আহারে যে হলো একি
যা করিনি চিন্তাই
ব্যাচেলর এ মন খানা
হয়ে গেছে ছিনতাই!
ইতি খুঁজি, উতি খুঁজি
কোনাকুনি, সোজাসুজি
মন ফিরে পাইনা যে
কাঁদি সারা দিন তাই
সাবালক এ মন খানা
ঠিকই হলো ছিনতাই!
অবশেষে ঘরে এসে
বলে এক মেয়ে হেসে
না বলে ও মন নিয়ে
বাড়িয়েছি ঋণ, তাই
বলতে তা’ এসেছি যে
আমি প্রীতি জিনতা-ই!
;;;
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
😮 ভাইজান :teacup: 😀
হ, বহুত দিন পর। চায়ের জন্য থ্যান্কু........ 😀 😀 😀
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
পরীক্ষা শ্যাষ হইছে? না হয় নাই?? মনটা আরেকটু পরে ছিনতাই হইলে চলতো না???
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
পরীক্ষার কি শ্যাষ আছে নাকি। জীবন মানেই পরীক্ষা :dreamy:
সাতেও নাই, পাঁচেও নাই
তুমি কি মুনির হাসানের লগে দেখা করবা?? পরীক্ষা শেষ কইরা আইসো, রং চা খাইয়া যাইও!!
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
কোন মুনির হাসান লাবলু ভাই? 😕
সাতেও নাই, পাঁচেও নাই
মুনির হাসান তো একটাই। রায়হান আবীররে জিগাও। ম্যাথ অলিম্পিয়াড, ওপেন সোর্স.................. ইত্যাদি ইত্যাদি। তোমার প্রোগ্রামিংয়ে আগ্রহের কথা কইতেছিলাম ওর সঙ্গে।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
ঈমানে কই, ডরাইসি 😀
আমি তো শখের কোডাকুডি করি। শুরুও করসি অনেক দেরীতে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করার মত করেও কখনো ট্রেইনআপ করিনাই নিজেকে । তাইলে উনার সাথে ঠিক কি নিয়ে কথা বলবো? উনি কি চাক্রি দিবে ? 😀
সাতেও নাই, পাঁচেও নাই
বুয়েটের আইসিটি ডিপার্টমেন্টের (সিভিল বিল্ডিং ছয়তলা) হেডস্যার। বাংলাদেশে ওপেন সোর্স আন্দোলনের প্রধান।
হ উনারে তো চিনি। আমি আসলে প্রথমে বুঝিনাই উনার কথা বলতেসে।
সাতেও নাই, পাঁচেও নাই
:hatsoff: :hatsoff:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
:hatsoff: :hatsoff: 🙂
😮
ঋণের কি দরকার?
টাকা দিয়ে কিনতাই
সাবালক হতে পেরে
নাচ তাক ধিনতাই :awesome:
তোর মাথায় এতো প্রীতিজিন্ঠা ঘুড়ে ক্যান?
কারণ প্রীতি জিন্ঠা টাইমপাস এর জন্য বেশ ভালো ;;;
সাতেও নাই, পাঁচেও নাই
প্রীতি জিন্ঠা মনে হয় বর্ষাকাল পছন্দ করে :grr: :grr:
প্রীতি জিনতা আর টাইম পাস ;;; একটা গল্প মনে পরল ;))
মানুষ তার স্বপ্নের সমান বড়
অই মিয়া , ঝাইরা কাশ। :grr:
মানে কি? :no:
গল্পটা কৈয়া ফালাও। 😀
জিহাদের প্রোফাইলে বর্ষার ছবি ক্যান? কাহিনী কি?? :grr:
জিহাদ মিয়া খবর কিতা??? :grr: :grr:
এককাজ কর, প্রোফাইলের ছবি বদলাইয়া এখন প্রীতি আফা'র ফুডু দে ;;;
দিহান ভাবীপ্পু, নাম বদলাইস......খাওয়া কই ?????
