ফিরে দেখা (পর্ব-৪)

(১১)
মুসতাঈন স্যার ছিলেন আমাদের এডজুটেন্ট । তিনি আবার ইংরেজী ব্যতীত কখনই কথা বলতেন না । তার মুখ থেকে শোনা কিছু ইংরেজীর নমুনাঃ
*কোন কারণে আমাদের ফর্মে এসেছিলেন তিনি । এসে দেখলেন ফ্যান বন্ধ । তিনি বললেন “গিভ দ্যা ফ্যান” ।
*প্রিন্সিপাল ইন্সপেকশন প্যারেডে তিনি হেয়ার কাট চেক করতে এসেছেন । তখন কমান্ড দিলেন “ওপেন ইওর ক্যাপ” ।
*এস এস সির রেজাল্ট বের হয়েছে । আমাদের একজন স্যারকে ফোন করে কলেজের রেজাল্ট জানতে চাইল । স্যার বললেন “ভেরী ব্যাড, ফোর্থ থার্ড অফ ইউ গেট এ প্লাস” ।

(১২)
আমাদের বড় ভাইদের খাতা দেখার ভার পেয়েছেন নতুন বাংলা স্যার । যে স্যার প্রশ্ন করেছেন তিনি অসুস্থ বিধায় তাজ স্যারকে খাতা দেখতে হচ্ছে । কিন্তু প্রথম খাতা দেখতে গিয়েই স্যার অবাক হলেন । প্রথম কয়েক পাতায় কিছুই লেখা নেই । তারপর ১০ নং প্রশ্নের উত্তর হেডলাইন লিখে নিচে একটি চিত্রাংকন । চিত্রে দেখা গেল একটি নদী ও নৌকার ছবি । নদীর পাড়ে একটি ছেলে আর একটি মেয়ে বসে আছে । তাদেরকে ডাইমেনশন দিয়ে লেখা হয়েছে কুবের এবং কপিলা । স্যার প্রথমে ভেবেছিলেন ভুলে অন্য কোন খাতা চলে এসেছে । পরে ১০ নং প্রশ্ন ঘাটতে গিয়ে দেখেন সেখানে লেখা “পদ্মা নদীর মাঝি উপন্যাস অবলম্বনে জেলে পাড়ার চিত্র অংকন কর” । সেই ভাইয়া সেই চিত্রই অংকন করেছিলেন । এই ছিল আমাদের তাজ স্যারের প্রথম খাতা দেখার অভিজ্ঞতা ।

(১৩)
আই এস এস বি বোর্ডে ডিপি ভাইবা চলছে । আমার এক ফ্রেন্ডকে ডিপি স্যার প্রশ্ন করলেন “বুকের (book) মধ্যে ও দুটো কি” । এর উত্তর খুবই সহজ অর্থাৎ ও ( O) হচ্ছে ভাওয়েল । আমার ফ্রেন্ড এই প্রশ্ন শুনে একটু ভরকে গেল । এটা আবার কি ধরণের প্রশ্ন ? অনেকক্ষন ভেবে সে উত্তর দিয়েছিল “স্যার দুটো তিল” ।

(১৪)
আমাদের এইচ এস সি পরীক্ষার ছিট পরেছিল এডওয়ার্ড কলেজে । পরীক্ষা দিয়ে বের হতে না হতেই আমাদের চারপাশে লিফলেট বিতরণকারীদের ভীড় জমতো । লিফলেটগুলো ছিল বিভিন্ন কোচিং সেন্টারের এডভারটাইজমেন্ট । একদিন সেই
লিফলেট থেকে নাম্বার নিয়ে হাসান ফোন দিল বাংলাদেশের এক সুনামধন্য কোচিং সেন্টারে । তখন সময় রাত দুইটা বেজে পনের মিনিট । ওদের পরবর্তী কথপোকথন ছিল এরকমঃ
কোচিং সেন্টারঃ হ্যালো স্লামালাইকুম । (ঘুমজড়ানো কন্ঠে)
হাসানঃ ওয়ালাইকুম আসসালাম । সরি আমি বোধ হয় আপনার ঘুম ভাংগালাম ।
কোচিং সেন্টারঃ না না ঠিক আছে , আপনি বলুন ।
হাসানঃ আমি ভর্তি বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম । পরিচালক সাহেবের সাথে কথা বলতে পারলে ভাল হত ।
কোচিং সেন্টারঃ জি বলুন আমিই পরিচালক ।
হাসানঃ ভাই আমার মেডিকেলে পড়ার খুব ইচ্ছা । আমি আপনার কোচিং এ ভর্তি বিষয়ে জানতে চাই ।
পরিচালকঃ আপনি কালকেই চলে আসুন । কোন সমস্যা নেই আমরা খুব যত্ন সহকারে পড়িয়ে থাকি । আপনার কোন সমস্যা হবে না ।
হাসানঃ ভাই আমি ক্যাডেট কলেজে পড়ি । আমার এইচ এস সি চলছে , আমি আসতে পারবো না । যদি আমার প্যারেন্টস যায় তবে সমস্যা আছে ।
পরিচালকঃ না কোন সমস্যা নেই । আপনার প্যারেন্টসকে আপনার দু কপি ছবি আনতে বলবেন তাহলেই হবে ।
হাসানঃ আচ্ছা ভাইয়া আপনাদের ভর্তি ফি কত ।
পরিচালকঃ ৯০০০ টাকা ।
হাসানঃ ভাইয়া একটু কমানো যায় না ।
পরিচালকঃ ক্যাডেট ব্যাচের জন্য আমরা ১০০০ টাকা কনসিডার করছি ।
হাসানঃ ভাইয়া আপনাকে ধন্যবাদ । তবে একটা সমস্যা আছে ।
পরিচালকঃ কি সমস্যা ?
হাসানঃ আমার বাবা মায়ের খুব ইচ্ছা আমি মেডিকেলে পড়ি । আমার নিজেরো খুব ইচ্ছা আছে কিন্তু আমি একটা ভুল করেছি । আমি বায়োলজী না নিয়ে অপশোনাল সাবজেক্ট হিসেবে ইডি (ইঞ্জিনিয়ারিং ড্রইং) নিয়েছিলাম । তবে শুনেছি
আপনারা নাকি প্রশ্ন আউট করেন । যত টাকা লাগে আমি দেব তবু আমাকে একটা প্রশ্ন দেন । প্লীজ ।
পরিচালকঃ ঐ তর নাম কি । আমার সাথে ফাজলামি করিস । —জাদা ,………
এরপর আর শোনা যায় নি । এদিক থেকে লাইন কেটে দেয়া হয়েছিল ।

(১৫)
আমাদের সাইফুল আলম স্যার ছিলেন বাংলাদেশের এক বিশেষ অঞ্চল থেকে উঠে আসা । তিনি ‘প’ উচ্চারণ করতে পারতেন না । তিনি ‘প’ কে ‘ফ’ উচ্চারণ করতেন । স্যারের ওয়াইফ ছিলেন আমাদের বাংলা ম্যাডাম । একবার প্রেগনেন্সির
কারণে তাকে ছুটি নিতে হয় । ম্যাডাম খুব অসুস্থ ছিলেন বলে স্যারকে কিছুদিন রান্না করে খেতে হয়েছিল । সেই সময় একদিন স্যার ক্লাশে আফসোস করে বলেছিলেন ” কি জ্বালায় ফরছি , তোমাদের ম্যাডাম অসুস্থ তো তাই আমাকেই তাকে
দিনে তিনবার ফাক (পাক বা রান্না করা) করে খাওয়াইতে হয়” ।

৪,৬৪৬ বার দেখা হয়েছে

৭৯ টি মন্তব্য : “ফিরে দেখা (পর্ব-৪)”

  1. মেহেদী হাসান (১৯৯৬-২০০২)
    তোমাদের ম্যাডাম অসুস্থ তো তাই আমাকেই তাকে
    দিনে তিনবার ফাক (পাক বা রান্না করা) করে খাওয়াইতে হয়”
    ঐ তর নাম কি । আমার সাথে ফাজলামি করিস । —জাদা

    :khekz: :khekz: :khekz: :goragori: :goragori: :goragori:

