প্রেম যেবার আমার উপর পড়ছিলো…..

সদ্য ক্যাডেট কলেজ ফেরত। রেজাল্ট দেয় নাই। মনটা খানিকণ উড়ু–উড়ু , কিছুক্ষন পরেই আবার উদাস। লম্বা অবসর, কিছু করার নাই। মানুষের সাথে সেরকম মিশতেও পারি না। ক্যাডেট হওয়ার জ্বালা।

আমার উদাস ভাব দেইখা বাপ-মায়ের দয়া হইল। জ্বীনা, বিবাহ দেন নাই। বরং চালাইতে শিখতে কইল। অন্যকিছু নারে ভাই, গাড়ির কথা বলতাছি। বাপের ধারণা ছিল আমি শিগগিরই আমেরিকা পারি দেব, লেখাপড়া করতে। (আমাদের সময় বাপ-মারা ছেলেমেয়েদের কত কম বুঝতো)। তাই গাড়ি চালানো শিখে রাখাটা দরকার।

তখন নাখাল পাড়ায় থাকি। পাশের বাসায় থাকে দিয়া আপা। (তার একখান ছোট বোন ছিল, মনটা আবার উদাস হইলো) দিয়া আপার ভাই থাকে শান্তিনগর, তার একখান পুরান ভক্সওয়াগন আছে, সেইটা সে ড্রাইভিং শিখাতেই ব্যবহার করে। দিয়া আপার ভাই নিজেই মালিক, প্রশিক্ষক। ভর্তি হইলাম সেখানে। রোজ ভোর বেলা, সাড়ে ৬টার সময় তাঁর বাসায় যাইতে হইত। আবার ভোর বেলায় ঘুম বাদ? উফফফ।

তবে দুইদিনের মাথায় ব্যাপক উৎসাহ পাওয়া শুরু করলাম। আমি সাড়ে ৬টায় হাজির হই। একটু পরেই বাড়ির ড্রয়িং রুমের জানালা খুলে যায়। একটা মহাসুন্দরী বালিকাকে দেখি, যতক্ষণ গাড়ি নিয়ে বের না হই সেই বালিকা জানালায় ঠায় দাঁড়িয়ে থাকে। আমার তখন ড্রাইভিং শেখায় ব্যাপক উৎসাহ।

দিনের পর দিন যায়, আমি বালিকাকে দেখি, বালিকা আমাকে দেখে। বালিকার বাবা পাশে বসে থাকে। আমরা গাড়ি নিয়ে বের হই মতিঝিলের আইডিয়াল স্কুলের সামনের রাস্তায়।

কয়েকদিন পর রচিত হইল আসল নাটক। একদিন ভোরে যেয়ে দেখি বালিকার বাবা নিজেই বাইরে দাঁড়ানো। আমাকে নিয়ে ড্রয়িং রুমে বসালেন। চা আসলো। চা খেতে খেতে খাবি খেলাম যখন দেখি সেই মেয়েও আসলো ড্রয়িং রুমে। ঘটনা কোন দিকে যাবে বুঝতে পারতাছিলাম না। দিয়া আপার ভাই মেয়েটাকে পরিচয় করিয়ে দিলেন আমার সাথে। সুন্দরী বালিকা তমিজের সাথে আমার দিকে তাকিয়ে হাত কপালের পাশে রেখে বললো ‘সালামালাইকুম আংকেল’। 🙁

২৪ বছর পর।

গেছি মেয়ের স্কুলে, ছুটির পর নিয়ে আসতে। ১৫ মিনিট সময় হাতে। এদিক-ওদিক তাকাচ্ছি। চোখ পড়লো এক সুন্দরী বালিকার দিকে। দেখে মনে হলো ইউনিভার্সিটির ছাত্রী হতে পারে।
কিছু পরে অবাক হয়ে দেখলাম, আমার দিকেই আসছে। সামনে এসে বললো, সালাম আংকেল, ~x( আপনি তো প্রিয়ন্তীর বাবা, আপনার মেয়েটা খুব লক্ষ্মী।

৩,৬২৩ বার দেখা হয়েছে

৫১ টি মন্তব্য : “প্রেম যেবার আমার উপর পড়ছিলো…..”

  1. ফয়েজ (৮৭-৯৩)

    আহারে.....।..।...।। ইন্টার থেইক্কাই আংকেল। ;;)

    ভাইয়া, আই ইউ বির মাইয়া গুলা দেখি আমারে নাম ধইরা ডাকে তুমি কইরা কয়। 😀

    আমি মানুষ্টা সেইরকম, আলখাল্লা পইড়া চলি, এতেই এই, সেই রকম হইলে না জানি কি হইত।

    যাউজ্ঞা, মানির মান আল্লায় রাখে 🙂


    পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না

    জবাব দিন
  2. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    আমার ক্যান জানি ডর লাগে মাসুম পোলাডা না কুনু সময় বেকায়দায় পিড়া যায়! খালি বালিকা আর বালিকা......... এর আগেও ওরে আমি সাবধান করছিলাম! কিন্তু কথা তো শুনে না!! =(( =(( =((


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  3. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)
    প্রেম যেবার আমার উপর পড়ছিলো…..

    এই কাহিনিতো দিলেন, এইবার আপনি যেইবার প্রেমের উপ্রে পিড়ছিলেন সেই কাহিনিটাও দেন বস্‌ 😀


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।