১।
মিলন ষ্টাফ ক্যাডেট পার্খ কে বলতেন, আই ফার্থ……এদিক আয়
আর ক্যাডেট ফাত্তাহ কে বলতেন, আই পাত্তাহ… এদিক আয়
তো এই কথা শুনে ফাত্তাহ ভাই উনা কে জিজ্ঞাশা করলেন যে , ” ষ্টাফ,আপনি সবসময় প কে ফ বলেন কেন?”
মিলন ষ্টাফ এর সহজ উত্তর, “আমি তো “ফ” কে “ফ” ই বলি কিনতু সবাই “ফ” বুঝে…”
২।
পিকনিক এ যাবার সময় বাস এর ব্যাক বেঞ্চে বসে সবাই গান ধরলাম, “আমি কষ্ট পেতে ভালবাসি, তাই তোমার কাছে ছুটে আসি”
পরদিন আমিরুল স্যারের ক্লাসে সবাইকে দাঁড় করানো হল, উনি বললেন, “বাবা রে……তোরা কার কাছে শুতে চাস ????
৩১ টি মন্তব্য : ““প” নাকি “ফ””
মন্তব্য করুন
কার কাছে শুতে চান সেইটা পরে বলসিলেন নাকি?? 😛
সাতেও নাই, পাঁচেও নাই
বাবারে......কি যে বলিস...।
ইয়ে মানে তানভীর ভাই, একটা ঝামেলা হয়ে গেসে। ৯৪ ইনটেকের কুমিল্লারও একটা তানভীর ভাই আছে। কাজেই দুইজনের ডিসপ্লে নেম এক হয়ে আছে। আপনে যদি অনুমতি দেন তো আমি নামটা চেন্জ করে দেই একটু। যেমন: তানভীর(৯৪/ঝ) এরকম।
আশা করি আপনার সমস্যা হবেনা।
সাতেও নাই, পাঁচেও নাই
কোন সমস্যা নাই/
:khekz:
এই গানটা আমরাও অনেক গাইতাম। মাঝখানে ২ টা লাইন আছে এরকম-
তুমি চাইলে, আমি দেবো
(বদ পোলাপাইন খালি খারাপ চিন্তা করে) 😉
অথৈ সাগর পাড়ি।
আমাদের এই দুই লাইন খুব প্রিয় ছিলো। 😉 😉
তানভীর ভাই...!!!
কেমন আছেন মিয়া???
সিসিবি তো দিন দিন আরও সবুজ হইয়া যাইতেছে... 😀
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
=))
সংসারে প্রবল বৈরাগ্য!
হেই কবির,কেমন আছ?কই আছ এখন?তোমাকে দেখে ভাল লাগলো
তানভীর ভাই, আমি আছি মোটামুটি...ইস্ট-ওয়েস্ট ইউনি'তে আম্বিয়া(MBA!) করি!
ভাল থাকবেন।
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
:gulti: :gulti: :khekz:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
:))
সংসারে প্রবল বৈরাগ্য!
আমাদের একটা ম্যাডাম এরও same problem ছিল-'ফ' কে 'প' আর 'ঘ' কে 'গ' বলতেন। একদিন কোন ক্লাসমেটকে জানি শান্টিং মারতে গিয়ে বলছিলেন,
=)) =)) =))
=)) =)) =))
:khekz:
হাসতে হাসতে কাইত.... =)) =)) :khekz:
Life is Mad.
অর্চি জোশা হইছে।
অর্চি আপু :)) :)) :))
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
তানভীর ভাই,খায়বার হাউসের একমাত্র ফর্সা ক্যাডেট পার্থ ভাই আর বদর হাউসের ইয়া বডি বিল্ডার,হাতুড়ি নিক্ষেপে কলেজ রেকর্ড করা ফাত্তাহ ভাই(২৯ তম ব্যাচ,যাদেরকে ক্লাস সেভেনে ঢুকে ১২ হিসেবে পেয়েছিলাম) দুইজনকেই মনে করায় দিলেন বস!আপনেরে লাল সেলাম 🙂
x-( x-( x-(
খারা, তোর ডাল যদি না ভাংছি... :grr:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
😛 😛 😛 আইচ্ছা যান খায়বার হাইসে আরো এট্টা চিকি ছিল যার ক্যাডেট নাম্বার ১৭৭৪ 😀
আমারে অপবাদ!!!x-( x-(
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
হেল্লো ব্রাদার,কেমন আছ?
তানভীর ভাই, আমি আছি মোটামুটি…ইস্ট-ওয়েস্ট ইউনি’তে আম্বিয়া(MBA!) করি!
ভাল থাকবেন।
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
কাল্পনিক কথপকথন...
ম্যাডাম-"তোমরা গুগু দেখেছো, পাদ দেখোনি!"
পোলাপাইন-"ওহ্ নো...প্লিজ, ম্যাডাম, অন্ততঃ ক্লাস রুমে না............!!!" 😕
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
=)) =)) =)) =))
জুনায়েদ কাল্পনিক কথোপকথন থেইকা একটা "গু" বাদ দিয়া দে। আরো ভালো হইবো। :khekz: :gulti: :khekz: :gulti:
পাদ দেখলো ক্যামতে :-/
সংসারে প্রবল বৈরাগ্য!
=)) =))
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
ভাই এটা আরো জোশা হইছে। :goragori:
জোশা ??? 😉 😉
এইটা কি?
হা হা হা ...এই মিলন বড়ুয়া একবার খুব বেশি বজ্জাতি শুরু করলে নাসের-এর নেতৃত্বে আমাগো হুনাইনের পুলাপাইন অরে কম্বল দিয়া পেছন থেকে মুড়াইয়া বেদম পিটুনি দিসিল | অই কথা মিলন জীবনে কাউরে কইসে বইলা মনে হয় না | তারপরেই সে ভাল হইয়া যায় অন্তত আমাগো সাথে আর নখতামি করে নাই |