৮ নভেম্বর ২০০১ জীবনে ভীষণ আনন্দময় একটা দিন প্রেরণা’র জীবনে। রুমি নামের একটা ছেলে সেল ফোনের নম্বরটা দিয়ে বললো, ‘কোন অপরিচিত মেয়েকে আমি নম্বরটা দেই না। তবে আপনার কাছ থেকে একটা কল আশা করবো।’
কোন কথাটা বেশি প্রযোজ্য- ‘মোস্ট ওয়ান্টেড’ নাকি ‘হিডেন’?
এরপর প্রতিদিনের কথা বলা, মাঝে মাঝে দেখা করা থেকে আজ দীর্ঘ ৮ বছর পর তারা এত কাছের মানুষ যে, যতক্ষণ পর্যন্ত প্রেরণা বেঁচে রবে, ততক্ষণ পর্যন্ত গর্ব করে পরিচয় দিবে, ‘আমি মিসেস মেজর তানভীর।’ আমি জানি, রুমি তার রণা’র জন্য সৃষ্টিকর্তার কাছে অপেক্ষা করছে- অন্তত আর নোংরা কোন অপশক্তি সেখান থেকে কক্ষনো আলাদা করতে পারবে না তাদেরকে।
রণা’র কথা, ‘আমি তো একজন ফেরেস্তার সাথে বসবাস করেছি।’
প্রেরণা বিশ্বাস করে, রুমি সব সময় তার কাছেই থাকে, শুধু সৃষ্টিকর্তা তাকে রুমিকে দেখার শক্তিটাকে দেন নাই।
........................
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
:hatsoff:
:salute: :salute: :salute:
..........................................
......................................................
..................................................................
.................................................................................
Proud to be an ex-cadet..... once a cadet, always a cadet
🙁
🙁
🙁 🙁
আমি রণা'কে অনেকবার টিভিতে দেখেছি। আজকে ওদের কাহিনী জানলাম। ধন্যবাদ তোমাকে।
“Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
― Mahatma Gandhi
...
🙁
সংসারে প্রবল বৈরাগ্য!
🙁 🙁
🙁
🙁
সাব্বির
............
🙁 🙁
🙁
... ... ভালো লাগে না
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
হায়দার ভাইয়ের প্রতি হাজার সালাম। আমার কাছে এখনো সবই অবিশ্বাস্য লাগে।
🙁 🙁
"Never think that you’re not supposed to be there. Cause you wouldn’t be there if you wasn’t supposed to be there."
- A Concerto Is a Conversation
:hatsoff: :hatsoff: :hatsoff:
🙁 :no: ~x(
.........
Life is Mad.