ছদ্মবাস

এখানে ইচ্ছাগুলো বাক্সবন্দী
বেঁচে থাকা টা কেবল ই ফন্দি।
এখানে ভরদুপুরে আঁধার নামে
ভগবান থাকে নামে -বেনামে।
এখানে রক্ত নেশা রন্ধ্রে রন্ধ্রে
মুখোশ বসানো সবার স্কন্ধে।
এখানে ভোর হয় শুধু রাতের অপেক্ষায়
সর্প নাচে গরুরের ছায়ায়।
এখানে কপটতা গুলো রাখা রাশি রাশি
এখানে তুমি আমি নেই আজো পাশাপাশি।

১,১২৭ বার দেখা হয়েছে

৯ টি মন্তব্য : “ছদ্মবাস”

  1. জুনায়েদ কবীর (৯৫-০১)

    ভাল হয়েছে। :clap:
    তবে কেন জানি হঠাৎ শেষ হয়েছে মনে হল...
    আরেকটা কথা, মুখোশ পরানো সবার স্কন্ধে। না হয়ে 'মুখোশ বসানো সবার স্কন্ধে' দিলে কেমন হয়?
    স্কন্ধে তো কেউ মুখোশ পড়ে না, আবার ছন্দ মিলাবার জন্য স্কন্ধ শব্দটা লাগছে। ফলে 'বসানো' দিলে মনে হয় সবদিক রক্ষা হয়...ভেবে দেখিস!
    নিয়মিত লিখতে থাক... :thumbup:


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।