ঢাকা শহরের সব রুটের বাসে চলাফেরার দুর্লভ অভিজ্ঞতা অর্জন করসি গত কয়েক মাসে ~x( । আবুল নামক কোম্পানির আবুলীয় কর্মকাণ্ডে অগত্যা এই সময়ে অসময়ে বাসযাত্রা। আমি সবসময় ই একটু নিরাপদ দূরত্বে থেকে ক্যাচালের মজাক নেই ;)) । যাই হোক ,এই বাস যাত্রার সুবাদে অনেকসময় অনেক কাহিনী ঘটে যা শেয়ার না করে পারলাম না।
কয়েকদিন আগে উত্তরা থেকে মতিঝিলের বি আর টিসির বাসে উঠসি। আমার সামনের সিটে একজোড়া কপোত কপোতী। তো সারারাস্তা তাদের ঢং দেখে হাত নিশপিশ করতেসিল আর মনে হচ্ছিল দেই দুইটারে একটা করে থাবড়া x-( ! বাসটারে দুইটা মনে হয় চন্দ্রিমা উদ্যান ভাবতেসে ! কিছুদুর যাওয়ার পর দেখি ওই দুইটার ফিসফিসানির আওয়াজ বাড়ছে কিন্তু হিব্রু ভাষায় রুপান্তরিত হইসে কথাবার্তা, মনে মনে ভাবলাম, পাগল ছাগলদের কাজকর্ম ইগনোর করি, ঠিক তখন শুনি, পোলাটা মাইয়াটারে কয়, ইটেই জিটানু, তিটুমি কিটাল যিটে বিটলিছিলে, ইটামার জিটন্য সিটারপ্রাইজ ইটাছে ;;; ;;; ( এই জানু, তুমি কাল যে বলেছিলে, আমার জন্য সারপ্রাইজ আছে ? কিটই ( কি )? মাইয়া কয়, ইটেই যিটে নিটাও সিটারপ্রাইজ, ইটেকটা চিটুম্মা ( এই যে নাও সারপ্রাইজ, একটা ****) !!!
আমার ততক্ষনে চোখ বড় বড় হয়ে গেসে, অনেক চেষ্টা করসিলাম ওদের কথা না শুনতে, কিন্তু কলেজের আমাদের প্রিয় কোড ল্যাঙ্গুয়েজ ডিকোড করার লোভ ও সামলাইতে পারলতেসিলাম না। ওইদিকে তো ওই দুই কপোত কপোতী মনে করছে তাদের ভাষা আর কেও বুঝতেছেনা আর মনের সুখে তারা অকথা কু কথা বলেই যাচ্ছে । সেদিন আবার হেডফোনটাও ব্যাগে ছিলনা যে গান শুনব । নেমে যাওয়ার আগে মাথায় একটা ব্রিলিয়ান্ট আইডিয়া আসল। আমি ওদেরকে বললাম, ‘ ইটামি নিটামব, ইটেকটু সিটাইড দিটেন ( আমি নামব, একটু সাইড দেন) । এই কথা শুনে ওরা দুইজন ভুত দেখার মত চমকে উঠল। আমি খুব সুইট করে একটা হাসি দিয়ে নেমে গেলাম । :khekz:
এরপর একদিন রুট আজিমপুর টু মিরপুর।বাসের সামনের যে কয়েকটা সিট, ওইগুলা সাধারণত মহিলা সিট । তো নিউ মার্কেট পর্যন্ত ১টা মহিলা সিট ফাঁকাই ছিল। এরপর কলাবাগান থেকে একজন বয়স্ক মহিলা উঠলেন। লেডিস সিটে যে লোকটা বসা ছিল, তাকে তখন বাসের কন্ডাক্টর বলল সিট ছেড়ে দিতে। লোকটা শুনেও না শুনার ভান করে বসে থাকল। তখন বাসের অন্যান্য যাত্রীরাও অনুরোধ করল। বেক্কল লোকটা তাও একচুল নড়ল না। শেষমেশ বৃদ্ধা বলল, এই সিট গুলা তো মহিলা, শিশু আর প্রতিবন্ধীদের। আপনি তো শিশু ও না,মহিলা ও না। মহিলার মুখ থেকে কথা কেড়ে নিয়ে লোকটা বলল, “ আমি প্রতিবন্ধী” । আশপাশের সবাই অবাক হয়ে বলল, কই ?!! এই কথা শুনে লোকটা আবার জানালা দিয়ে উদাস নয়নে তাকায়ে থাকল। তখন ওই বৃদ্ধা মুখ বেঁকায়ে চিবিয়ে চিবিয়ে বলল , অ বুঝসি, মানসিক প্রতিবন্ধী !! :no:
যাত্রাবাড়ী রুটের বাসে একদিন হেল্পার টা খুব পিচ্চি। ভাড়া চাইতে আসলে সবাই তারে পিচ্চি বলে ডাকতেছে, ওই পিচ্চির মনে হয় প্রেস্টিজে লাগসিল ব্যাপারটা। সে তক্কে তক্কে ছিল কখন সে এর বদলা নেবে। এক লোক (পেল্লাই সাইজ এর ) ভাংতি টাকা ফেরত চাইতে গিয়ে জোরে পিচ্চিকে ডাক দিয়ে কয়, ওই ছ্যামড়া, ঈদিক আয় দিকিনি, ট্যাকা দে। পিচ্চি ও দাঁত মুখ খিচিয়ে বলে, আইতাছি দামড়া , খাড়ান !! ;;;
:)) :)) :)) :)) :)) :thumbup:
খেয়া (২০০৬-২০১১)
😛 😀
:)) :)) :))
পেম-ভালুবাসার মধ্যে ডিস্টাব দেওন লাগে না 😀
হেরে যাব বলে তো স্বপ্ন দেখি নি
আব্বে আমরা ক্যাডেট জাতি, যেইগুলান করা লাগেনা,অইগুলান করতে ব্যাপক মজা :))
ইটেকবারে ঠিটেক কিটোথা। =))
জিটেনুয়র পিটেলাপান ইটেতো দিটেষ্ট।
ভাইয়া ভাষাটা মনে হয় এই রকম হবে :-
"জিটুনিয়র পিটোলাপান ইটেতো দিটুষ্ট"
সুষমা আপু ঠিকাছে নাকি? 😀
হেরে যাব বলে তো স্বপ্ন দেখি নি
দিবস, এক্কেরে ১০০ %
সিটাকলায়েন ভিটাইয়া, সিটবই ইটাপনাদের দিটোয়া 😛 😀
সপুষমা অপামরা এপতো বপেশি দপুষ্ট ছপিলাম নপা।
হি হি এইটা হইল প ভাষা....
ইটাফটার ইটল ইটামরা দিটিজিটাল পিটোলাপান ভাইয়া 😛
=)) =)) =))
হেডফোন থাকলেও আপনি শুনতেন আপু ।
:thumbup: :))
চ্যারিটি বিগিনস এট হোম
😀 , থ্যাংকু ভাইয়া (সম্পাদিত)
আবার জিগায় ! অবশ্যই শুনতাম 😛 :))
তাইলে হেডফুন না থাকার লেইগ্যা এতো আফসুস করছিলেন ক্যান ? :khekz: =)) :)) :khekz:
ভং ধরসিলাম 😀
=)) =)) =))
😛 😛 😀
=)) কি আর কমু, আপনি একাধারে নারী ও ক্যাডেট :grr:
:khekz: সিরিজ চলতে থাকুক :thumbup:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
😀
:pira:
চ্যারিটি বিগিনস এট হোম
😛 😛
ইটামি নিটামব, ইটেকটু
সিটাইড দিটেন
এটা কইয়া আমিও ব্যাপক মজা পাইসিলাম 😀
হা হা হা। চরম =)) চলুক সিরিজ :thumbup:
সাতেও নাই, পাঁচেও নাই
থেঙ্কু থেঙ্কু
হা হা...
ফার্স্ট ইয়ারে লিখছিলাম। পরে অবশ্য উইথড্র করছিলাম সংগত কারণে।
সেই রকম বিনোদন পাইলাম আপু। সিরিজ চলুক...
