তৌফিক ভাইয়ের আচার পোস্ট পৈড়া মনে হইলো এখনি সময়। তাওয়া গরম থাকতে থাকতেই পরোটা ভেজে ফেলা ভাল। দেখতে দেখতে এই ব্লগের বেশ ভাল সময় পার হয়ে গেল। আর কয়দিন পরেই এক বছরে পড়তে যাচ্ছে সি সি বি। সদস্যও আল্লায় দিলে খারাপ না। প্রত্যেকদিনই টুকটাক মেম্বার জয়েন করতে করতে তিনশোর ল্যান্ডমার্ক পার হয়ে এখন সাড়ে তিনশোর দিকে যাচ্ছে । তো যেই জন্য এত কিছু বলা। আমাদের ব্লগের কে ক্যামনে এই ব্লগের হদীস পাইলেন সেটা জানতেই একটা হালখাতা খুল্লাম। তো আসেন শুরু করি। কে ক্যামনে পাইলাম আমাদের প্রিয় সিসিবির খোঁজ।
বি:দ্র: নস্টালজিক হৈতে সমস্যা নাই। বাট নো কান্নাকাটি।
ক্যামনে যে পাইলাম, খাড়া মনে কইরা গুছায়া লেকতে আছি :boss:
সংসারে প্রবল বৈরাগ্য!
আমি তো গুগুলে "বর্ষা" লেইখা সার্চ দিসিলাম।
ডাইরেক্ট এইখানে নিয়া আসলো।
পরে দেখি আরে এইটা তো আমাদের সিসিবি। 😉 😉 😉 :grr: :grr:
এই আপনের গুছায়া লেখার পরের অবস্থা ?? ~x( :chup:
সাতেও নাই, পাঁচেও নাই
কিবে মিস ফিল্ডিং করছস মনে লয় 😀
বর্ষা দেইখা আর নিজেরে ধিরা রাখতে পারেনাই বেচারা =))
সংসারে প্রবল বৈরাগ্য!
মিসফিল্ডি না মিসব্যাটিং কৈরা ফালাইসি। বিরিশিরি থিকা না খায়া, না ঘুমায়া দুই দিন ঘুরে আজকে রাতে ফিরে আসার আউটপুট মনে হয়। বর্ষা গ্রীষ্ম কিছু না।
সাতেও নাই, পাঁচেও নাই
পিরা ল্যাংগুয়েজ কইতে কইতে এমন অবস্থা হইছে যে বিরিশিরি দেইখা অন্যকুনু জায়গা মনে করার চেষ্টা করতেছিলাম ~x(
সংসারে প্রবল বৈরাগ্য!
আপ্নের তো মনে হৈবোই। দুনিয়াতে শীত , গ্রীষ্ম, বসন্ত, হেমন্ত, শরৎ থাকতে যে খালি বর্ষা লিখেই গুগলে সার্চ দেয় তার তো কত কিছুই মনে হৈতে পারে :chup:
সাতেও নাই, পাঁচেও নাই
হালায় টেনশনের চোটে আবার মিস ফিল্ডিং মারসেরে :goragori: :goragori:
সংসারে প্রবল বৈরাগ্য!
জিহাদ, হইলোডা কি তোর? বারবার ভুল শট খেলতেছিস। :)) :))
রাত অনেক হইছে, একটু ঘুমা, সব ঠিক হইয়া যাবে। 😉 😉
~x( ~x(
সাতেও নাই, পাঁচেও নাই
আমার হৈলোডা কি 🙁
সাতেও নাই, পাঁচেও নাই
বাড়ির মানুষ কয় আমার তাবিজ করেছে
পাড়া পড়শি কয় জ্বিনে ভুতে ধরেছে
কি করে বলি তাদের কেউ আমায় ভালোবেসেছে...... 😉 😉
জিহাদ প্রেমে পড়েছে। 😉 😉
ট্যিঁউ ট্যিঁউ ট্যিঁউ ট্যিঁউ (ব্যাকগ্রাউন্ড মিউজিক)
ব্যাকগ্রাউন্ড মিউজিক পছন্দ হইছে।
আমার নেক্সট নাটকের আবহ সঙ্গীত তুই-ই করিস। 😉 😉
:khekz: :khekz: :frontroll: :frontroll:
Life is Mad.
