আমার বউয়ের সঙ্গে আমার একটা অসাধারণ মিল আছে। বউ ডাইনে হাঁটলে যারা বায়ে যান তাদের ঈর্ষা আরেকটু বাড়াইয়া দিয়া সেই মিলটার কথা আইজ সবাইকে জানাই। আর সেইটা হইলো-
আমার আর আমার বউয়ের একই দিন বিয়া হইছিলো। 😛
আইজ থেকে সাত বছর আগে এই একই দিনে আমাগো দুইজনেরই বিবাহ হইছিলো। আর সেই দিনটা ছিল ২৪ জুন। :((
আপনারা হয়তো কেউ কেউ কইবেন-ক্যান আরও তো মিল আছে। যেমন আমাগো ছেলে মেয়ের জন্মদিনও এক। জ্বীনা এই কথাডা আপনাগো ঠিক না। যেমন, আমি জানি যে আমার মেয়ের জন্ম হয় ২০০৩ সালের ২৯ সেপ্টম্বর। আর আমার বউ কয়, তারিখটা ঠিকই আছে তয় সালটা হইবো ২০০৪ সাল। বিশ্বাস না হইলে আমার মেয়ের জন্ম নিবন্ধন সার্টিফিকেট দেখতে পারেন। 😮
মেরিলিন মনরোর একটা বিখ্যাত ছবি আছে দি সেভেন ইয়ার ইচ। বাংলা করলে হয় সাত বছরের চুলকানি। এই ছবিতেই বাতাসে স্কার্ট ওড়ার সেই সেই বিখ্যাত দৃশ্যটা আছে। ছবিটার মূল কথা হইলো বিয়ার পর সাত বছর সব কিছু ঠিকঠাকই থাকে। তারপরেই পুরুষদের চুলকানি শুরু হয়। বিবাহের সাত বছর পরে বেশিরভাগ পুরুষই পরকীয়ায় জড়াইয়া যায়। :hug:
আপনাগো আবার মনে করাইয়া দেই যে আমার বিয়ার বয়স আইজ সাত বছর শেষ হইয়া আট বছরে পরলো। আপনাগো জ্ঞাতার্থে আরো কই, আমার মোবাইল সেটটা নকিয়া আর আমার পছন্দ ইলিশ। মাছের রাজা ইলিশ, সেটের রাজা নকিয়া আর………..। থাউক আর কইলাম না। তয় আপনাগো আশ্বস্ত কইরা কই, আমার আর আমার বউয়ের মধ্যে আর কেই নাই, খালি আমি আর সে, ইংরেজিতে কইলে কইতে হয় `ইউ অ্যান্ড মি’। (নতুন প্যাকে পাওয়া যাইতাছে।) 😀
তারচাইতে আমার বউয়ের কথা কই। বিয়ার পর পরই গেলাম বন্ধুর বাসায়। দেখি বন্ধু তার বউরে কয় জানু আর বউ বন্ধুরে ডাকে জান। বাসায় আইসা আমার বউ আমারে কয় তারা কি সুন্দর আদর কইরা ডাকে, আমি তার সেই পুরানা নাম ধইরাই ডাকি। আমি তারে দুইটা প্রস্তাব দিছিলাম। ১. তার পুরা নাম সামসুন্নাহার। আমি কইলাম ছোট কইরা আমি তারে সামসু বইলা ডাকতে পারি। রাজী হইলো না। ২। কইলাম এখন যদি জান-জানু বলা শুরু করি তাইলে আমার বন্ধু কইবো তাগো নকল করি। নতুন প্রস্তাব দিয়া কইলাম তুমি আমারে প্রাণ ডাকো। হে জিগাইলো তাইলে আমি কি নামে ডাকবো। কইলাম, ক্যান আমি তোমারে ডাকবো প্রানী। রাজী হইলো না সে । =((
আমার আর বউয়ের মধ্যে মিল দিয়া শুরু করছিলাম। এবার অমিলের কথা কই একটা। আমাগো দুইজনের বিয়া একই দিনে হইলেও আমার চাইতে আমার বউয়ের বিয়াডাই আসলে ভাল হইছে। কি চমৎকার, ভাল, শান্তশিষ্ট একটা জামাই পাইছে। আমাগো পুরা ফ্যামিলির মধ্যেই খালি না, আমার তো মনে হয় পুরা পৃথিবীর মধ্যেই আমার বউয়ের বিয়াডাই আসলে ভাল হইছে। 🙂 😀 😛
(কৈফিয়ত: এইটা গতবছর লেখছিলাম। এবারও একটা লেখার কথা ছিল। কিন্তু অসুস্থ্য থাকায় লিখতে পারলাম না। তাই সিসিবির জন্য আমার পছন্দের লেখাটাই দিলাম। আমার বিবাহ বার্ষিকী ছিল আসলে কাল)
অভিনন্দন শওকত ভাই ......
