ফারজানার চিকিৎসার সহায়তার জন্য AMEC-এর পক্ষ থেকে সবাইকে আহবান করা হচ্ছে। যদি ছোট বোনটিকে সাহায্য করতে চান, তবে এখুনি সময়, যত দ্রুত সম্ভব।
নিয়মিত আপডেট-এর জন্য এইখানে দেখুন
ফারজানার চিকিৎসার সহায়তার জন্য AMEC-এর পক্ষ থেকে সবাইকে আহবান করা হচ্ছে। যদি ছোট বোনটিকে সাহায্য করতে চান, তবে এখুনি সময়, যত দ্রুত সম্ভব।
নিয়মিত আপডেট-এর জন্য এইখানে দেখুন
আমি আছি।আমার ক্ষুদ্র সামর্থ দিয়ে যতটুকু পারি সহায়তা করব।
সেলিনা আপা, চিঠিটা ঠিকমত আসছে না, টিপি দিলেও আবছা থেকে যাচ্ছে, একটূ ঠিক করা যায়?
অফটপিকঃ কেমন আছেন আপা?
আপু আমাদের ব্যাচ এর যুক্তি, মৌ্নতা এবং সানজানা আপনার সাথে দেখা করবে বা করে ফেলসে।
বুয়েট থেকে টাকা উঠানোর ব্যাপারে
সামিয়া,
আমি ভালো আছি। তুমি কেমন আছ? ওয়ার্ড ফাইল কে ছবি বানিয়ে আপলোড করেছি, তাই মনে হয় এই অবস্থা। পরে আবার চেষ্টা করবো।
তেসরা জুন আমাদের ইনটেক বার্ডে। ঐ অনুষ্ঠানের গেটমানি (জন প্রতি ১০০) টাকা আমরা ফারজানার জন্য দেবো বলে ঠিক করেছি। সব পরিকল্পনা অনুযায়ী চললেই হয় ...
রায়হান, আগের মত যদি করি, তুহিনের একাউন্টে, হবে?
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ড়ায়হান ভাই এটা দারুণ হবে খহুব ইফেক্টিভ :boss:
:chup: :chup:
হবে ভাইয়া ... আমি পৌছায় দিবো ...
ঠিকাছে, আমি তোমাকে ফোন দিব। জুনে চেষ্টা করব, বাকী আল্লাহ ভরসা।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
AMEC এর একাউন্টে দিয়ে দিলেই তো হবে?
হ্যা AMEC-এর একাউন্টে দিলেও হবে।
ওকে আপু, আমি ওইখানেই দিয়ে দিবো।
২৮ মে আমাদের ৮৩-৮৯ ব্যাচের বার্থ-ডে ছিল....আমাদের সবার কন্ট্রিবিউশন ফারজানাকে দিচ্ছি।
ধন্যবাদ ভাইয়া এবং ১৯৮৩-৮৯ ব্যাচ।