:grr: :grr: :grr:
খাওয়া পাঠায় দিসি তোমার ঠিকানায়, পাও নাই?? B-)
মাম্মু, আই তোর বিরাট ফাঙ্খা... :boss: :boss:
মন ভরেনা এখনতো আর
শুধু প্রীতি জিন্তা'য়
মল্লিকা চাই, প্রিয়াঙ্কারেও
থাকুক না এই তিনটাই। 😉
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
😮 :thumbup:
তারচেয়ে বরং মৌসুমী নেন
একের ভিতর তিন,
গাছের খাবেন, তলারও পাবেন
রাত্রি কিংবা দিন। 😀
😮 😮 😮
:))
ও আমার বন্ধু গো
চিরসাথী পথ চলার
তুমি কি দিবে আমায়
গাছের এবং তলার ?
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
:clap:
:gulli2: :gulli2: :gulli2:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
কিরে শেষের লাইন ২টা কেন যানি ঠিক ছন্দে আছে বলে মনে হচ্ছেনা । পড়ে ঠিক রিদমটা পাচ্ছি না । তবে মন ছিনতাই হওয়া ভাল কথা না । জিডি কর আর পত্রিকায় একটা হারানো বিজ্ঞপ্তি দে 😛
বল-তে - তা এসে-ছি যে
আমি প্রীতি জিন-তাই
এইভাবে পড়ে দেখেন তো ছন্দ ঠিক মনে হয় কীনা? 🙂
সাতেও নাই, পাঁচেও নাই
এবার ঠিক আছে 😀
আমার কপালটাই খারাপ, একবারো মনখান ছিনতাই হইলো না। 😡
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
কোবতে ভালো ছিল জিহাদ ভাই; তয় বর্ষা আপুরে ছাইড়া বলিউডের দিকে হাত বাড়াইলেন?? :duel:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
:clap: :clap: :clap: :clap:
Life is Mad.
শুনো, ইতি মেয়েটা ভালো আছে। তবে উতি ঠিক সুবিধার না। নামটাই দেখো কেমন উষ্ঠা খাওয়া! ওরে খুঁজা বন্ধ করে ইতিকে নিয়ে থাকো। আর যে প্রীতি জিন্তা মেয়েটা ওকে আমার বাসায় পাঠিয়ে দাও। ওকে বাংলা শিখাবো। B-)
সময় নষ্ট করিস না । প্রীতি তো বাংলা পারে 😛
বস, সে যা বাংলা পারে আমি তার চেয়ে ভালো বাংলা পারি। বাংলা ভাষা অমূল্য খনি লুকানো আছে, তার কিছুই সে জানে না। আমি তারে কঠিন বাংলা শিখাবো ঠিক করছি! :-B :-B
দেখিস, বাংলা শিখাইতে গেলে তোরে না আবার বায়োলজি শিখাইয়া দেয় ! :grr:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
কামরুল ভাই এইডা কি কইলেন =)) =)) =))
অফ টপিক-আমিও বায়োলজি শিখপো তবে সোনালি বেন্দ্রের কাছে :((
বায়োলজি পর্যন্ত ঠিকাছে...আর্কিওলজি না শিখাইলেই হয় ;;;
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
আর্কিওলজিতে কি শিখানো হয়? 😕
সাতেও নাই, পাঁচেও নাই
হাড্ডি-গুড্ডির ব্যাপার মনে হয়..... 😛
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
মাস্ফু বোটানি ছাড়া আর কিছু তো তোর কাজে লাগবেনারে ;))
কমেন্ট দিসলাম কই গেলো? 🙁
টাইমপাস ভাল ছিল-খালেকা
ভাই জিহাদ ... তোরে একখান কথা কই ... এখন পর্যন্ত যদি দুকলা না হইসস, তাইলে যদ্দিন পারস একলাই থাক ... নাইলে পরে আমাগো মতন মাইনষের কথাগুলা মনে পরব। 😀
চ্যারিটি বিগিনস এট হোম
:thumbup: :thumbup:
কিন্তু, পরীক্ষার মধ্যে টাইম্পাস করার টাইম্ পাস??? :-B
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
:thumbup: :thumbup: ;)) ;))
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
মজা পাইলাম জিহাদ। :)) :)) :thumbup:
:clap: :clap:
ভাবছিলাম সেই পুরোনো নিয়ম করা নিয়ে
ছড়ার জবাব সবাই যদি করেন ছড়া দিয়ে
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
:thumbup:
টিটোরে তোর এই ভাবনাটারে বুঝলোনা কেউ বুঝলোনা
ছড়ার ভিত্রে ছড়ার মজা কমেন্টে কেউ খুজলোনা 🙁
সংসারে প্রবল বৈরাগ্য!
🙂