সেরাম লেখা ... :clap: :clap: :clap: :clap:
আপনাদের জন্যে
আহা, দেখলেই খাইতে মঞ্চায়।
১ম হইছি 😀
ইস একটুর জন্য ধরা খাইলাম ~x( ১ম হইতে পারলাম না 🙁
অভিনন্দন মাসুম ভাই।
শুভ বিবাহ বার্ষিকী :party: :party: :party:
থেংকু। কোনো ব্যাপার না, প্রথম না হইলেও সমস্যা নাই।
পুরান লেখা?? x-( x-( x-(
তবে অভিনন্দন দুজনকেই। :hatsoff:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
কৈফিয়ত তো দেওয়াই হইছে লাবলু ভাই।
কৈফিয়ত দিয়া পার পাইবা না! আমাগোরে পুরান লেখা পড়াইবা মাগনা, মাগনা? জলদি কেক-পেপসি পাঠাও। কুইক! নাইলে পাঙ্গা শুরু হইবো কইলাম!! কালকা ছুটির দিনেও মাফ নাই!! 😡 😡 😡
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
:grr: সানা স্যার,উনারে আরো বেশি কইরা পাঙ্গান :grr:
ম্যাস্ফুরে খাইছি x-(
ইয়ে আমিও মাস্ফ্যুর মতই ভাবছিলাম...
দল-মত-কলেজ-সিনিয়রিটি নির্বিশেষে....একটা ডিসিপ্লিন বলে কথা আছে না?...
কাইল আইতাছি পাঙ্গা খাইতে, পৌনে ৬টায়।
:shy: আচ্ছা আমি তো এই ব্লগের জন্মদিন প্রিফেক্ট,আমার এক্সট্রা দায়িত্ব হিসাবে বিবাহ বার্ষিকী নিয়া ব্লগ ল্যাকার অনুমতি দেওঞ্জায়না? :shy: ব্লগ প্রিন্সিপাল কি কন? :shy: :shy:
কে অনুমতি দেয় না< নামটা কও।
😕 না মানে ইয়ে...বিবাহ বার্ষিকী হাজার হইলেও একটা রোমান্টিক আর ব্যক্তিগত দিন...এই দিনে "অধম" আমি পুস্ট দিলে যুদি পাত্র পাত্রী মাইন্ড খায় সেই ভয়েই আরকি... 😕 😕
স্বাধীনতা দেওয়া হইল।
সামহোয়ারে পড়ছিলাম মনে হয় এটা.........
পড়ি অথবা না পড়ি বিবাহ বার্ষিকীর জন্যে অভিনন্দন......... 🙂 🙂
কৈফিয়ত দিছি তো
অভিনন্দন শওকত ভাই
অভিনন্দন শওকত ভাই
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
শওকত ভাই আর ভাবীকে অভিনন্দন। ভাই আপনি বুড়া হই যাইতাছেন :grr: :grr: :grr:
অভিনন্দন মাসুম ভাই । কৈফিয়ত দিছেন তাই আর কিছু না বলি । কেক কুক খাওয়াবেন না ?
অভিনন্দন শওকত ভাই আর ভাবী। আর দুই বছর পর আপনাদের রাস্তায় যাওয়া হবে। দোয়া কইরেন।
আমাগো পুরা ফ্যামিলির মধ্যেই খালি না, আমার তো মনে হয় পুরা পৃথিবীর মধ্যেই আমার বউয়ের বিয়াডাই আসলে ভাল হইছে
আমিও ভাল জামাই পাইছি। :shy: মনে হয় ক্যাডেট মাত্র ই চমৎকার, ভাল, আর শান্তশিষ্ট; 🙂
অফটপিকঃ আদনান ভাইয়া হল না তো," খেক আর খোক " হবে। 😀
মনে হয় ক্যাডেট মাত্র ই চমৎকার, ভাল, আর শান্তশিষ্ট;
ভাবীপ্পু, এই কথাটা আমার "পার্বতী" কে যুদি একটু বুঝাইতেন :(( :((
পরিচয় তো করালেনা, 😡
কিভাবে বুঝাব? :-/
:shy: :shy: :shy: পরিচয় করাইতে তো চাই কিন্তু শরম লাগে তো...ফেসবুকে এড করেন আমারে...অইখানে ছবি আছে :shy: :shy: :shy:
আরে ভাবী গালতিসে মিসটেক হয়া গেছে 😛
অভিনন্দন মাসুম ভাই :party:
সেই সাথে ভাবী আর আমাদের সুইট ভাতিজা এবং ভাতিজিকেও শুভেচ্ছা :hatsoff:
লাকি সেভেনের একটা পার্টি দিয়া দেন বস্ এইবার 😀
সংসারে প্রবল বৈরাগ্য!
