১.
আলফ্রেড হিচকক মশাই জীবনে একটাই কমেডি বানাইছিলেন। ১৯৪১ সালে মুক্তি পায় মি. অ্যান্ড মিসেস স্মিথ। কঠিন ভালবাসা দুই জনের মধ্যে। একদিন তারা আবিস্কার করলো তিন বছর আগে তারা যে বিবাহ করেছিলেন, সেইটা বিধিমত হয় নাই। নতুন কইরা যখন বিবাহের কথা উঠলো, বাইকা বসলো মিসেস স্মিথ। সে নাকি কোনো অবস্থাতেই এই ছেলেরে আরেকবার বিয়া করবো না।
সিনেমাটা দেইখা একটু ভাবিত হইলাম। মনে মনে চিন্তা করলাম, আমারে যদি এখন কেউ কয় নিজের বউরেই কি আবার বিয়া করবা? তাইলে আমার উত্তর কি হইবো? ;)) ;;; ;;) :dreamy:
২.
সেই বয়সে তার বনলতা সেন মুখস্ত ছিল। মনে হইতো সে তার নিজস্ব বালিকার চুল ধইরা খালি বলবে-চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা। বালিকা আর থাকলো না। চুলের মুঠি ধরার আগেই ভাইগা গেলো অন্য দেশে। বালিকার বদলে দৃশ্যপটে আইলো নতুন এক কন্যা। বিয়ার রাইতে তার চুল ধইরা সে কইছিলো এর মধ্যে হারাইয়া যাইতে মন চায়। প্রথম প্রথম এসব কথা বউরে নাকি বলতে হয়। 😀
বউয়ের সেই চুল এখন প্রতিদিন তার দেখতে হয়। ভাতের মধ্যে সেই চুল, তরকারির মধ্যে চুল, ডাইলের মধ্যেও চুল। আসলেই সে এখন নিয়ম কইরা তিন বেলা হারাইয়া যাইতাছে চুলের মধ্যে। ~x(
৩.
তারা দুইজনে গেছেন জংগলে বেড়াইতে। ধরেন মি. আর মিসেস স্মিথ। হঠাৎ একটা গরিলা আইসা ঝাপাইয়া পড়লো মিসেস স্মিথের উপর। মিসেস স্মিথের কাপড়-চোপড় ছিড়া যাইয়া বিতিকিচ্ছিরি অবস্থা। মিসেস স্মিথ তার জামাইরে কইলো কিছু একটা করতে।
নির্বিকার ভঙ্গিতে মি. স্মিথ কইলো, গরিলাটারে বইলা দেও যে, আজও তোমার মাথাব্যথা। আজ হবে না, আরেকদিন। 😐
৪.
দুই বান্ধবীর কথা হইতাছে।
রহিমা: তোর জামাই কেমন রে?
করিমা: আমার জামাই পেচার মতো।
রহিমা: মানে কি?
করিমা: বউয়ের সব ভাল সে খালি রাইতেই দেখতে পায়। 😛
৫.
এইটারে পাদটীকাও কইতে পারেন, ডিসক্লেইমারও কইতে পারেন।
আমার ছেলের বয়স প্রায় চাইর। এপ্রিলে হবে আরকি। সেদিন বাসায় যাইয়া দেখি তার নতুন বাণী নিয়া তুমুল আলোচনা চলতাছে। আমার ছেলে বাসায় ঘোষণা দিছে তার একটা নতুন মা লাগবো। এই মাতে তার চলতাছে না। সুন্দর দেইখ্যা তার আরেকটা মায়ের প্রয়োজন হইছে। :awesome: :party:
এইটা নিয়া আর মন্তব্য না করি। তয় উপরের গল্পগুলোর সাথে আমার পোলার এই চাহিদার কিন্তু কোনো মিল নাই। কোন জীবিত বা মৃত ব্যক্তির সাথে মিল খুঁজতে যাইয়েন না কেউ। :no:
কে জীবিত আর কে মৃত সেই সংজ্ঞা তো জানেনই। :khekz:
শওকত ভাই, এই বয়সে এত জোশ আসে কোত্থিকা ;;; :khekz: :khekz:
সাতেও নাই, পাঁচেও নাই
এই ব্যাটা x-( , আমার এমন কি বয়স?? :grr:
:khekz: :pira:
হ, বারো কি তেরো ... তয় মায় কয় আরো কম। 😕 😕
🙁
শওকত ভাই অনেকদিন পরে মজার ১টা কাহিনী পরলাম।আপনেরে মানসিকভাবে অনেক young লাগতেসে।
তুই তো ভাম :grr:
আমি তো এমনিতেই নিষ্পাপ, মাসুম
=)) :khekz: :khekz: চরম চরম :thumbup:
সিরাম হইসে ভাই... :khekz: :)) :goragori:
😕 এইটাতো ভাই জানি না... তবে পোস্টটা ভাই দারুন হইসে :shy: :boss: :boss:
"Never think that you’re not supposed to be there. Cause you wouldn’t be there if you wasn’t supposed to be there."
- A Concerto Is a Conversation
পুরুষ দুই প্রকার - জীবিত আর বিবাহিত। 😉
পুরুষ দুই প্রকার – জীবিত আর বিবাহিত।
আমার মেয়ে এই আড়াই বছর বয়েসেই এই দাবী তুলতেসে ......
সাড়ে তিন বছরেই এই ডাউট নিতে চাস?
সাড়ে তিন নারে দোস্ত, এই বছরে পাচ হয়ে যাবে ইনশাল্লাহ ...
তাইতো বাচ্চাদের ফেরেসতা টাইপ মনে হয়। সত্যি কথা বলবেই।
😀 😀
নতুনের দেখাই পাইলাম না, আর মাইনষে দেখি বদলানোর ধান্দা করে। :dreamy: । সুখী মানুষ
আমি কি আমার কথা বলছি। আমার ছেলের কথা বললাম খালি।
:))
মঈন ভাই এর ৭ নম্বর কমেন্ট :grr:
লাকি ৭ :thumbup:
মাসুম ভাই........হাসতে হাসতে চোখ দিয়া পানি বাইর হইয়া গেছে :khekz: :goragori: :khekz: :(( =)) :)) :(( :pira:
🙂 😛
=)) :))
বিয়াপক। =)) :khekz:
মজা পাইলাম পইড়া.....।
শওকত ভাই
জোস হইসে.আমি যে সময় ক্লাস সেভেন এ তখন আপনি বারোতম ক্লাস এ.এখন চাকরি ট্রিনিং সারা সতারো. আসলে বয়স ফাক্তর না মনটা সব...অনেক সুব্বেছা
কি করো এখন? কৈ আছো?
Chuler moddhe akkhorik orthei haraya jaitesen. :p
hashte hashte borbad hoye gelam. Masum vai rox.
:just: উরাধুরা হইসে...
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
বস.. 😮 ......আপনি দেখি সদ্য বয়ঃপ্রাপ্ত পুলাপান গোরেও জোশের দিক দিয়া হার মানায় দিবেন!!!!! :grr:
অসাধারণ......ফাইভ স্টার...।। :boss: :salute:
জীবিত কিংবা মৃত কোন ব্যক্তির সাথে মিল না থাকুন আর না থাকুক, মজা পাইছি বিয়াফক। 🙂
শওকত ভাই জিন্দাবাদ।
বস,
ফার্ট-ইনজেকশন/ ডিস্ক্লেইমার না দিলে তো ব্যাপক ভুল বোঝাবুঝির সৃষ্টি হইত...:D 😛 😉
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
😀 😀
৩ আর ৪ এর জন্যে পাঁচতারা।
ভাতিজারে নিয়া গর্বিত (ভাবি শুনলে মাইর দিবে জানি 😛 )
অফটপিকে একটা জোকস কইঃ
এক বিয়ের আসরে
--দেখুন এই মেয়েটিকে কোলে-পিঠে করে মানুষ করেছি। আর আজ তার বিয়ে হচ্ছে।
-- কনে আপনার কে হয়?
--আমার প্রাইভেট সেক্রেটারি ছিল। 😉
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
কামরুল ভাই, :thumbup:
ইশশশ...যদি কেউ এঠাও বলতো... 😀
ধন্যবাদান্তে,
মোহাম্মদ আসাদুজ্জামান শাওন
প্রাক্তন ক্যাডেট , সিলেট ক্যাডেট কলেজ, ১৯৯৫-২০০১
["যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায়ে সকলি"]
ভাইয়া,লেখা বরাবরের মতই দারুণ। আর লেখায় আগের মতই সাম্প্রদায়িকতার গন্ধ পাচ্ছি। 😉
:)) :)) :)) :khekz: :khekz: :khekz: =)) =)) =)) :(( :(( :((
মাসুম ভাই আবারও আগুনের মইধ্যে। হাইসতেই আছি হাইসতেই আছি..........
আজকালকার পিচ্চি গুলা এত্তো স্মার্ট আর বুঝদার,এত অল্প বয়েসেই বাবার মনের কথা বুঝে যায়
খুবই মজা পেলাম এই লেখাটা এবং মন্তব্যগুলি পড়ে।
"আজকালকার পিচ্চি গুলা এত্তো স্মার্ট আর বুঝদার,এত অল্প বয়েসেই বাবার মনের কথা বুঝে যায়"
:just: :pira:
- জাতি জানতে চায় ভাবীর কাছে এই প্রশ্নের উত্তর আছে কি না।
(যথারীতি আগের মত, তাই নতুন করে প্রশংসাসূচক কিছু বললাম না)
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
=)) :goragori: :pira:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
:pira:
ব্লগ প্রিন্সিপালের কাছে আবেদন মাসুম ভাইকে প্রতি সপ্তাহে ন্যূনতম একটা ব্লগ নামানোর আদেশ দেয়া হোক।
মাসুম ভাই এখন ছুটু ভাইগো বাদ্দিয়া বন্ধুগো বেশি টাইম দিতাছেন 🙁
সংসারে প্রবল বৈরাগ্য!
জোশই জোশ...। =)) =)) =)) =))
(সম্পাদিত)
নম নম নম।
পেন্নাম হই মহারাজ।
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