পাইলাম, আমি ইহাকে পাইলাম

তৌফিক ভাইয়ের আচার পোস্ট পৈড়া মনে হইলো এখনি সময়। তাওয়া গরম থাকতে থাকতেই পরোটা ভেজে ফেলা ভাল। দেখতে দেখতে এই ব্লগের বেশ ভাল সময় পার হয়ে গেল। আর কয়দিন পরেই এক বছরে পড়তে যাচ্ছে সি সি বি। সদস্যও আল্লায় দিলে খারাপ না। প্রত্যেকদিনই টুকটাক মেম্বার জয়েন করতে করতে তিনশোর ল্যান্ডমার্ক পার হয়ে এখন সাড়ে তিনশোর দিকে‍‍‍ যাচ্ছে । তো যেই জন্য এত কিছু বলা। আমাদের ব্লগের কে ক্যামনে এই ব্লগের হদীস পাইলেন সেটা জানতেই একটা হালখাতা খুল্লাম। তো আসেন শুরু করি। কে ক্যামনে পাইলাম আমাদের প্রিয় সিসিবির খোঁজ।

বি:দ্র: নস্টালজিক হৈতে সমস্যা নাই। বাট নো কান্নাকাটি।

৪,২৪৫ বার দেখা হয়েছে

৬০ টি মন্তব্য : “পাইলাম, আমি ইহাকে পাইলাম”

  1. মাসরুফ (১৯৯৭-২০০৩)

    হেঁ হেঁ হেঁ তাওয়া গরম নিয়া একটা জুক্স মুনে পইড়া গেল পরে কমুনে।
    যা কইছিলাম-আমারে ফেসবুক থিকা কে জানি(বেয়াদব জিহাদ মুনে হয়) লিঙ্ক দিছিল ফেসবুকের ক্যাডেট গ্রুপ থিকা।সেইখানে একদিন আইলাম, বাংলা ডাউনলোড করার সোময় গালাগালি কর্লাম।কিন্তু উরা ব্বাস,লিখা পইড়া আমি তো হা!এমুন কুনু দিন কাটে নাই বাইরে আসার পর যেই দিন এট লিস্ট অন্তত ২ বার কলেজের ক্যাম্পাসে ফিরা যাইনাই মনে মনে।এইখানে লিখা পইড়া মনে হইল পানির মাছ পানিতে ফিরছে(আমার ক্ষেত্রে বনের গাছ বনে ফিরছে)।মনে আছে,হাসনাইনের "ফাইজুল হক স্যারের চাপ" অথবা "প্রেট ডানে ঘুরপেপ বায়ে...বইলা স্টাফের পানিশমেন্ট দেওনের কথা পইড়া লিটারেলি "পিরা" গেছিলাম। তখন নয়া নইয়া বেরেক আপ হইছে সারাদিন মন খারাপ থাকত,তাই ভালবাসা দিবসের পরপর ১৯৯৯ সালের ওই দিনে কলেজে যা হইছিল ইলিয়াস স্যারের সাথে সেইটা নিয়া ব্লগ//cadetcollegeblog.com/mashroof/125 লিখা ফেললাম। অনেক ভুল ছিল যা জিহাদ ঠিক কইরা দিছিল।ওইটা ছিল আমার জীবনের পরথম ব্লগিং।আর সেই যে শুরু আর কুনু থামাথামি নাই। এক্কেরে জাস্ট ফেরেন্ডের পাল্লায় পড়ার পরেও সিসিবি আমার জান-পেরান-সংসার ইত্যাদি ইত্যাদি।খালি ক্যাডেট কলেজ না, নিজের ব্যক্তিগত সুখ দুঃখও এইখানে আকারে ইঙ্গিতে শেয়ার করি ফালাই-আর এইখানের মানুষজন আমার এই অতি বিরক্তিকর অভ্যাসটারে প্রশ্রয় ও দেয়।

    আমার নাতি যখন ক্যাডেট কলেজ থিকা পাস করবে,সেও এই ব্লগের ম্মবার হবে আশা করি-আর ততদিনে আমেরিকা, ইউরোপ,আফ্রিকা, এশিয়া , অস্ট্রেলিয়া-সব মহাদেশে সিসিবির আলাদা আলাদা গ্যাদারিং হবে-মানুষজন বিভিন্ন দেশি "যাস্ট ফেরেন্ড" নিয়া সেইখানে আসবে

    ইশ কত স্বপ্ন দেখি এই ব্লগটারে নিয়া......

