শ্বেত শুভ্র দেয়ালটার ঠিক মাঝে একটা ফটোফ্রেম
ডানদিকে কি ঝুলে গেছে কিছুটা?
মনে আছে তোমার
ফ্রেম বন্দী ছবিটার নেপথ্য?
ওই যে কত্ত ঝগড়া, কত অভিমান শেষে
এক কনে দেখা আলোয়,
হেসেছিলে ঝঙ্কার তুলে…
মুহূর্ত টিকে বুকে রেখে ,লেন্সের ফ্রেমে আটকেছি
শুধু দুঃখ দুঃখ হাসিটা
সব ভুলে গেছ বুঝি????
তাই তো এখন সঙ্গী আমার এক চিলতে আকাশ
ফ্রেম বন্দী তুমি
আর হাওয়ায় বন্দী
তোমার আমার রূপকথা… …
Nyc poem apu..
থেঙ্কু ভাইয়া
:clap:
লজ্জায় মইরা যাই 😛
আহেম।
দিদি, ফেবুর মত যে কেন ব্লগ এ ও পেরাইভেসি মারা যায়না, তাইলে আমি নির্ঘাত তোমার থেকে হাইড দিতাম 😛 😛
'মিষ্টি','সুন্দর' সেই সাথে 'বেদনা বিধুর' !
Smile n live, help let others do!
ধন্যবাদ ভাইয়া 🙂 🙂
সুনদর ................ 🙂
তানভীর আহমেদ