কাইয়ুম ভাইও বর্ষা লিখে গুগলে সার্চ দিছিলেন? 😮 😮 :bash:
বর্ষার আগে পিছে কি লিখসিলো কে জানে 😛
সাতেও নাই, পাঁচেও নাই
ওরে নারে না =)) =))
সংসারে প্রবল বৈরাগ্য!
'বর্ষা' নিয়ে কিছু জানতে 'জিহাদ' লিখে সার্চ দেয়াই তো তাইলে বেশি কার্যকরী হইব... :-B
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
ঠিকাছে। এরপর থিকা "গাছ" নিয়ে জানতে "জুনায়েদ" লিখে সার্চ দিবো। :-B
সাতেও নাই, পাঁচেও নাই
দিও অনেক কিছু জানতে পারবা... O:-)
অফ টপিক- আমার ক্যাডেট নাম ছিল 'কবীর'... :khekz: :khekz:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
গুগল বুদ্ধিমান প্রাণী। জুনায়েদ বলি আর কবীর - যেটাই বলি আল্টিমেট রেজাল্ট একই আসবে আশা করা যায়।
সাতেও নাই, পাঁচেও নাই
:goragori: :goragori: :goragori:
:khekz: :gulti: :khekz: :gulti:
=)) =)) :khekz: :khekz:
Life is Mad.
আমিও দিছিলাম
বর্ষা + জিহাদ লেইখা একটা সার্চ।
প্রথম হিট সিসিবি। 🙂
শুধু প্রথমটাই না। পরেরটাও :grr: :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
হেঁ হেঁ হেঁ তাওয়া গরম নিয়া একটা জুক্স মুনে পইড়া গেল পরে কমুনে।
যা কইছিলাম-আমারে ফেসবুক থিকা কে জানি(বেয়াদব জিহাদ মুনে হয়) লিঙ্ক দিছিল ফেসবুকের ক্যাডেট গ্রুপ থিকা।সেইখানে একদিন আইলাম, বাংলা ডাউনলোড করার সোময় গালাগালি কর্লাম।কিন্তু উরা ব্বাস,লিখা পইড়া আমি তো হা!এমুন কুনু দিন কাটে নাই বাইরে আসার পর যেই দিন এট লিস্ট অন্তত ২ বার কলেজের ক্যাম্পাসে ফিরা যাইনাই মনে মনে।এইখানে লিখা পইড়া মনে হইল পানির মাছ পানিতে ফিরছে(আমার ক্ষেত্রে বনের গাছ বনে ফিরছে)।মনে আছে,হাসনাইনের "ফাইজুল হক স্যারের চাপ" অথবা "প্রেট ডানে ঘুরপেপ বায়ে...বইলা স্টাফের পানিশমেন্ট দেওনের কথা পইড়া লিটারেলি "পিরা" গেছিলাম। তখন নয়া নইয়া বেরেক আপ হইছে সারাদিন মন খারাপ থাকত,তাই ভালবাসা দিবসের পরপর ১৯৯৯ সালের ওই দিনে কলেজে যা হইছিল ইলিয়াস স্যারের সাথে সেইটা নিয়া ব্লগ//cadetcollegeblog.com/mashroof/125 লিখা ফেললাম। অনেক ভুল ছিল যা জিহাদ ঠিক কইরা দিছিল।ওইটা ছিল আমার জীবনের পরথম ব্লগিং।আর সেই যে শুরু আর কুনু থামাথামি নাই। এক্কেরে জাস্ট ফেরেন্ডের পাল্লায় পড়ার পরেও সিসিবি আমার জান-পেরান-সংসার ইত্যাদি ইত্যাদি।খালি ক্যাডেট কলেজ না, নিজের ব্যক্তিগত সুখ দুঃখও এইখানে আকারে ইঙ্গিতে শেয়ার করি ফালাই-আর এইখানের মানুষজন আমার এই অতি বিরক্তিকর অভ্যাসটারে প্রশ্রয় ও দেয়।
আমার নাতি যখন ক্যাডেট কলেজ থিকা পাস করবে,সেও এই ব্লগের ম্মবার হবে আশা করি-আর ততদিনে আমেরিকা, ইউরোপ,আফ্রিকা, এশিয়া , অস্ট্রেলিয়া-সব মহাদেশে সিসিবির আলাদা আলাদা গ্যাদারিং হবে-মানুষজন বিভিন্ন দেশি "যাস্ট ফেরেন্ড" নিয়া সেইখানে আসবে
ইশ কত স্বপ্ন দেখি এই ব্লগটারে নিয়া......