    জবাব দিন
  2. পলাশ (৯৪-০০)
    আমাদের ব্লগের কে ক্যামনে এই ব্লগের হদীস পাইলেন সেটা জানতেই একটা হালখাতা খুল্লাম। তো আসেন শুরু করি। কে ক্যামনে পাইলাম আমাদের প্রিয় সিসিবির খোঁজ।

    আমি স্বপ্নে পাইছি 😀 😀

    লম্বা স্বপ্ন আছিলো... দেখি যে কামরুল একবার হাসে =)) :goragori: :khekz: আবার কান্দে :(( :((
    তো আমি জিগাইলাম...কিরে কি হইছে? কয় যে ক্যাডেট কলেজের সব পোলাইপান একসাথে হইয়া লেখা শুরু করছে... ভয়ে ঘুম ভাইঙ্গা গেলো...

    গুগল সার্চ দিলাম... এবং পাইলাম, ইহাকে পাইলাম...
    🙂 😀 😡 :salute: :frontroll: :-* :party:

    জবাব দিন
  3. মুসতাকীম (২০০২-২০০৮)

    আমাদের বেক্সকা (বরিশাল এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশন) থেকে সংবর্ধনা দেবার সময় তারিক ভাই {তারিক(২০০১-২০০৭)} সকলকে এই ব্লগে আমন্ত্রন জানিয়েছিলেন। তারপর বাসায় এসেই চলে এলাম এখানে 😀 😀 😀
    তারিক ভাই & সিসিবিকে :salute: :salute: :salute:


    "আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"

    জবাব দিন
  4. নাজমুল (০২-০৮)

    ফেইসবুক না টেইসবুক নামে কী যেন এ্কটা জিনিস আছে আমি ওইখানে এ্কখানা গ্রুপ এ জয়েন করছিলাম proud to be an excadetউহার ডান পাশে related group এ এক্টা গ্রুপ ছিলো নাম ক্যাডেট কলেজ ব্লগ।নতুন এক্সক্যাডেট হিসেবে ক্যাডেট লেখা কিছু থাক্লেই মনে হইতো যে আমাদের নিয়া কিছু লেখা আছে সেই কারণে সেই গ্রুপ যর নাম ক্যাডেট কলেজ ব্লগ তাতে ক্লিক করছিলাম ওইখানে দেখলাম অন্য রঙ এর একটা লাইন।ওইটা দেখে ক্লিক করলাম তারপর আমাকে এই জায়গায় নিয়া আস্লো 😀

    জবাব দিন
  5. হাসনাইন (৯৯-০৫)

    আমারে জিহাদ মেসেঞ্জারে বলছিল ওয়ার্ডপ্রেস সাইটের কথা। সেদিন প্রথম বাংলা টাইপাই। সবদিকে গিয়াঞ্জাম বাঁধায় রাখছিলাম ~x( , সব ভোলার জন্য সারাদিন ঐ ব্লগে পিরা থাকতাম। :dreamy:

    জিহাদ,
    এই ব্লগিতিহাসে প্রথম লিখা কোনটা ছিল?? লিংক দিয়া দিলে ভাল হৈত, কি বলিস? :-B

    জবাব দিন
  6. রাফি (০২-০৭)

    আমিও facebook এর Proud to be an Ex-Cadet গ্রুপ এ Related Groups থেকে পাইসিলাম.......তার পর তো join কইরা দেখি জটিল অবস্থা.....অখন ত অফিস এ বইসাও কাজ ফালায়া ব্লগ পরি। এখন অ কিছু লেখি নাই, তবে খুব তারাতারিই লিখব ইনশাল্লাহ.......

    জবাব দিন
  7. টিটো রহমান (৯৪-০০)

    আমি কেমনে পাইছি তা পরে কমু নে..কিন্তু তার আগে খুইজা লই রায়হান পোলাডা কই? ওরে ~x( :gulti: :gulli: :chup: :duel: :bash: :gulli2: :frontroll:

    বাকি সবাইরে :salute: 😛


    আপনারে আমি খুঁজিয়া বেড়াই

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।