লিখতে আমি ভুলে গেছি
লিখতে বসলে এখন হাত আর চলে না
তবুও লিখছি, হাতটা আজ বেশ চলছে।
আজ তোমায় দেখতে পাচ্ছি না
কানে কানে কিছু বলতে পারছি না
তোমার কোমল মুখটা ছুঁয়ে দিতে পারছি না।
পারছিনা জেনে আরও বেশি ইচ্ছে করছে
কিছু বলতে, একটু দেখতে …একটু পাগলামি করতে।
তাই এখন হাতরে বেড়াই তোমায় ঘুমের মাঝে
জানি ছুঁতে পারব না
তবু খুঁজতে খুব ইচ্ছে হয়,
নেশা কাটে না।
যানি আমার কথা শুনতে পাচ্ছ না,
তবুও আমি আমার কথাগুলো বলে দিচ্ছি
ধরে নাও কোন এক পথহারা সামুদ্রিক শঙ্খের কাছে
কখনও খুঁজে পেলে কান পেতে শুনে নিও।
যেদিন তোমায় পেয়েছিলাম ঠিক সেদিন কবিতাকে বিসর্জন দিয়েছিলাম।
আজ আবার লিখলাম।
না না না ভেবনা তোমায় হারিয়ে
একথা আমি স্বপ্নে বা দুঃস্বপ্নে কোনটাতে ই ভাবি না।
তোমার পৃথিবীর গণ্ডিতো আমার হৃদপিণ্ডের সীমানা টা
কিভাবে হারাবে তুমি?
আমি বলে দিলাম কোন এক পথহারা সামুদ্রিক শঙ্খের কাছে
কখনও খুঁজে পেলে কান পেতে শুনে নিও।
:clap: :clap:
ধন্যবাদ দোস্ত 🙂
শিরোনামটা বেশ ক্যাচি; পছন্দ হয়েছে 🙂
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
ধন্যবাদ 🙂 🙂 (সম্পাদিত)
সুশান্ত,
তোমার এই লেখাটা চুরি হয়েছে এখানে:
http://prothom-aloblog.com/posts/18/160006
ভাই অসংখ্য ধন্যবাদ তথ্য টি জানানোর জন্য। আমার ঠিক জানা নাই কিছু করার আছে কি না। 🙁 🙁
সুশান্ত,
আমি প্রথম আলো ব্লগে রেজিস্টার করে তারপর এই ব্লগারের বিরুদ্ধে অভিযোগ করেছি।আমাকে বলা হয়েছে, তাকে সতর্ক করে দেয়া হয়েছে।
তুমিও প্রথম আলো ব্লগ সঞ্চালকের কাছে সুনির্দিষ্ট অভিযোগ জানাতে পারো।লেখাটি প্রথম আলো ব্লগ থেকে মুছে দেবার দাবী জানাতে পারো।
আমার মনে হয়, যত বেশি অভিযোগ হবে, দাবীটি তত জোরালো হবে আর এ ধরণের প্র্যাকটিসও বন্ধ হবে।
ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ।
সুশান্ত,
দেখবে কয়েকদিন আগে ব্লগ অ্যাডজুটেন্ট একটা পোস্ট করেছেন রেডবুক সংক্রান্ত নানান বিষয় নিয়ে। সেখানে লেখাচুরি নিয়ে কথা হয়েছে।সেই পোস্টের মন্তব্যের ঘরে তোমার এই লেখা এবং প্রথম আলো ব্লগের সেই লিংক উল্লেখ করতে পারো, আমিও করেছি।অ্যাডু স্যার তো বল্লেন, উপযুক্ত পদক্ষেপ নেয়া হবে।
:clap: :clap:
🙂 🙂