১। টার্ম এন্ড এর খাতা দিতে এসে ‘খান’ সার বললেন, “আই ইয়ে কতা হছছি গিয়ে কতা তা না,তোরা সবাই পাশ করেছিস একজন ছাড়া,আর উনি হলেন…।।”থাক নাম টা বললাম না। এরপর খান সার ওর খাতা থেকে একটি ট্রান্সলেশন আমাদের পড়ে শুনালেন।
মানুষ সৃষিঠর সেরা জীব
ম্যান ইজ দি কিং অফ এনিম্যাল
২। আমাদের এই বন্ধু যখনি আমাদের ডর্মে আসতো,সে বলতো, “ম্যা আই কমিন প্লিজ ছার”
ওম্ নি ডর্ম লিডার বলতো,”ইয়েস,কমিন। নাঊ,হ্যান্ডস ডাউন,স্প্রেড ইয়র লেগস,স্প্রেড ইয়র হ্যান্ডস”…।এবং পুশ আপ শুরু…কেয়ামত পর্যন্ত
১৫ টি মন্তব্য : “ইংরেজি খাতা”
মন্তব্য করুন
:goragori: :goragori: :goragori: :khekz: :khekz: :khekz:
এইটা এক্কেবারে গুল্লি :gulli2: :goragori: :gulli2: :goragori: :gulli2: :goragori:
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
কে হইতে পারে ভাইব্যাই হাসতে আছি... =))
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
আামাদের বায়োলজীর ল্যাব ইসন্ট্রাকটর নাকি কোথায় নিজেকে প্রফেসর হিসাবে পরিচয় দিয়েছিলেন।
একথা শোনার পর আমরা ল্যাবে ঢোকার সময় পারমিশন চাইতাম "মে আই কামইন স্যার" এর বদলে "প্রফে স্যর ?"
প্রফে অংশটুকু আস্তে এবং অস্পস্ট থাকত। স্যার অংশটুকুতে জোর দেয়া হতো।
স্যার অভ্যস্ত ভাবে পারমিশন দিতেন, "কামইন"
আলীম স্যার(ফিজিক্স ইন্সট্রাক্টর) রে নিয়া এট্টা ব্লগ লিখুম ভাবতাছি-হালায় পুরা মাল ছিল =))
হের নাম আছিল ব*স পোড়া আলীম...দারুন এন্টারটেইনার!!! :khekz:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
ব*স পোড়া ???
ব্যাটা শানে নুযুল সহ ব্যাখ্যা কর। :clap: ক্যামনে আর কিভাবে :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
ফৌজিয়ান ভাই, কি আর বলব...ব্যাটা ছিল পুরা মাস্টারপিছ...আমরা যখন জুনিয়র ছিলাম খালি আমাগো লগে পাট লইত...আর কিছু হইলেই চিল্লাপাল্লা করত!
তাই আমরা বের করছিলাম হের ব*স্ এ আগুন লাগার কারনেই স্বভাবটা ক্যাটক্যাটে হয়ে গেছে...
সংক্ষেপে, ব*ল্স পোড়া আলীম!!! :-B
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
ব*লস্ এ আগুন লাগলে স্বভাব ক্যাটক্যাটে হয় বুঝি, ঝানতামনা 😀 😀
মাস্টারপিস হইলে নিশ্চয় উনার অনেক কাহিনি থাকার কথা, সময় কইরা লেইখা ফালাইস
সংসারে প্রবল বৈরাগ্য!
মেহেদী ভাই আমাগোরে শিখাইছিল যে উনার নাম বি পোড়া(বি=ব*স)
মাসরুফ, তাড়াতাড়ি লিখা ফালাও...
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
ভাইরে খাটি কথাই লিখছে কিন্তু B-)
সংসারে প্রবল বৈরাগ্য!
আ ইয়ে কতা হচ্ছে গিয়ে কতা তা না, খাটি কথাই লিখছে।
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
:)) :))
সংসারে প্রবল বৈরাগ্য!
:gulli2: :gulti: :khekz:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই