জীবনের চোরা গলিতে হাইকু খুঁজি
শব্দের জুয়া সারা দিনমান ছন্দ ধরেছি বাজী
হরতনের বিবির ফাঁদে রুহিতনের গোলাম।
———————————————–
সংসার করি সন্যাসে দিন গুনি
গীতা বাইবেল ত্রিপিটক পড়ি কোরানের বাণী শুনি
আদি ও অন্ত মানুষের ইতিহাস।
———————————————–
জোছনা মাতাল শ্যাম পীরিতি রাত
বিষের বাঁশী নোঙর কাটে কূল হারালো রাই
অথই গাঙের জলে নায়ের ছলাৎ।
———————————————–
একশো একটি রঙীন বেলুন কিনে
তাকে তোকে আর তোমাকে বিলাই সুখের অন্বেষণে
রুদ্ধ বাতাসে ফোলানো রঙ্গীন তৃপ্তি।
———————————————–
ঘড়ির কাঁটায় উজান রাত্রি কাটে
আমি নিশ্চুপ তুমি কহো নাই হৃদয়ের সংলাপ
নিভৃত নীথর এই মৌনতা পাপ।
———————————————–
ওষ্ঠে অনল কন্ঠে করাল বিষ
ওভাবে বোলো না ওভাবে ফিরিয়ে দিও না
যেতে হলে দাও চুম্বন শুভাশীষ।
১ম। 😀
হাইকু গুলো ভালো লেগেছে ভাইয়া। সবচেয়ে ভালো লাগলো এইটা-
ধন্যবাদ।
আলীম ভাই, খুবই ভালো লাগলো হাইকুগুলো। ভাবছি আমিও চেষ্টা করে দেখবো কিনা!! ~x(
আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে এটি :
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
সুপ্রিয় সানা,
সিসি ব্লগ এক ক্রান্তিকাল অতিবাহিত করছে।
এ সময়ে তোমার সাহসী ভূমিকাই এক অনুপম হাইকু।
কাছে নেই, তবু কাছাকাছি আছি।
বন্ধু
আলীমুজ্জামান
ধন্যবাদ আলীম ভাই। সব কিছুর পর শেষ পর্যন্ত আমরা সবাই সিসিবিকে ভালোবাসি। নিজেদের মধ্যে যতো মতপার্থক্য থাকুক না কেন। কেউ একজন এর আগে বলেছিল, তুহিন (মানে আমাদের হাঁসের ছানা) যখন ছিনতাইকারীর হাতে আহত হয়ে হাসপাতালে যায়, তখন রায়হান, মুহাম্মদ, জিহাদরাই সবার আগে ওর পাশে গিয়ে দাঁড়িয়েছিল। আর সেটাই সত্যি।
জানেন, সিসিবিতে পরিচয়ের আগে এখানকার সদস্যদের খুব সামান্য কয়েকজনকে চিনতাম। কিন্তু এই ভারচ্যুয়াল পরিচয়টা দ্রুতই আমাদের মধ্যে দূরত্ব ঘুচিয়ে দেয়। সুযোগ পেলেই গেট-টুগেদারে একসঙ্গে হই আমরা। একজনের বিপদে অন্যরা পাশে দাঁড়াই। পারিবারিক সমস্যা নিয়ে পরামর্শ করি। বিয়ের দাওয়াত খেতে যাই। বিদেশ থেকে বা ঢাকার বাইরে থেকে কেউ এলে ফোন করে, দেখা করে। বিদেশে যাওয়ার আগে দেখা করে দোয়া চায়। এতোসব প্রাপ্তি কোনো কোনো বিষয়ে মতপার্থক্যে শেষ হযে যাবে? কোনোদিনই না। আমরা সবাই মৃত্যু পর্যন্ত সিসিবিতে থাকতে চাই।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
আমিও!
আমিও :shy:
আমরা সবাই মৃত্যু পর্যন্ত সিসিবিতে থাকতে চাই।
সবগুলো সুন্দর। ৩ আর ৫ নম্বর দুইটা মারাত্মক।
আপনি এত কম লিখেন, খুব মিস করি।
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
ধন্যবাদ।
হাইকু, আসলে হার্ট এ না এলে পেন এ আসে না (কারণ দর্শাইবার প্রচেষ্টা)।
তোমার লেখালেখির খবর কি, বিশ্বকাপ তো এসেই গেলো!
কঠিন :boss:
"Never think that you’re not supposed to be there. Cause you wouldn’t be there if you wasn’t supposed to be there."
- A Concerto Is a Conversation
থাংক্স।
খুবই সুন্দর 😀
ধন্যবাদ
ভাইয়া হাইকুগুলো ভালো লেগেছে 🙂
ধন্যবাদ। সবাই ভালো থেকো।
সেইরকম হয়েছে ভাইয়া। :boss:
ধন্যবাদ ওমর।
Dada u always write rich, but never answer me, very very bad, it makes me angry some time, i need to make time to read out all these na, so u should appreciate na, though i know its my duty to read it out, dada write some thing in ur next haiku abt me ok .
Your comments to my personal e-mail will be appreciated.
Thanks.
ভাইয়া,
আমি কবিতার কিছুই বুঝি না কিন্তু আপনার হাইকুগুলো পড়ে খুব ভালো লাগলো।একজন অ-বোদ্ধা পাঠকের ভালবাসা গ্রহণ করুন আমার পক্ষ থেকে।
ধন্যবাদ, মাসরুফ।