বন্ধু,সিসিবিতে আপাততঃ তুই ছাড়া আর কারও "Just friend" নাই। সো নেক্সট গ্যাদারিং-এ তাকে নিয়া আসিস।
আমি খোঁজ পেয়েছিলাম 'ভুত থেকে ভুতে'... :-B
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
সেইটা কি?কন গাছ থিকা গাছে 😛
অফ টপিক-কবীর ভাই, আপনে মামা সেইরকম লিখা লিখেন।শালার কলেজে তো খালি পাঙ্গাই দিয়া গেলেন নিজের লেখক পরিচয়ের সুবিচার কইরা আমারে ক্যান্টিএ খাওয়াইলেন না 😕
গাছ থেকে গাছে শুনলে টার্জানের(রাত বেশি হইছে, তাই আগেই কই এইডা কিন্তু সুশীল টার্জান!!) কথা মনে পড়ে যায়... :-B
যাই হোক, দোষ আমার না...জিহাদ গো...সিসিবি যদি আগেই থাকত তাইলে জানতাম আমি লিখতেও পারি...তাও আবার 'সেইরকম( 😛 )'...আহা!
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
ভুত না পেত্নী? 😉
সাতেও নাই, পাঁচেও নাই
পেত্নী?
নাহ্, চান্স কম...ওদের দুই একজনরে মাত্র চিনি...তাও সিসিবির মেম্বার না...
ভুত ই ঠিকাছে... 😀
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
আমি টারজান "***"(ওয়াই এর আগের অক্ষর) দেখপো :((
আমার বন্ধু শাহেদ আমাদের ইনটেকের Yahoo groups-এ প্রথম সিসিবির invitation পাঠায়। সেদিনই জয়েন করি।
আজও তার প্রতি কৃতজ্ঞ, আমাকে এমন এক জগতের দাওয়াত দেবার জন্য।
জিহাদকে সাইজ করার জন্য সবাইরে ধন্যবাদ। B-) B-)
:khekz: :khekz:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
আমি স্বপ্নে পাইছি 😀 😀
লম্বা স্বপ্ন আছিলো... দেখি যে কামরুল একবার হাসে =)) :goragori: :khekz: আবার কান্দে :(( :((
তো আমি জিগাইলাম...কিরে কি হইছে? কয় যে ক্যাডেট কলেজের সব পোলাইপান একসাথে হইয়া লেখা শুরু করছে... ভয়ে ঘুম ভাইঙ্গা গেলো...
গুগল সার্চ দিলাম... এবং পাইলাম, ইহাকে পাইলাম...
🙂 😀 😡 :salute: :frontroll: :-* :party:
=)) =)) :goragori:
সংসারে প্রবল বৈরাগ্য!
কাইয়ুম ভাই, ইদানইং আফনে চ্রম ফাঁকিবাজ হয়া গেছেন।কপি পেস্ট আর ইমো দিয়া খালাস।দাঁড়ান,আফনের নামে ভিপি স্যাররে কম্পলেইন কর্তেছি x-(
আরে 'জাস্ট কপি পেস্ট'ই তো, চেতস ক্যালা :khekz: :khekz:
সংসারে প্রবল বৈরাগ্য!
