‘বাথরুমে বসিয়া বসিয়া সাইফুর রহমানের ছেরি দেখা’

সাংবাদিক হিসেবে প্রতিদিনই নানা রকম অভিজ্ঞতা হয়। সেই অভিজ্ঞতার গল্পও কম মজার না।তবে এই গল্প বা অভিজ্ঞতা আমার না, মুন্নী সাহার। মুন্নীর কাছেই শোনা এটা। আমি প্রথম শুইনা :pira: গেছিলাম। সবাইরে শুনাই। গত বছরের ঘটনা, জরুরী অবস্থার সময়, যখন সাইফুর হইলো বিএনপির নতুন নেতা, খালেদা জেলে।

মুন্নী কদিন আগে গিয়েছিল সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের সাক্ষাৎকার নিতে, নিউজ করার জন্য। তার গুলশানের বাসায়। সাধারণত সাইফুর রহমান নীচে ড্রয়িং রুমে বসে কথা বললেও এখন আর তার নীচে নেমের আসার শক্তি নাই। যথেষ্টই অসুস্থ্য। ফলে মুন্নীকে যেতে হলো উপরে। একহাতে লাঠি নিয়ে সোফায় বসে ছিলেন সাইফুর রহমান। কিন্তু সেখানে যথেষ্ট আলো নেই। ফলে মুন্নীর অনুরোধে তাকে বসতে হলো আরেক সোফায়।
সোফায় হেলান দিয়ে বসেই সাইফুর রহমান-বুঝলা নি, গত দুই সপ্তাহ ধরিয়া বাথরুমে বসিয়া বসিয়া খালি আমি ছেরি দেখি।
মুন্নী বিষ্মিত, ভাবলো ভুল শুনেছে- কি বললেন স্যার?
-বুঝলা না, বাথরুমে বসিয়া খালি ছেরি দেখি।
মুন্নী এবার আরও বিষ্মিত। এবার আরেকটু কাছে গিয়ে বললো-বুঝি নাই স্যার।
-আরে বলিলাম যে গত দুই সপ্তাহ ধরিয়া বাথরুমে বসিয়া বসিয়া আমি খালি ছেরি দেখি।
এইবার মুন্নীর অবস্থা খাবি খাওয়ার মতো। গোল গোল চোখ দেখেই এবার সাইফুর রহমান মুন্নীকে জানালার পাশে যেয়ে দেখে আসতে বললেন।

অবাক মুন্নী জানালার কাছে যেয়ে দেখে সাইফুর রহমানের বাড়ির একপাশে নানা রঙ্গের চেরি ব্লজম ফুল ফুটে আছে। আর বাথরুমের জানালা দিয়েই সেটিই সবচেয়ে ভাল দেখা যায়।

ক্যাডেট কলেজ ক্লাবের পাশের বাসাটাই সাইফুর রহমানের। ছেরি দেখতে চাইলে এখনই যাইতে পারেন সবাই। 😛
সামুতে প্রকাশিত

৪,৭২২ বার দেখা হয়েছে

৫৮ টি মন্তব্য : “‘বাথরুমে বসিয়া বসিয়া সাইফুর রহমানের ছেরি দেখা’”

  1. শওকত ভাই
    কি দিলেন এইটা !! :khekz: :khekz: :khekz: লাস্টে আসার আগ মুহুর্তেও বুঝতে পারি নাই হালায় কি কইতে চাইতেছে। ও মা গো !! হাসতে হাসতে নাই হইয়া গেলাম। :pira:

    আপনে ডেইলি সিসিবিতে এই রকম একটা কইরা কাহিনী দিবেন। আপনার জন্যে এইটা ফরজে আইন। 😉

    জবাব দিন
  2. বন্য (৯৯-০৫)

    সাইফুর বসের আরেকটা কাহিনী মনে হয় সবাই জানেন,তাও আবার বলি... 😀

    এক সাংবাদিক গেসে তার ইন্টারভিউ নিতে..তো বসে কয়,
    "যান,সোয়েটার পরে আসেন"
    সাংবাদিকতো বুঝেনা ইন্টারভিউয়ের সাথে সোয়েটারের কি সম্পর্ক।তাও এক্টু পরে সোয়েটার পইরা আবার আসল ইন্টারভিউ নিতে।
    বসে এবার ঝাড়ি দিল,
    "আপনারে না কইসি সোয়েটার পরে আসতে"
    হতভম্ব সাংবাদিক কিছুক্ষন পর বুঝতে পারল তাকে আসলে ছয়টার পর আসতে বলা হয়েছে.. :khekz: :khekz: :khekz:

    জবাব দিন
  3. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    সাবেক অর্থমন্ত্রী ও করখেলাপি এবং মাস্তান ও দুর্নীতিবাজ পোলার বাপরে নিয়া একটি ...শ্লীল গল্প বানানোর জন্য মাসুমের জন্য ভ্যান চাই!! :bash: :bash: :bash:


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  4. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)
    বুঝলা নি, গত দুই সপ্তাহ ধরিয়া বাথরুমে বসিয়া বসিয়া খালি আমি ছেরি দেখি।
    মুন্নী বিষ্মিত, ভাবলো ভুল শুনেছে- কি বললেন স্যার?

    মুন্নী ম্যাডাম কি ভাবছিলো আসলে 😮 😮 :dreamy: :dreamy:
    পিরা আর মিরা একলগে গেলামরে ভাই :goragori:

    ইয়ে শওকত ভাই, বস্, ওই নায়িকার কাহিনিডা ;)) ;))


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন
  5. ওবায়দুল্লাহ (১৯৮৮-১৯৯৪)

    :boss:
    শওকত ভাই,
    মাঝে ক'দিন এমুখো হতে পারিনি।
    আজ এলাম।
    এসে প্রথমে আপনার ছেড়ির কাহিনী পড়ে সত্যি পড়ে যাওয়ার মত অবস্থা। :goragori:

    বস :salute:


    সৈয়দ সাফী

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।