হাওয়া বিষয়ক উপদেশ

ছেলেটির মনে হাওয়া লেগেছে, উপদেশ  –

হাওয়া-রে যখন কিনেছিস হাট হতে
ছাড়িসনা তারে তুই সস্তাতে
হাওয়া-রে তুই মন ভরে ভালবাসলে
সে তোরে ভরিয়ে দিবে সুদেআসলে …..।।

মেয়েটির মনে হাওয়া লেগেছে,উপদেশ

হাওয়া-রে তুই লাগতে দিলি কেন-রে
জানিস তো, হাওয়া থাকে না কোন ঘরে
যদি পারিস, দরজার খিল দিস শক্ত করে
হাওয়া যেন দম বন্ধ হয়ে ভালবাসে তোরে…।।

১,২১৩ বার দেখা হয়েছে

১১ টি মন্তব্য : “হাওয়া বিষয়ক উপদেশ”

  1. নূপুর কান্তি দাশ (৮৪-৯০)

    :thumbup: :thumbup:
    মজা পেলাম।
    আমরা যখন সেভেনে তখন একটা হিন্দি মুভি দেখিয়ছিলো কলেজে, যার একটা গান ব্যাপক হিট ছিলো সে সময়।
    'হাওয়া হাওয়া ও হাওয়া/ খুশবু লুটা দে'-- শুনেছো গানটা?

    জবাব দিন
  2. রকিব (০১-০৭)

    মিষ্টি কবিতা।
    হাওয়া আর মন শব্দদুটো পর পর শুনলেই এই গানটা মনে পড়ে যায়।
    মন হাওয়ায় পেয়েছি তোর নাম, মন - হাওয়ায় হারিয়ে ফেললাম...


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
  3. আলীম (২০০১-২০০৭)

    প্যারেড- সাবধান, দেন দুইটা ফ্রন্টল অটো দিলাম, এখন অপটপিক কিছু কথা ভাইয়া,

    একটি লিটল ম্যাক'এর জন্য, বইমেলা থেকেই যাত্রা শুরু। ১৫ জানুয়ারীর ভিতরে লেখা পাঠাবার ঠিকানা, paglaraza@gmail.com. ব্যক্তিগত যোগাযোগ- আলীম হায়দার, ০১৭১৭-৫২২২০৬।

    লেখা পেলে মেইলে উত্তর জানাবো। কয়েকটা লেখা আশা করি ভাইয়া।

    প্রপার শান হলাম, এখন উল্টা ঘুরে সুট দিলাম.. ভালো থাকবেন।

    //cadetcollegeblog.com/alim1312/38105

    https://www.facebook.com/aleeem1312


    -আলীম হায়দার.1312.

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।