ব্লগে লেখা আর পত্রিকায় লেখার মধ্যে অনেক পার্থক্য আছে। ভাষাগত পার্থক্য তো আছেই, বিষয়বস্তু নিয়ে অনেক সাবধান থাকতে হয়। কোন লেখায় কে আবার আহত হয় বোঝা মুশকিল, হোক না রম্য। তাই লিখতে হলো একটা শালীন রম্য। আজ ছাপা হয়েছে রসালোতে।
আবারও সেরা ধনী হয়েছেন বিল গেটস। তিনি নাকি সেকেন্ড আয় করেন ৩ হাজার ডলার। মানিব্যাগ থেকে ১ হাজার ডলারের নোট পড়ে গেলে তা আবার পকেটস্থ করেন না। কারণ তাতে যে সময় চলে সেই একই সময়ে এরচেয়েও বেশি আয় করেন। বিল গেটস-এর একার যে সম্পদ, বিশ্বের ১৪০টি দেশের এক বছরের আয় তার চেয়ে কম। এই অক্টোবর মাসেই সংবাদটা ছাপা হয়। তারপরেই জুলমত তরফদারের মাথায় ধনী মানুষরা মোটামুটি গেঁথে গেল।
ছোটবেলায় পড়েছিলেন অর্থই অনর্থের মূল। এখন আর এসব কথা বিশ্বাস করেন না। এটা ঠিক যে দুনিয়ায় অর্থ ছাড়াও আরও অনেক লোভনীয়, মোহনীয়, রসালো জিনিষ আছে। কিন্তু সমসা হচ্ছে সেই সব জিনিষও কিনতে হয় অর্থ দিয়েই।
ধনী হওয়ার নানা তরিকা আছে। টাকা ধার নিয়ে বেমালুম ভুলে যাওয়া একটা বড় তরিকা। বাংলাদেশে একসময় একসময় এটাই ছিল সবচেয়ে জনপ্রিয় পন্থা। তবে নিয়ম হচ্ছে অল্প টাকা ঋণ নিলে চলবে না। নিতে হবে বড় অংকের অর্থ। কেউ যদি ১শ টাকা ধার নেয় তাহলে সেটা একান্তই তার সমস্যা। কিন্তু ব্যাংক থেকে ১শ কোটি টাকা ধার নিলে সেটা তখন ব্যাংকের সমস্যা হয়ে দাঁড়ায়। এই সমস্যা থেকে অনেক ব্যাংক এখনও বের হতে পারেনি। আর এই সমস্যা ব্যাংকের ঘাড়ে দিয়ে কোটিপতি হওয়ার সংখ্যা বাংলাদেশে মোটেই কম নয়।
জুলমত তরফদারের বন্ধু সালেম মিয়া, একজন সফল ব্যক্তি। কারণ সালেম মিয়া দুই হাতে টাকা আয় করে। তবে জুলমত জানে, সালেম মিয়ার চেয়েও সফল ব্যক্তি এই দেশে আছে। এই যেমন, মিসেস সালেম। কেননা তিনি বিয়ে করার জন্য সালেম মিয়াকে খুঁজে বের করতে পেরেছিলেন।
সালেম মিয়ার বউয়ের কথাই যখন আসলো তখন জুলমত তরফদারের সেই পুরানো গল্পটা মনে পড়লো। একজন মহিলা কি কোনো পুরুষকে লাখপতি বানাতে পারে? উত্তরটা হলো- পারে, যদি পুরুষটি কোটিপতি হন।
পরিস্থিতি আর আগের মতো নাই। বরং উল্টাটাও আছে। গজনফর আলী একজন কোটিপতি। সদ্য একটি চেম্বারের সভাপতি নির্বাচিত হয়েছেন। সাংবাদিকরা গেছে সাক্ষাৎকার নিতে। নানা প্রশ্ন। একজন প্রশ্ন করলেন-‘আমরা জেনেছি যে আপনি শূন্য হাতে একটা মফস্বল শহর থেকে ঢাকায় এসেছিলেন। তাহলে আপনার কোটিপতি হওয়ার রহস্য কী।
গজনফর আলী-আমার পকেটে ছিল মাত্র ১০ টাকা। আজ থেকে ৩০ বছর আগের ঘটনা। আমি সেই ১০টাকা দিয়ে ৪টা আপেল কিনেছিলাম। সেই আপেল কলের পানি দিয়ে ধুয়ে চকচকা করে বিক্রি করি ১২ টাকায়। দু’টাকা লাভ হয়েছিল।
সাংবাদিক: তারপর?
