কি করে অকৃতজ্ঞ হও?

স্বপ্ন দেখে দিন যায়, আধো ঘুমে রাত যায়,
সহজেই ভুলে যাওয়া বেকুব অকৃতজ্ঞ মানুষের কাছে সম্মান পাওয়ার স্বপ্ন ,
দুই দিনের দুনিয়ায় অনেক ধনী হবার স্বপ্ন।

আবার অবাক চোখে তাকিয়ে দেখি 
জেগেও দেখি, ঘুমিয়েও দেখি

একবারও কি স্বপ্নে দেখেছি পালনকর্তার সামনে দাঁড়ানোর মুহূর্তের কথা !!

###

সন্ধ্যার ক্লান্ত ঘরে ফেরা মানুষ দেখি
এবং আয়েশরত মানুষ
সন্ধ্যা-প্রভাত ভ্রমণ পিয়াসী মানুষ,
আরো যারা হাসি খেলায় মত্ত
যারা সকল অনর্থের মূল নিরর্থক অর্থে আচ্ছন্ন

একবারও কি ভেবে দেখেছো সকল অর্থের শেষকথা !

###

কি করে অকৃতজ্ঞ হও?

জন্ম, আলো, হাওয়া, জল
পুরো জীবনই যেখানে কারো দয়ার!
যখন নি:শ্বাস বন্ধ হবে -তোমার দেহ বারযাখ হবে বিলীন
সত্যালোকে প্রকাশিত হবে তোমার আসল স্বত্তা
যা করেছো সকল কিছুর হিসেব দেখবে নিজেই-

সেদিন কোথায় লুকাবে? ভেবেছো কি সে লজ্জ্বার কথা!

###

বিশ্বাসী – অবিশ্বাসী সকলকেই মৃত্যুকে পান করতে হয় !

কি বিস্ময়কর নয়?
“কুল্লু নাফসিন যা-ইকাতুল মাওত” !
দিব্যান লোকান স গচ্ছতু- কর পাঠ, অথচ কুকর্ম কর দিন-রাত ।

আত্মা অমর অব্যয় অক্ষয়!
অথচ সকল কষ্ট লজ্জ্বা তারই
তোমার আচরণে। নাফসইতো তুমি,
আত্মাকে মৃত করে রেখেছো! আমিত্বের লাগাম ছেড়ে – –
আত্মাকে ওর খাবার দেবে না ?

###

মানুষ কত নির্বোধ !!!!!!
জ্ঞানের অহমে সারা জগত দেখে বেড়ায়
কিন্তু নিজেকেই নিজে দেখে না !

কে সৃজিল? কারে পূজিলো ?

ইহা কে বলিল ?

অথচ , কিছুই পড়িলো না ??

হায় ! মৃত্যু আসিয়া যায় ।

উইপোকারা মিলে ভবিস্য পুরাণ, অল্লো উপনিষদ, শ্রীমদ্ভাগবত মহাপুরাণ খায় ।
বেদমন্ত্র জানালা দিয়ে পালায় !

(ধন্যবাদান্তেঃ বিদ্রোহী ভৃগু ভাই)

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।