“বাসে আর রিকশায়
প্রেম করে বেহায়ায়…”
:khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz:
কথাডা উইথড্র করছিলি ক্যান? জাতি জানতে চায়।
মোর্শেদ_(৯৮-০৪)পাবনা ক্যাডেট কলেজ
“বাসে আর রিকশায়
প্রেম করে বেহায়ায়…”
:khekz: :khekz:
কথাডা উইথড্র করছিলি ক্যান? জাতি জানতে চায়। (সম্পাদিত) (সম্পাদিত)
সব প্রশ্নের উত্তর জাতি জানে না। 😛
সব প্রশ্নের জাতি জানেনা জন্যই তো জাতি জানতে চাইছে । সব প্রশ্নের উত্তর জাতি না জানতে পারলে কিছু কিছু প্রশ্নের উত্তর কিন্তু জাতি বুঝে নেয় 😛 😛
আনন্দ পাইলাম। আমি নিজেও এমন একটা লেখা দেয়ার কথা ভাবতেছিলাম। যাক কষ্টটা বাইচা গেল।
মোর্শেদ_(৯৮-০৪)পাবনা ক্যাডেট কলেজ
ভাইয়া পিলিজ লাগে,তাও আপনি আপনার টা লেখেন আর আমরা বিনোদিত হই 😀
:)) :))
😀 🙂
:khekz: :khekz: :khekz: :khekz: হা হা পি গে
নামটা দুর্দান্ত হইছে সুষমা :thumbup: :thumbup:
আরো চাই...
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
ভাইয়া ,আমি আসলেও ঢাকার লোকাল বাসের একনিষ্ঠ প্যাসেঞ্জার 🙁
হিটাসতে হিটাসতে পিটইরা গিটেলাম
ইটিহা সিটংক্রামক বিট্যাধি ভিটাইয়া 😛
=)) =)) =)) =)) =)) =)) =)) =)) =))
হাসতেই আছি :clap: :clap: :clap: :clap:
সিরিজের দ্বিতীয় পর্ব কবে আসবে ???
অতি শীঘ্র ভাইয়া 😀 🙂
ইটামি নিটামব, ইটেকটু
সিটাইড দিটেন
:just: :hatsoff: :awesome: :awesome: =)) =)) =)) :dreamy: :guitar: :guitar: :guitar: :guitar: :guitar: :guitar: :guitar: :guitar: :guitar: :guitar: :guitar: :guitar: :guitar: :guitar: :guitar:
ব্যাপক বিনোদন আপু..আরও চাই
ধন্যবাদ ভাইয়া 😀
দারুণ অভিজ্ঞতা।
“Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
― Mahatma Gandhi
থ্যাঙ্কু আপা 😀
হিটা হিটা হিটা...মিটজা পিটাইলিটাম।
গিটুন্দি বিটেটি ,তিটুমার ইটেকটা কিটাহিনী পিটরের পিটরবে দিটিব 😀 :))
হিটা হিটা হিটা…মিটজা পিটাইলিটাম।
আরোট লিটিন আপুটু(হইসে কিনা জানিনা :()
হয়নাই হয়নাই 😛 😀
বিয়াপক বিনুদুন... =)) চলুক...
😀 😀
হুম্ -- উচ্চশিক্ষার্থে ময়মনসিং যাইতে হইব দেখতেছি 😀
ভাইয়া, এই ভাষা শিখতে ফ্রী টিউশন দেই 😛
:thumbup:
Islam, CCR (1996-2002)
সুটষ্মা ইটাপু, ইটাপনি কেটনু ইটাতু অটাছাম!!! :boss: ১০০% ক্যাটডেট 😉
আপ্লুত 😀 😀
ইটাপু চিটরম হিটইসে...... হিটাসতে হিটাসতে :pira: :pira: :pira: :pira:
😛 😛 😀 😀
লিটেখা পিটোরতে পিটোরতে ইটার হিটাসতে হিটাস্তে, তিটারপর ইটাবার কিটামেন্টেও দিটেখি হিটাসতে হিটাসতে পিটারাই কিটাইৎ =))
😛 :))
হা হা হা । মজা পাইলাম।বাস এ উটলেই প্রেম দেখি খালি প্রেম। অফিসে জাইতেঅ তারা যে কিভাবে প্রেম করে তা বুঝিনা 🙁
:)) :))