গজনফর আলী: ১২টাকা দিয়ে আমি আবার ৫টি আপেল কিনি। সেই আপেল পরিস্কার আর চকচকে করে বিক্রি করি ১৫ টাকায়। সেই ১৫ টাকা দিয়ে ৬টি আপেল কিনে বিক্রি করে পাই ২০ টাকা।
সাংবাদিক: তারপর?
গজনফর আলী: এভাবে প্রথম মাস শেষে আমার লাভ হয় ৪০ টাকা।
সাংবাদিক: তারপর কী হল? এভাবেই কোটিপতি হয়ে গেলেন?
গজনফর আলী: আরে না। এভাবে কি আর কোটিপতি হওয়া যায়। তারপরেই তো আমার স্ত্রীর বাবা মানে আমার শ্বশুর মারা গেলেন। আর আমি তার কয়েক কোটি টাকার পুরো সম্পত্তি পেয়ে গেলাম।
জুলমত তরফদার জানেন এই যুগে আজকাল সবাই প্রায় এই পথেই বড় লোক হয়েছেন। শ্বশুরের সম্পত্তি অবশ্য সবচেয়ে বেশি পান সরকারি আমলারা। বেতন যাই পান, ঢাকায় অনেকেরই একাধিক গাড়ি-বাড়ি-ফ্ল্যাটের মালিক। ব্যাংকে কোটি কোটি টাকা। যখনই কেউ ধরা পড়েন জানা যায় সবই শ্বশুর বাড়ির সম্পত্তি, বউয়ের নামে রাখা।
জুলমতের বন্ধু সোলায়মান মৃধা বাড়াবাড়ি ধরণের বড়লোক। কত টাকা আছে তা সে নিজেও জানে না। নিজের কত টাকা আছে তা যিনি জানেন তিনি নাকি আর ধনীর সংজ্ঞায় পড়েন না। কিন্তু এক সময়ে এই সোলায়মান মৃধাও ফেঁসে গেলেন এক মামলায়। জেল থেকে বাঁচতে গেলেন শহরের নামি একজন আইনজীবীর কাছে।
সোলায়মান মৃধা-আমি জেলে যেতে চাই না।
আইনহজীবী-কেন, জেলে যেতে চান না। অপরাধ করলে তো শাস্তি পেতেই হবে।
সোলায়মান মৃধা-আমার অনেক টাকা। আমি জীবনকে এখনো উপভোগ করতে চাই। তাছাড়া আমি জানি ধনীরা কখনো জেলে যায় না।
আইনজীবী-ঠিক আছে। আমি ব্যবস্থা করছি। আসলেই ধনীরা কখনো জেলে যায় না। আপনি বাসায় যান।
কথা রেখেছিলেন আইনজীবী। সোলায়মান মৃধা ৫ বছর মামলা চলার পর যখন জেলে গেলেন তখন সে আর ধনী ছিল না। এখন সেই আইনজীবী নিজেই দেশের সবচেয়ে বড় ধনীদের একজন।
:guitar:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
খাইছে, লাবলু ভাই দেখি ফাস্টো। মিস্টি খাওয়ান। অথবা সেই চা
আইবা, আসো!! ;;; ;;; ;;; ;;;
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
দিহান লগ-ইন থাকা সত্ত্বেও ফারসট!! কেম্নে?? ভাগি........
বোইন রাইগ্গো না। :teacup: খাও!!
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
;)) ;))
২য় নাকি?
3rd 🙁
সুন্দর লেখা এক্কেবারে :gulli2: ।
তবে একই লেখা দুইবার কেন? :-/
দুইবার কৈ?
একটা তো ছাপা হওয়া রসালোর ইমেজ।
এইবার ঠিক হইসে। এর আগে লেখাটা দুইবার আসছিলো (ইমেজ ছাড়া)।
বুঝলাম না। মডুরা ঠিক কইরা দিছে মনে হয়। নাকি ভূত?
লেখা ঠিক করো। দুইবার আইছে?? নাকি লেখার সাইজ দেখাইয়া নিজেরে ধনী বুঝাইতে চাও......... :grr: :grr: :grr:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
লাবলু ভাই আমিও চা খাপো :(( । (কপিরাইট কার? :-/ )
মাস্ফ্যু দা'র :grr: :grr: :grr:
:shy: এই অধমের
কি লজ্জা রে... :khekz:
সবই তো বুঝলাম। শুধু বুঝলাম না, একই গল্পো দুই বার লেখছেন কেন??
শওকত ভাই ড়কস :boss: :boss: :salute: :salute:
এক কথায় শওকত ভাই ROCKS :boss: :boss: :boss:
পড়ে দারুন মজা পাইলাম 😀
"Never think that you’re not supposed to be there. Cause you wouldn’t be there if you wasn’t supposed to be there."
- A Concerto Is a Conversation
:clap: :clap:
শওকত ভাই রক্করে :awesome: :awesome: :awesome:
পুরা জট্টিল :khekz: :goragori: :pira:
শওকত ভাই রকস ...... =)) =)) =)) :clap: :clap: :clap:
আজ রস+আলো পড়ার সময়ই বুঝছি এটা আমাদের মাসুম ভাইয়ের লেখা। 🙂
মজার হইছে মাসুম ভাই। আপনি পাথড়ান। :thumbup:
রস+আলো'তে পড়ছিলাম...কিন্তু কমেন্ট মনে হয় অফ ছিল, তাই ঐখানে কিছু কইতে পারি নাই... ;))
এই খানে বলি, শওকত ভাই আপনি কঠিন পাথরান... :thumbup:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
আমিতো কমেন্ট করলাম উলটা পৃষ্ঠায় B-) বল্পেন্দিয়া :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
কই দেখলাম না তো... :-B
মনে হয় মডু পাবলিশ করে নাই... ;))
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
সকালে রস+আলো হাতে নিয়া সবার আগে এইটাই পড়ছিলাম। 🙂
বিল গেটসের মেয়ে আছে শুনলাম একটা।
তার ইমেইল এড্রেসটা কি যোগাড় কইরা দিতে পারবেন মাসুম ভাই? 😛
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
বিল মামুরটা দিবার পারি। billg অ্যাট microsoft ডট কম। শ্বশুর সাবরে জিগায়ে লও তোমার বউয়ের নাম্বার। 😛
ইয়ে মানে, বিয়া-শাদির আলাপ আমি নিজের মুখে ক্যাম্নে করি, লজ্জা লাগে তো। একজন মুরুব্বী মানুষ হইলে ভালো হইতো না? 😀
পাত্রের বড় ভাই হিসেবে আপনার তালুই সাহেবের সাথে আপনি কথা কন না! 😛
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
হায় হায়, আমি তো অলরেডী বিয়া কইরা ফেলছি, এখন গেটস মামুর বেটিরে বিয়া করি ক্যামনে? 🙁
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
এই ছিল আপনার মনে ???? :grr: :grr: :grr:
:gulli2: :gulli2: :gulli2:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
ভাইয়া পড়ে খুব ভাল লাগলো । বাংলাদেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে সময়োপযুগী একটি লেখা ।
বাংলাদেশের গুরত্বপূর্ণ পত্রিকাগুলোতে আমাদের ভাইয়ারা ছড়িয়ে আছেন এইটাই ভাল করে জানা ছিল
না । আজকে জানার পর গর্বে বুক ভরে গেল ।
😮 😮 😮
http://www.facebook.com/video/video.php?v=148695239195
কি কইলা ???? 😮 😮
😮
:clap: :clap: :clap:
না কইয়াই ফেলাই; মাসুম ভাই ড়ক করে
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
আমিও বলি মাসুম ভাই রক করে
না কইয়াই ফেলাই; মাসুম ভাই ড়ক করে :awesome: :awesome:
রস আলো'তে পড়েছি। ***** দাগাইছি।কেমন লেগেছে বলার আর কি দরকার। :hatsoff: ফৌজিয়ানদের মটো'ই ত "কথা নয় কাজ"
আর বরিশাল ড়ক্কড়ে :awesome: :awesome:
x-( চ্রমসাম্প্রদায়িকতার্ব্যাঞ্চাই
কথা, নয় কাজ ;)) ;))
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
সাম্প্রদায়িকতার ব্যাঞ্চাইইইইইইইইইই.......... :no:
মাসুম ভাই আমাদের সবাররররররররররররররররররররর। 🙂 😀 😛
অদ্ভুত সুন্দর লেখা। পড়তে অনেক ভাল লাগলো... :salute: :salute:
:just: :salute: :grr:
:)) =)) :khekz:
মাসুম ভাই ড়খশ্ :thumbup: :thumbup: :thumbup:
:)) :))
চমৎকার লাগলো আপনার লেখাটা মাসুম ভাই।
সব সময়ই লাগে।
😀
:clap:
:boss: :salute:
সৈয়দ সাফী
:awesome: :awesome: =)) =))
Life is Mad.