কাল তো ছুটির দিন, :just: একটা পার্টি :tuski: :guitar: দেয়া যাই না, এই মানে :just: নাচ-গান সাথে খেখ,খুখ থাক্তো আরকি!!
ভাবি তো ব্লগটা পড়বেন। তাই না???
ভাবি :(( :(( শওকত ভাই তো দাওয়াত দিলেন না :no: :no:
আপনি দ্যান :(( :(( :((
অ.ট. অভিনন্দন :hatsoff: :hatsoff:
যেহেতু আগে পড়ি নাই, তাই এইটা আমার কাছে নতুনই লাগলো।
আপনি আমার আট বচ্ছরের বড় হইয়াও মাত্র দুই বচ্ছর আগে বিয়া করছেন দেইক্ষা বিরাট শরমিন্দা পাইলাম। 🙁
অফটঃ দুই বছর পরে আমারো সাত হইবো, আমিও পরকীয়া ধরুম, আহা কি আনন্দ আকাশে বাতাসে। :awesome: :awesome:
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
আসল কামটাই ভুইল্লা গেছিলাম,
অভিনন্দন ভাইয়া, এখন দুই জন দুই জনরে জড়াই ধইরা উইশ করেন, আমরা কিছু কমু না 😀
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ফয়েজ ভাই,এইগুলা কি?আপনি শওকত ভাইকে পিডিএ(পাবলিক ডিস্পলে অফ এফেকশন) করতে উৎসাহিত করছেন ক্যান? x-( x-(
ফয়েজ ভাই, এমবিএ টা দুই বছর পরে শুরু করলেই পারতেন 😛
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
ফয়েজ ভাই, আপনি পাঁচ বছর বড় হইয়া আমার এক বছর আগে বিয়া করসেন দেইখা আমিও বিয়াপক শরম পাইসি ...... :shy: :shy: :shy:
ভাইয়া,
শুভ বিবাহবার্ষিকী :party: :party: :party:
লেখাটা চরম লাগলো... মন্টা ভালো হয়া গেলো ভাইয়া... 😀 😀
আপনারা জীবনে আরো ভাল বউ আর জামাই পান সেই আশা করি 😛 😛 😛
ভাইয়া-ভাবীকে অভিনন্দন।
৭ম কেন, ৭০তম বিবাহবার্ষিকীর পরেও আপনি চুলকানিমুক্ত থাকবেন এই আমাদের আশা।
বেয়াদ্দবী হইলে আগেই :frontroll: :frontroll: দিয়া লই।
Showkot vai, porokiar 1 yr er ovinondon. 😀
Off topic: Byapar nah Quaiyum vai :grr:
ভাইয়া ও ভাবি,দুইজনকেই অভিনন্দন......
আর সেরাম লেখা হইছে ভাইয়া।
অভিনন্দন শওকত ভাই
ভাবিকে শুভেচ্ছা।
মাসুম ভাইয়ের জন্যে সমবেদনা।
অ.টঃ
আবার অসুস্থ হয়ে গেলেন? পুরনো ভার্টিগো নাকি অন্য কিছু? সুস্থ হয়ে উঠুন জলদি। নতুন লেখা পাওনা রইলো।
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
অভিনন্দন রইলো ভাইয়া। একদিন আমরাও 😛 😛
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
অভিনন্দন শওকত ভাই :clap:
মানুষ তার স্বপ্নের সমান বড়
অভিনন্দন শওকত ভাই :hatsoff: :hatsoff: ।
Life is Mad.
আরে ঝিকিঝিকি পম্পম ভাই না!!!!!!কেমন আছেন!!!!!!!!!
😀 😛 😀 😛
Life is Mad.
:khekz: :khekz: :khekz:
অভিনন্দন শওকত ভাই 🙂
মাসুম ভাই , এইটাতো গত বছর সামুতে দিছিলেন .... ... ভাবী যদি জানে যে প্রতি বছর ভাবীর বিয়ার দিনে আপনি পুরানো জিনিস দিয়া প্রক্সি দেন, তাহলে কিন্তু ... ... ...
Congrats bhaia. Off topic :bepar na quyyum bhai