[ এই ছড়ার কোন মানে নাই। নেই কাজ তো খই ভাজার বাইপ্রোডাক্ট ]
ফকা বলে সাকারে
ভাল করে তাকারে!
আমি তোর বাবা হই
নই বড় কাকা রে!
সাকা বলে ফকারে
দিয়ে গালে টোকারে!
তোমারইতো এই আমি
বুড়ো ধেড়ে খোকা রে!
সাকা বলে গিকারে
ভাই আমার শিখারে!
কিভাবেতে ছবি আপ-
লোড করে ফ্লিকারে!
গিকা বলে ফকারে
দিয়ে মৃদু বকা রে
তোমারইতো বড় ছেলে
দেখো কত বোকা রে!
ফকা বলে গিকা রে
অনায়াস বিকারে
সাকা বেটা পারে কিছু?
মারে শুধু চিকা রে!
গিকা বলে সাকা রে
তোর মাথা ফাকা রে
ঘটে কিছু নাই বটে
আছে শুধু টাকা রে!
সাকা বলে গিকারে
কস তুই কি কারে
লাক ভালো কেউ তোরে
করিয়াছে নিকা রে!
ফকা, গিকা , সাকা রে
ঘাড় ত্যাড়া, বাঁকা রে
এ কথায় রাজি হলে
ঘাড়খানি ঝাকা রে!
🙂 😀
একজন পুরা ফর্ম ফিরা পাইছে :grr:
:grr: :grr: :grr: 😛
জিহাদ এই ছড়া জায়গা মত গেলে তোর যে কি হবে এক আল্লাহ্ মাবুদ জানে 😕
জিহাদ দেখি তার অস্তাদরে নিয়া কবিতা লিখছে 😀
সকালে উঠিয়া আমি মনে মনে বলি,
জিহাদ আসলেই একখান মাল্কবি।
😀 😀 😀
সকালে উঠিয়া আমি মনে মনে বলি,
জিহাদ ভাই আসলেই একখান মাল্কবি।
:goragori: :goragori: :goragori:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
ছোট ভাইয়া নকল করস ক্যান? 😛
পুরা :gulli2:
😕 😕
:gulli2: :gulli2:
কেকারে কি কয়?? 😕 😕 😕
জিহাদ দারুণ :guitar: :awesome:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
কেকারে কিছু কওন যাইবো না,
কারণ "অচেনা মেয়েদের সুন্দরী কওয়া যাইবো না", হাইকোর্টের নিষেধ আছে। :no: :no:
রোজার দিনে কেস খাইলে রোজা ভাইঙ্গা যাইবো :no:
ছোট সুকুমার রায়কে :salute:
:)) :)) :)) :))
জট্টিল.........আপনেরে তো সুকুমার রায়ের ছুডু ভাইয়ের মতন লাগতাসে!কী ব্যাপার?
People sleep peaceably in their beds at night only because rough men stand ready to do violence on their behalf.
:)) :clap: :gulli2: :hatsoff:
মানুষ তার স্বপ্নের সমান বড়
দারুণ দারুণ ! :clap:
ছড়া পুরা উড়াধুরা :gulli2:
বেপক মজা পিলাম। :)) :)) :awesome: স্বাগতম, খোকা সুকুমার। :boss: :boss: :clap:
:khekz: :khekz: :khekz:
আমি ফৌজিয়ান
সাকা গিকাও তাই
তেনারা আমার বড় ভাই :salute:
জেনে রাখা চাই।
সাম্প্রদায়িক কারনে আমার
আঁতে লেগেছে ঘা :bash:
শয়তান তুই কই আছিস
পালাতে পারবিনা :duel:
জিহাদের বিরুদ্ধে আমি
করলাম জিহাদ ঘোষনা :gulli2:
ইফতার পার্টিতে তবে রে-
তরে আমি ছাড়ছিনা :chup: :goragori:
😀
সাতেও নাই, পাঁচেও নাই
আব্দুল্লাহ ভাই 😀
জিহাদ ভাই B-)
জিহাদ ভাইয়া চমৎকার।
কিন্তু এখন কি বর্ষাকাল ছেড়ে ফকা, সাকা, গিকা রে নিয়া আসো? 😕
আমার আবার এক সীজন বেশিদিন ভাল্লাগেনা :grr:
সাতেও নাই, পাঁচেও নাই
আরে ভিপি দিহান ভাই যে :khekz: :khekz: :goragori:
:thumbup:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
:hatsoff: :hatsoff: :hatsoff:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
😀
:khekz: :khekz: :clap: :clap: :guitar: :guitar:
Life is Mad.
এইটা আগে পড়িনাই
আমি কত বোকা রে!
জিহাদ তোমার ছড়া সবসবময়েই সেরকমের :boss:
ফকা গিকা সাকারে
সিসি ব্লগে তাকারে
জিহাদের পকেটে
ঢোকা কিছু টাকারে!
:thumbup:
চরম।
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
সাকা বলে গিকারে
কস তুই কি কারে
লাক ভালো কেউ তোরে
করিয়াছে নিকা রে :khekz: :khekz: :khekz:
:pira: :pira: :pira:
সিরাম সিরাম... 😀
"Never think that you’re not supposed to be there. Cause you wouldn’t be there if you wasn’t supposed to be there."
- A Concerto Is a Conversation
আমি ফ্যান হইয়া গেলাম । আহা... :boss: :boss: :boss: :boss: :boss: :boss:
ছড়াকারজিহাদ্রেওভিনন্দন :clap:
আরোকতরুপদেখাবামামা 😉