রমজানের ঐ ঈদ এলো রে
উচ্ছ্বাসী এক প্রথা
এই খুশিতেও একটু ভেবো
সেই ছেলেটার কথা।
যার মুখেতে তোমার মতন
ফিরনী, পায়েশ জুটলোনা
শাওয়াল মাসের আধখানা চাঁদ
যার আকাশে উঠলোনা।
আতর মাখা সুগন্ধতে
এই খুশি আর আনন্দতে
সময় করে সঙ্গে নিও তাকে
পাশের বাসার ন্যাংটো ছেলেটাকে…
ঈদের দিন পড়াশুন ভাল না তাই না পইড়াই প্রথম 😀 😉
মানুষ তার স্বপ্নের সমান বড়
ঈদের দিন পড়াশুনা ভাল না তাই না পইড়াই প্রথম 😀 😉
মানুষ তার স্বপ্নের সমান বড়
দুই বার ট্রাই করার জন্য ডিস্কোয়ালিফাইড :grr: ।
তাই আমিই প্রথম B-)
ঈদ মোবারাক সবাইকে :hug:
🙂 :hug:
Sabbir,tui arekjon re disqualify koros,mane tui judge.tai tui o bad.ami 1st
ঠিকাছে ...
এইটা জিহাদের পোস্ট টা,
তাইলে আমি ফার্স্ট, কারো কোন ডাউট থাকলে ফন্ট্ররোল দিতে দিতে চিটাগাং চলে আসো, কথা আছে :grr:
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ইয়ে বলছিলাম কি, বড় ভাই হয়ে ছোট বোনকে পরথম হওয়ার সুযোগ করে দেয়ার জন্য ফয়েজ ভাইয়রে ধইন্যাপাতা 😛
কিরে মাল্কোবি :hatsoff:
🙂 :thumbup:
সবার প্রথমে কমেন্ট দিলাম আর এখন আসল? 🙁 🙁 🙁
------------------------------------------------------------------
কামলা খেটে যাই
জিহাদ ভাই ছড়া গরমা গরম হইছে, সালামী দিলেন না, আমি মেইলে আপনারে সালাম পাঠাইছিলাম।
অফটপিকঃ জিহাদ ভাই কি আমার পাশের বাসায় থাকেন? 😛
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
বিলাডি রকিব, তোর গায়ে কোন বাক্ল নাই ক্যান???? যা কিছু গায়ে দিয়া আয়... x-(
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
আরে না মানে কবিতাটা তো আমি আবৃতি করতেছিলাম জুনা ভাই। তাইলে ব্যাপারটা কি দাড়াইলো। 😕 😕
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
তুই আবৃত্তি করতেছিলি, আর জিহাদে লিখছে- এবার তুইই বল ব্যাপারটা কি দাঁড়াইল???
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
না মানে আসলে কইতাছি কি কবিতাটা আমার উদ্দেশ্যে লিখা হইছে, ঐখানে আমারে বলা হইছে পাশের বাসার পলাটারে নিয়ে যাইতে। এইবার ঠিক হইছে :grr:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
দাদা ভাইয়ের খবর কি? আইসাই ছোট ভাইয়ারে পাঙ্গানী দিচ্ছোস ???
এই ছেলেটা কি রকিব...... :clap: :clap:
এইতো গিরিঙ্গি লাইগা গেছে, আমি আবার কৈত্থিকা আইলাম। যেই উলং ছেলেটার কথা কইতেছে ঐ পোলা আমার পাশের বাসায় থাকে।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
যেই লাউ, সেই কদু...... বিয়াপার না রকিব, এবার ঈদে একটা হাফ প্যান্ট আর জামা কিনে নিস... :goragori: :goragori:
ছড়াটা মাথার মধ্যে ঘুরতেছিল। লাস্ট লাইনটা একটু কেমন যেন হইছে, পাশের বাসায় অসহায় ন্যাংটো ছেলের সাথে বাস্তবতা রিলেট করাটা একটু কঠিন। পথের ধারের ন্যাংটো ছেলে হইলে একটু বেশি রিয়েলিস্টিক হইত বলে আমার বিনীত অভিমত। 🙂
তোর অবজারভেশনটা ভাল হইছে... 😀
জিহাদ ভাইয়া তোমাকে ঈদ মোবারক 🙂
ছড়া ভালো হয়েছে।
চ্যারিটি বিগিনস এট হোম
সবাইকে ঈদ মোবারক, বিশেষ করে দিহান ভাবীকে :hug:
"Never think that you’re not supposed to be there. Cause you wouldn’t be there if you wasn’t supposed to be there."
- A Concerto Is a Conversation
:-/
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
😕
ভাল ছিল রে জিহাদ।
:clap:
ঈদ মোবারক ভাইয়া।
সৈয়দ সাফী
বড়ই সৌন্দর্য !