর নারী
পুরুষ যদি বেকার হয়, নারী তবে বেকারী 😀
সত্যি কথা :thumbup:
বেকারী??? 😛 😛 😀 😀 :khekz: :khekz:
Life is Mad.
🙁 🙁
বেকারী থেকে আমরা কেক, বিস্কিট পাই, তাদের অবদান মোটেই অবহেলা করার মত নয়... 😉
=)) =)) =))
:pira: :pira:
তোর তুলনা নেই... :-B
জিহাদ আসলেই একটা মাল্কোবি,কি কন? 😀
সহমত
দুইদিনও হইলো না ...
এখনই ??
যা ভাগ ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
বুঝলেন তাইফুর ভাই, এইগুলা হইল ভবের পাগল। বেকার জীবনের দুইদিন না পার হইতেই কবিতা লিখে!! x-(
জামাইয়ের মতন কোমরের লুঙ্গি দিয়া পাগড়ি বানাইদিলে এইসব ভাব উইড়া যাবে! কি কস তানভীর! :grr: :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
সহমত :thumbup:
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
আবার জিগস কাইয়ূম ভাই।
জামাইরে কিছুক্ষণ পাংগাইতে ইচ্ছে করতেছে। :grr: :grr:
তাইলে আর দেরী করতাছোস ক্যান, দিহানের পোস্টে দেখলাম জামাই তার লুঙ্গি দিয়া বানানি পাগড়ি খুইলা কানে ফিল্টার কইরা ঢুকাইছে,অইটা বাইর কইরা স্ট্রেইট আবার লুঙ্গি পিড়া লঙ্গাপ দিয়া দে :grr: :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
ব্লাডি জামাই, জলদি লুংগি পিরা লংগাপ হ :grr: :grr: :grr:
জিহাদ মিয়া, তুমি তো দেখি ব্যাপক মাল্কবি।
কিছু ব্লগরব্লগরও দিও, ওইগুলারে আমি ব্যাপক ভালো পাই।
জিনিয়াস জিনিয়াস :hatsoff: :hatsoff:
Life is Mad.
:just: জিনিয়াস
মজা পাইসি। :khekz: :khekz: :khekz:
জিহাদেক্টামাল্কোবি 😀
:boss: :boss: :boss: 😀
"Never think that you’re not supposed to be there. Cause you wouldn’t be there if you wasn’t supposed to be there."
- A Concerto Is a Conversation
জিহাদ, তুমি তাড়াতাড়ি একটা ছড়ার বই পাবলিশ কর। একুশে বই মেলা তো আসতেসে সামনে। তোমার বই সুপারহিট হবে। অটগ্রাফ দিতে দিতে কুল পাবানা। বেকার থাকবা কেমনে?
i mean it...u write awsome 🙂
অনেকদিন পর ছড়া দিলা। তোমার ছড়া রক্করে।
কি রে তপু খবর কি?
হ্যাপি বাথ ডে।
আর @ জন্মদিন প্রিফেক্ট, তুই কই? :frontroll: :frontroll: :frontroll: দিতে দিতে আয়।
হাহাহা তুই কখনো ভুলিস না আমার জন্মদিন। থ্যাঙ্কু দোস্ত। আমি কমেন্ট করার সময়ই ভাবতেছিলাম তুই অন প্যারেড শিউর আইসা উইশ করবি।
শুভ জন্মদিন তপু। 🙂
শুভ জন্মদিন তপু :party:
জিহাদেক্টামাল্কোবি 😀
শুভ জন্মদিন তপু। 🙂
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
জিহাদ আর কয়দিন পর তোর বাড়ি হবে গাড়ি হবে ....সব হবে শুধু একটু ধৈর্য ধরতে হবে 🙂
:boss: 😀
:boss: :boss: :boss: :boss: :boss: :boss: :boss:
আমার একটা বেকারী লাগবে,কেউ জোগাড় করে দেননা? 😛