সদ্য ক্যাডেট কলেজ ফেরত। রেজাল্ট দেয় নাই। মনটা খানিকণ উড়ু–উড়ু , কিছুক্ষন পরেই আবার উদাস। লম্বা অবসর, কিছু করার নাই। মানুষের সাথে সেরকম মিশতেও পারি না। ক্যাডেট হওয়ার জ্বালা।
আমার উদাস ভাব দেইখা বাপ-মায়ের দয়া হইল। জ্বীনা, বিবাহ দেন নাই। বরং চালাইতে শিখতে কইল। অন্যকিছু নারে ভাই, গাড়ির কথা বলতাছি। বাপের ধারণা ছিল আমি শিগগিরই আমেরিকা পারি দেব, লেখাপড়া করতে। (আমাদের সময় বাপ-মারা ছেলেমেয়েদের কত কম বুঝতো)। তাই গাড়ি চালানো শিখে রাখাটা দরকার।
তখন নাখাল পাড়ায় থাকি। পাশের বাসায় থাকে দিয়া আপা। (তার একখান ছোট বোন ছিল, মনটা আবার উদাস হইলো) দিয়া আপার ভাই থাকে শান্তিনগর, তার একখান পুরান ভক্সওয়াগন আছে, সেইটা সে ড্রাইভিং শিখাতেই ব্যবহার করে। দিয়া আপার ভাই নিজেই মালিক, প্রশিক্ষক। ভর্তি হইলাম সেখানে। রোজ ভোর বেলা, সাড়ে ৬টার সময় তাঁর বাসায় যাইতে হইত। আবার ভোর বেলায় ঘুম বাদ? উফফফ।
তবে দুইদিনের মাথায় ব্যাপক উৎসাহ পাওয়া শুরু করলাম। আমি সাড়ে ৬টায় হাজির হই। একটু পরেই বাড়ির ড্রয়িং রুমের জানালা খুলে যায়। একটা মহাসুন্দরী বালিকাকে দেখি, যতক্ষণ গাড়ি নিয়ে বের না হই সেই বালিকা জানালায় ঠায় দাঁড়িয়ে থাকে। আমার তখন ড্রাইভিং শেখায় ব্যাপক উৎসাহ।
দিনের পর দিন যায়, আমি বালিকাকে দেখি, বালিকা আমাকে দেখে। বালিকার বাবা পাশে বসে থাকে। আমরা গাড়ি নিয়ে বের হই মতিঝিলের আইডিয়াল স্কুলের সামনের রাস্তায়।
কয়েকদিন পর রচিত হইল আসল নাটক। একদিন ভোরে যেয়ে দেখি বালিকার বাবা নিজেই বাইরে দাঁড়ানো। আমাকে নিয়ে ড্রয়িং রুমে বসালেন। চা আসলো। চা খেতে খেতে খাবি খেলাম যখন দেখি সেই মেয়েও আসলো ড্রয়িং রুমে। ঘটনা কোন দিকে যাবে বুঝতে পারতাছিলাম না। দিয়া আপার ভাই মেয়েটাকে পরিচয় করিয়ে দিলেন আমার সাথে। সুন্দরী বালিকা তমিজের সাথে আমার দিকে তাকিয়ে হাত কপালের পাশে রেখে বললো ‘সালামালাইকুম আংকেল’। 🙁
২৪ বছর পর।
গেছি মেয়ের স্কুলে, ছুটির পর নিয়ে আসতে। ১৫ মিনিট সময় হাতে। এদিক-ওদিক তাকাচ্ছি। চোখ পড়লো এক সুন্দরী বালিকার দিকে। দেখে মনে হলো ইউনিভার্সিটির ছাত্রী হতে পারে।
কিছু পরে অবাক হয়ে দেখলাম, আমার দিকেই আসছে। সামনে এসে বললো, সালাম আংকেল, ~x( আপনি তো প্রিয়ন্তীর বাবা, আপনার মেয়েটা খুব লক্ষ্মী।
😀
আহারে ... বালিকাদের খুব মিসকরি ...
🙂
আহারে … বালিকাদের খুব মিসকরি …
এর পর কি হল আংকেল? :-/
:khekz:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
তুহিন ভোল পালটাইলা কেন?
এক নাম বেশিদিন ভাল্লাগে না ভাই
x-( x-( x-(
আফসুস, জীবনটাই আফুসস। 😀
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
এই তো বুজছো
শওকত ভাই তো পুরাই লুল দ্যাক্তাচি 😛
=)) =))
চালনি বলে, সুঁই তোর পিছে ফুটা ক্যান রে?
x-( x-( x-( x-( ওই আমার চেহারাডা দানবের মত হৈতে পারে,আমার খানাদানা হাতিরে ছাড়ায় যাইতে পারে কিন্তু ক্যারেক্টারের দুষ আমার কুনো কালেই ছিলনা x-( x-( x-( x-( x-( শালা হোমো এর্ষাদ-আমার্নামেউল্টাপাল্টাঅপবাদ্দিতেতোর্বুকেবাধলোনা? x-( x-( x-(
মাশরুফ, তাই?? ... ;))
এই বেটা, প্রেম আমার উপর পড়লে আমি কি করুম?? x-( x-(
হাত দিয়ে একটু কষ্ট করে সরিয়ে দিবেন।
আহারে … বালিকাদের খুব মিসকরি …
😛 😛 😛 :thumbup: :thumbup:
আহা...
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
ভাইয়া আপনার মেয়ের নামটা খুব সুন্দর। প্রিয়ন্তী 🙂
কিউট আছে
আহারে.....।..।...।। ইন্টার থেইক্কাই আংকেল। ;;)
ভাইয়া, আই ইউ বির মাইয়া গুলা দেখি আমারে নাম ধইরা ডাকে তুমি কইরা কয়। 😀
আমি মানুষ্টা সেইরকম, আলখাল্লা পইড়া চলি, এতেই এই, সেই রকম হইলে না জানি কি হইত।
যাউজ্ঞা, মানির মান আল্লায় রাখে 🙂
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
সবই মনে হয় আপনার নূরানী চেহারার কুদরত 😛
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
😮 :boss: :grr:
তাও ভাল, জান্টু মান্টু কিছু কয় নাই। আইজকাইল্কার্মাইয়া গুলার্যা স্বভাব , ঘোর্কোলিকাল্পর্ছে 🙁
=)) =)) =))
উপসংহারঃ ২৪ বছরেও ক্যারেক্টার আগের মতোই আছে।
ক্যাডা,শওকত আংকেল নাকি? 😀 😀
বন্য কালকে কি সারাদিন ঘুমে ছিলে? 🙂
কানাডায় যখন ভোর ছয়টা তখন ঘুমে ছিলাম... ;;; ;;;
বাকি সময় বসে বসে ব্ল্যাকবেরীর স্বপ্ন দেখসি.. :dreamy: :dreamy:
তুমিতো এখনো ডিটেইলস পাঠাওনি, তারপর পার্সেল করে দিবো। 😛
তার মানে কিনা শেষ?? :awesome: :awesome: :awesome:
:)) =))
আবার জিগস!!!!! :guitar:
ও আমি ভাবছিলাম প্রেম নামে কোনো ছেলে বুঝি আপনার উপর উস্টা খাইছিল................ :-B :no:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
উস্টা খাওয়া!এইটা বাংলা সিনেমায় দেখসি..কিন্তু প্রেম নামের ছেলেটা মাসুম ভাইর উপ্রে উস্ঠা খাবে ক্যান? :-B :-B ~x( 😮 :no:
আমার ক্যান জানি ডর লাগে মাসুম পোলাডা না কুনু সময় বেকায়দায় পিড়া যায়! খালি বালিকা আর বালিকা......... এর আগেও ওরে আমি সাবধান করছিলাম! কিন্তু কথা তো শুনে না!! =(( =(( =((
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
আসসালামুয়ালাইকুম ভাইজান, ভালো আছেন? আমার হ্যাট্রিক'টা মিস করলেন। 😀
আসলেই মিস করেছি। লিংকটা দাও। ঘুরে দেখে আসি। তবে একটা জিনিস দেখলাম। তুমি এখন ফুল ফর্মে। কনগ্র্যাটস। :hatsoff: আজকে মনে হয় তুমি সূর্য উঠার আগেই সিসিবিতে! 😛
শরীর মনে হচ্ছে ভালো না। আজ বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত অফিসের চেয়ারে বসে ঘুমিয়েছি।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
:shy:
ভালো থাকবেন ভাইজান। 🙂
লাবলু ভাই, শরীরের উপর যে লোড দেন, তাতে তো টায়ার্ড হবারই কথা, ভাই একটু রেস্ট নেন। এত লোড নিয়েন না। অসুখে পড়বেন তো।
মাসুম্ভাইয়ের্মনে খালিনারীআর্নারী 😀 😀 😀
মাস্রুব্বাইর্মনে খালি জল্পাইআর্জল্পাই :grr:
😮 ~x(
এই কাহিনিতো দিলেন, এইবার আপনি যেইবার প্রেমের উপ্রে পিড়ছিলেন সেই কাহিনিটাও দেন বস্ 😀
সংসারে প্রবল বৈরাগ্য!
ঐ.. :grr:
ঐ
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
আহা বালিকা বৃত্তান্ত :dreamy: :dreamy:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
শওকত ভাইয়ের দেখছি বরাবরই মাথায় চুল কম ছিল না হলে ইন্টারের পরে আংকেল :grr: :grr: :grr: :grr: :grr: :grr: :grr:
হ... আমারো মাঝে মাঝে উদাস হয়!!
আহা !!! :dreamy:
মন্টাবারুদাসহইল :dreamy: