একটি তারাওয়ালা ছবি তোলার তারছাড়া গল্প

অনেক দিন পর ক্যাডেট কলেজ ব্লগে লিখতে বসলাম। শেষ লিখেছি সেই ২০১১ তে – এর মাঝে অনেক কিছু পাল্টে গেছে; অনেক কিছু শিখেছি অনেক কিছু ভুলেও গেছি। তবে শেখার ভান্ডারে ছবি তোলার খুঁটিনাটি যে বিশাল সংযোজন তার কোন সন্দেহ নাই। দুই রাত আগে জীবনে প্রথমবারের মত একটা “স্টার ট্রেইল” করার প্রয়াশ নিলাম। একই ছবিতে তারকারাজিদের চলন্তপথ ফুটিয়ে তোলাই এই ধরণের ছবির মূল লক্ষ্য – এবং নেট ঘাটলে “star trail” এর আন্ডারে ছবির অভাব হবে না। তখন একটু নতুন কিছু ভাবতে হয়, যে কিভাবে আমার তোলা ছবিটা একদম ইউনিক না হোক অন্তত পুরোপুরি একঘেয়ে হয় যাবে না! তারপরও প্রথম ছবি বলে কথা; আর এই গপ্পোটাই আপনাদের সাথে শেয়ার করলাম।

____________________

প্রায় একঘন্টা সময় ধরে তোলা মোট ৭২টি ছবি স্ট্যাক করে এই প্রথমবারের মত “স্টার ট্রেইল” বানালাম (বা অন্তত চেষ্টা করলাম!)। পরপর তোলা ছবিগুলো টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসের হোওয়াইট রক (White Rock) লেকের পাড়ে ভোর দেড়টা থেকে আড়াইটার মাঝে তোলা, এবং পরে ফটোসপ সিএস৫.৫ এর সাহায্যে স্ট্যাক করা। — আগস্ট ১৩, ২০১৩। ‪

রাত-বিরাতে প্রায় জনমানুষহীন ঐ এলাকাতে ছবি তুলতে যাওয়ার মূল উদ্দেশ্য ছিল এই সপ্তাহে ঘটে যাওয়া “পার্সেইড উল্কাঝর” [Perseid Meteor Shower] ক্যামেরাবন্দী করা। অবশ্য উল্কাঝরের মূল রাত ছিল ১১ তারিখ দিবাগত রাত থেকে ১২ তারিখ ভোরের সময়টা – যখন সবচেয়ে বেশী উল্কাবৃষ্টির দেখা পাবার কথা; কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে প্রায় একমাস পর ঐ রাতেই পুরো ডালাস এলাকা মেঘে ঢাকা ছিল। তাই পরদিন আবার প্রচেষ্টা: কিন্তু সকালে একটা অপরিহার্য কাজ থাকায় বেশী দূর যাওয়া সম্ভব ছিলোনা, আর তাই শহরের অনেক কাছেই (“সাবার্ব” এলাকায়) একটা মোটামুটি অন্ধকার লেকের পাড়ে তীর্থের কাকের মত পূর্ব আকাশে তাকিয়ে সে কি বিরক্তিকর অপেক্ষা!

তবে দুঃখের ব্যাপার কাছের শহরের আলোতে আকাশ অনেক বেশি উজ্জল ছিল যা এই শো দেখার জন্য যথেষ্ট অন্ধকার ছিল না। তো খালি হাতে ফিরে যেতে হবে দেখে সাহস করে ঠিক করলাম অনেকদিনের শখ “স্টার ট্রেইল” করার একটা প্রচেষ্টা করে দেখি: যার ফলাফল এই ছবি। 

যদিও বোঝার কোনো উপায় নেই, তাও জানিয়ে দেই ছবিতে বিভিন্ন তারকারাজি যেমন Triangulum, Aries, Andromeda, Perseus (এবং এদের আশেপাশে থাকা অন্যান্য তারকারাজি) ইত্যাদি এর অন্তর্ভুক্ত তারাগুলো পূর্ব আকাশের দিগন্তরেখা দিয়ে উত্তর আকাশের উপরের দিকে যাচ্ছে।

পোস্ট করা ছবিটি ইচ্ছাকৃত ভাবে মূল ছবি হতে কাউন্টার-ক্লক দিকে ৯০ ডিগ্রী হেলানো।

A Suburban Starry Trail

৭২টি ছবি একটার উপর একটা বসিয়ে এই ফাইনাল ছবি। ডালাসের হোওয়াইট রক লেকের পাড় থেকে ভোররাতে তোলা।

৭২টি ছবি একটার উপর একটা বসিয়ে এই ফাইনাল ছবি। ডালাসের হোওয়াইট রক লেকের পাড় থেকে ভোররাতে তোলা।

© Clicks Studios/Rafiul Alam. 2013. http://flic.kr/p/ftWKC9

৭২টি ছবির প্রত্যকটারই একই EXIF —
ISO 200, ƒ/3.5, 30s, 18mm.

উল্লেখ্য, ছবিগুলো ক্যানন T3i রেবেল/৬০০ডি ক্যামেরা ও সিগমা ১৮-২০০মিমি ডিসি লেন্স দিয়ে তোলা (জ্বী হ্যা, ঠিকই পড়েছেন)।

____________________লেখাটি প্রথম ফেসবুকের জনপ্রিয় বাংলাদেশি ফটোগ্রাফী গ্রুপ “গ্রাসহপার্স”-এ এই ছবির সাথেই পোস্ট করি।

১,৮৪৪ বার দেখা হয়েছে

২৩ টি মন্তব্য : “একটি তারাওয়ালা ছবি তোলার তারছাড়া গল্প”

  1. রাজীব (১৯৯০-১৯৯৬)

    একটা মজার কথা মনে হইলো।
    নিজে ঘুল্লি মারলে যেমন দুনিয়া ঘুরে তেমনি ক্যামেরারে ৭২ টা ঘুল্লি দিয়া ছবি তুললে এক ছবিতেই কাজ সমাধা হইতো মনে হয়।


    এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ

    জবাব দিন
  2. শাহরিয়ার (০৬-১২)

    বাই দা ওয়ে, ঢাকা আসলে একটা ক্লাস নিয়েন। শিখতাম চাই।


    • জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব - শিখা (মুসলিম সাহিত্য সমাজ) •

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।