~x( ~x( কইছিনা এই "যাস্ট" শব্দটা এজায়গায় বেজায়গায় ব্যবহার না কর্তে? x-(
তোরে না লং আপ করায়া রাখছি আটাইশ পর্যন্ত x-( x-(
পড়তে ব গিয়া ব্যাটা x-( B-)
সংসারে প্রবল বৈরাগ্য!
মাস্ফু পড়তে বসো নইলে :((
আমাদের বেক্সকা (বরিশাল এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশন) থেকে সংবর্ধনা দেবার সময় তারিক ভাই {তারিক(২০০১-২০০৭)} সকলকে এই ব্লগে আমন্ত্রন জানিয়েছিলেন। তারপর বাসায় এসেই চলে এলাম এখানে 😀 😀 😀
তারিক ভাই & সিসিবিকে :salute: :salute: :salute:
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
আমারটা তো একবার কইছি তৌফিক এর পোষ্টে, আবার কমু? 😕
সবাই ওইখানে গিয়া পইড়া আস।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ফেইসবুক না টেইসবুক নামে কী যেন এ্কটা জিনিস আছে আমি ওইখানে এ্কখানা গ্রুপ এ জয়েন করছিলাম proud to be an excadetউহার ডান পাশে related group এ এক্টা গ্রুপ ছিলো নাম ক্যাডেট কলেজ ব্লগ।নতুন এক্সক্যাডেট হিসেবে ক্যাডেট লেখা কিছু থাক্লেই মনে হইতো যে আমাদের নিয়া কিছু লেখা আছে সেই কারণে সেই গ্রুপ যর নাম ক্যাডেট কলেজ ব্লগ তাতে ক্লিক করছিলাম ওইখানে দেখলাম অন্য রঙ এর একটা লাইন।ওইটা দেখে ক্লিক করলাম তারপর আমাকে এই জায়গায় নিয়া আস্লো 😀
আমিও ফেইসবুক এই পাইসিলাম সি সি বি র লিঙ্ক 😀 😀
আমি ক্যাডেট কলেজ নামে সার্চ দিসিলাম :-/
হেই মিয়া তুমি কবে আইলা। আমারও অবশ্য একই ঘটনা।
আমি অনেক ভেবেও মনে করতে পারছি না কেমন করে এখানকার খোঁজ পেলাম। 😕
মনে পড়লে এসে বলে যাবো।
জিহাদ, তোমার মনে আছে নাকি?
www.tareqnurulhasan.com
আমারে জিহাদ মেসেঞ্জারে বলছিল ওয়ার্ডপ্রেস সাইটের কথা। সেদিন প্রথম বাংলা টাইপাই। সবদিকে গিয়াঞ্জাম বাঁধায় রাখছিলাম ~x( , সব ভোলার জন্য সারাদিন ঐ ব্লগে পিরা থাকতাম। :dreamy:
জিহাদ,
এই ব্লগিতিহাসে প্রথম লিখা কোনটা ছিল?? লিংক দিয়া দিলে ভাল হৈত, কি বলিস? :-B
প্রথম লেখার লিংক...
আমিও facebook এর Proud to be an Ex-Cadet গ্রুপ এ Related Groups থেকে পাইসিলাম.......তার পর তো join কইরা দেখি জটিল অবস্থা.....অখন ত অফিস এ বইসাও কাজ ফালায়া ব্লগ পরি। এখন অ কিছু লেখি নাই, তবে খুব তারাতারিই লিখব ইনশাল্লাহ.......
রাফি
অনুগ্রহ করে জনসমুখ্যে প্রদর্শিত নামটা বাংলায় করে দিন। সঙ্গে কলেজে অবস্থান সময়কাল উল্লেখ করারও অনুরোধ করছি। 🙂
ভালো থাকবেন। 🙂
আমি কেমনে পাইছি তা পরে কমু নে..কিন্তু তার আগে খুইজা লই রায়হান পোলাডা কই? ওরে ~x( :gulti: :gulli: :chup: :duel: :bash: :gulli2: :frontroll:
বাকি সবাইরে :salute: 😛
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
সেই উইকি থেকে শুরু...আর পারছি না গুরু... 😛
ক্যান... তোর কি হইল আবার??
চিন্তা করছি, :dreamy: