চরম ভাবে ছিলাম আমি
আইফোন নিয়ে,
কত কাজই করা যায়
এ ফোন দিয়ে।
হঠাৎ কি এক কারনে
যাচ্ছে না কোন কল।
মেজাজ খারাপ করে আমি
পাড়ছি সমান গাল।
এরি মাঝে এক সৈনিক
আমার কাছে এসে,
“স্যার নকিয়া বেশী ভাল”
বলল মুচকি হেসে।
কথা শুনে টাশকী খেয়ে
বললাম আমি তাই,
তবে আমি কোন দুঃখে
কিনতে গেলাম ‘আই’?
সৈনিকের উত্তর শুনে
লজ্জ্বা পেলাম আমি
“চাইনিজ না কিনে
কিনতেন একটু দামী”
চাইনিজ কেন হবে?
বললাম আমি কেশে,
“তাইতো মনে হচ্ছে
উহার বেশভুষে”।
হায় চাইনিজ তোর কারণে
ইজ্জত কিছু নাই,
আইফোন দেখে নাকি
চাইনিজ মনে হয়???
:bash: :bash: :bash:
(সত্য ঘটনা অবলম্বনে)
মোবাইলের জমানার প্রথম দিকের একটা ঢাকাইয়া জোক বলি নিয়ে।
তিন ঢাকাইয়া মহিলা নিজ নিজ স্বামীর নতুন কেনা মোবাইল নিয়ে অহংকার করছেন।
প্রথম জনঃ আমার জামাইর ডা " মুটাওয়ালা" (মটরোলা) ওইডা বেশি ভাল।
দ্বিতীয় জনঃ কি যে কন আপা, "সিমেন" (সিমেন্স) যায় বেশি!
তৃতীয় জনঃ আমার স্বামীই ভাল, ওর "নাইক্ক্যা" (নোকিয়া)
আশা করি ভালই লাগবে জোকটা !
Smile n live, help let others do!
হা হা হা =)) =)) =)) =))
ভাইয়া হাসতে হাসতে গড়াগড়ি :)) :))
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
:))
:)) =))
এমন হাসোস কিল্লাই 😡 😡 😡
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
ওহ আচ্ছা। তোর আইফোন আছে। ভালো লাগলো শুনে। 😀 😀
পঁচানোর ট্রাই নিলেন মনে হয় :-/
লাভ নাই :grr: :grr:
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
🙂