এখানে ইচ্ছাগুলো বাক্সবন্দী
বেঁচে থাকা টা কেবল ই ফন্দি।
এখানে ভরদুপুরে আঁধার নামে
ভগবান থাকে নামে -বেনামে।
এখানে রক্ত নেশা রন্ধ্রে রন্ধ্রে
মুখোশ বসানো সবার স্কন্ধে।
এখানে ভোর হয় শুধু রাতের অপেক্ষায়
সর্প নাচে গরুরের ছায়ায়।
এখানে কপটতা গুলো রাখা রাশি রাশি
এখানে তুমি আমি নেই আজো পাশাপাশি।
৯ টি মন্তব্য : “ছদ্মবাস”
মন্তব্য করুন
ভাল হয়েছে। :clap:
তবে কেন জানি হঠাৎ শেষ হয়েছে মনে হল...
আরেকটা কথা, মুখোশ পরানো সবার স্কন্ধে। না হয়ে 'মুখোশ বসানো সবার স্কন্ধে' দিলে কেমন হয়?
স্কন্ধে তো কেউ মুখোশ পড়ে না, আবার ছন্দ মিলাবার জন্য স্কন্ধ শব্দটা লাগছে। ফলে 'বসানো' দিলে মনে হয় সবদিক রক্ষা হয়...ভেবে দেখিস!
নিয়মিত লিখতে থাক... :thumbup:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
:thumbup:
ধন্যবাদ ভাইয়া।আসলে ই হুট করে শেষ করেছি। তারাহুরো করে লিখেছি। ধৈর্য কম। শব্দের প্রয়োগে ও ভুল ছিল। অনেক ধন্যবাদ ভাইয়া। 🙂 (সম্পাদিত)
ভাল্লাগছে ভাই। :thumbup:
... কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে!
🙂
বেশ :thumbup:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
🙂
:clap: :clap: :clap:
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
:boss:
মুক্তি হোক আলোয় আলোয়...