    জবাব দিন
  2. ফরিদ (৯৫-০১)
    ...আমার বাবা মায়ের খুব ইচ্ছা আমি মেডিকেলে পড়ি । আমার নিজেরো খুব ইচ্ছা আছে কিন্তু আমি একটা ভুল করেছি । আমি বায়োলজী না নিয়ে অপশোনাল সাবজেক্ট হিসেবে ইডি (ইঞ্জিনিয়ারিং ড্রইং) নিয়েছিলাম

    =)) =)) =)) :pira: :pira: :khekz: :khekz:

    জবাব দিন
  3. আব্দুল্লাহ্‌ আল ইমরান (৯৩-৯৯)
    “বুকের (book) মধ্যে ও দুটো কি” । এর উত্তর খুবই সহজ অর্থাৎ ও ( O) হচ্ছে ভাওয়েল । আমার ফ্রেন্ড এই প্রশ্ন শুনে একটু ভরকে গেল । এটা আবার কি ধরণের প্রশ্ন ? অনেকক্ষন ভেবে সে উত্তর দিয়েছিল “স্যার দুটো তিল” ।
    কি জ্বালায় ফরছি , তোমাদের ম্যাডাম অসুস্থ তো তাই আমাকেই তাকে
    দিনে তিনবার ফাক (পাক বা রান্না করা) করে খাওয়াইতে হয়” ।

    :goragori: :goragori: :khekz: :khekz: :khekz: :khekz: :)) =)) 😀 :pira:

    জবাব দিন
  4. মুহিব (৯৬-০২)
    ” কি জ্বালায় ফরছি , তোমাদের ম্যাডাম অসুস্থ তো তাই আমাকেই তাকে
    দিনে তিনবার ফাক (পাক বা রান্না করা) করে খাওয়াইতে হয়” ।
    আমি বায়োলজী না নিয়ে অপশোনাল সাবজেক্ট হিসেবে ইডি (ইঞ্জিনিয়ারিং ড্রইং) নিয়েছিলাম ।
    জবাব দিন
  5. আহসান আকাশ (৯৬-০২)

    এই পোস্টের কমেন্টে সবাই দেখি কপি পেস্ট মারতেছে, কাহিনি কি?


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  6. আহমদ (৮৮-৯৪)

    ভাই, :khekz: :khekz:
    অনেক্ষন ধইরা হাসলাম ... :khekz: :khekz: তাও আবার একা না ... :khekz: :khekz: পুরা পরিবার সহ হাসলাম ... =)) =)) তোমার অন্য লেখাগুলা না পড়া পর্যন্ত শান্তি নাই ... =)) =))


    চ্যারিটি বিগিনস এট হোম

    জবাব দিন
  7. তৌফিক

    তোমার সিরিজের নাম দেখে আমার কেমন জানি লাগতেছিল প্রথম থেকেই। এই মাত্র রহস্য উদঘাটিত হয়েছে। এই নামে একটা লালুভুলু গল্প লিখছিলাম এক সময় ইন দ্য ইয়ার ১৯৬৯... 😛

    জবাব দিন
  8. মেহেদী (২০০২-২০০৮)
    কি জ্বালায় ফরছি , তোমাদের ম্যাডাম অসুস্থ তো তাই আমাকেই তাকে
    দিনে তিনবার ফাক (পাক বা রান্না করা) করে খাওয়াইতে হয়” ।

    এইটা আমি লিখে রাখছিলাম... তুই দিয়া দিলি x-( x-( x-( 🙁 🙁 🙁

    পুরা মাক্ষি হইছে 😡 :pira: :pira:

    জবাব দিন
  9. হাসান (২০০২-২০০৮)

    আমার বাবা মায়ের খুব ইচ্ছা আমি মেডিকেলে পড়ি । আমার নিজেরো খুব ইচ্ছা আছে কিন্তু আমি একটা ভুল করেছি । আমি বায়োলজী না নিয়ে অপশোনাল সাবজেক্ট হিসেবে ইডি (ইঞ্জিনিয়ারিং ড্রইং) নিয়েছিলাম । তবে শুনেছি
    আপনারা নাকি প্রশ্ন আউট করেন । যত টাকা লাগে আমি দেব তবু আমাকে একটা প্রশ্ন দেন । প্লীজ । =)) =)) =)) =)) পুরানা কথা পইরা আবার একটু হাসলাম।

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।