ছোট্ট খুকুর হাত ধরে অমন চরকি ঘুরান দিলে প্রথম দুএক পাক খিলখিল
বিনুনি খসে রিবন ওড়ে,পা থেকে চপ্পল,অশ্রু উড়ে যায় তারপর সংশয়মেঘ
হাতে বেদনা বোধে ভয়-একসময় ঠিক বোঝে খুকু এটাই জীবন।
মা বলেছিল,”অ মিলু,অত উঁচুতে উড়িসনা,পড়ে যাবি।”
মালবিকা কিন্তু তখনো ওড়েনি।
তৃতীয়বার গর্ভপাতের পর বিকিকিনির হাটে একজনকে মানুষ ভেবে ভুল
তারপর দশতলার ছাদ থেকে জীবনের প্রথম এবং শেষ উড়ান
দুহাত মেলে পতনের পথে উড়তে উড়তে সে ভাবল
তার এই নতুন অভিজ্ঞতা কারো সাথে ভাগাভাগি করা হলোনা!
আহা, ভালোবেসেছিল মালবিকা।
মানুষ পাখি নয়
হলে তার কিছু উড়ান-স্মৃতি থাকতো
ডানায় মজ্জায় ক্লান্তির ইতিহাস আর অভিজ্ঞতা থাকত।
সবাই মন খারাপ করা কবিতা লিখে! 🙁
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
তুমি তো পাখি নও।
মন খারাপ হতেই পারে।
আমি চোখ মেললুম আকাশে
জ্বলে উঠলো আলো পূবে পশ্চিমে
মন ছুঁয়ে গেল। উপমার ব্যবহার এতো দারুণ!
🙂 🙂 🙂
আমি চোখ মেললুম আকাশে
জ্বলে উঠলো আলো পূবে পশ্চিমে
:hatsoff: :hatsoff:
ঐ অভিজ্ঞতা কারও সাথে ভাগাভাগি করা যায় না 😮
কিছু শিফট+এন্টার বাদ পড়েছে মনে হচ্ছে। ভেবে দেখ শবনম।
পুরাদস্তুর বাঙ্গাল
ধন্যবাদ মোস্তাফিজ ভাই ।
ভাবছি।
আমি চোখ মেললুম আকাশে
জ্বলে উঠলো আলো পূবে পশ্চিমে
:hatsoff: :hatsoff:
Truth is beauty, beauty is truth.
ধন্যবাদ,মজিদ দ্যা ব্যাচমেট !
আমি চোখ মেললুম আকাশে
জ্বলে উঠলো আলো পূবে পশ্চিমে
এই লেখাটা আজ চোখে পড়লো?
:clap: :clap: :clap:
লাইনগুলো কি একটু পরিকল্পনার বাইরে চলে গেছে?
মনে হচ্ছে।
আমি চোখ মেললুম আকাশে
জ্বলে উঠলো আলো পূবে পশ্চিমে
আমার খুব পাখি হতে ইচ্ছে করে। আমি যদি পাখি হতে পারতাম! :clap: :clap: