টুশকি [১] [২] [৩] [৪] [৫] [৬] [৭] [৮] [৯] [১০] [১১] [১২] [১৩] [১৪] [১৫] [১৬] [১৭] [১৮] [১৯] [২০] [২১] [২২] [২৩] [২৪] [২৫] [২৬] [২৮]
১. হ্যান্ডস ডাউন অবস্থায় থেকে মাথা মাটিতে ঠেকিয়ে দুই হাত কোমরের পিছনে আরামে দাড়া পজিশনে রাখা হলে বেশ দশাসই একটা পানিশমেন্ট হয় – নাম “ইন্ডিয়া” পজিশন। নেভির একটা শিপ চট্টগ্রাম থেকে খুলনা রওয়ানা হলে সেখানের মিডশিপম্যান ক্যাডেটদের এই দশাসই পাঙ্গাটা বেশ ভালোভাবেই খেতে হয়। কিন্তু অন্য জাহাজের সতীর্থদের কাছে তারা তা স্বীকার করবে কেন? তারা বলেছিল, “আমরা চট্টগ্রাম থেকে ইন্ডিয়া হয়ে খুলনা এসেছি”।
২. বিএমএ’র ক্যাফেটেরিয়াতে সবাই দল বেঁধে ঢুকলে ফ্রিজে রক্ষিত বরফ ঠান্ডা ড্রিংকস নিমিষে হাপিস হয়ে যেত। আমরা তখন গ্লাসের মধ্যে ললি আইসক্রিম ভেঙ্গে তাতে কোক ঢেলে ঠান্ডা করে খেতাম। এই মিশ্রণের নামকরণ হয়েছিল কোক + ললি = “কোলি”। আর এর সাথে যখন কাপ আইসক্রিম যুক্ত হোত তখন নাম হতো
কাপ + কোক + ললি = “কাকোলি”।
৩. লম্বা সময় মিশনে কাটানোর পর ফেরত যাবার সময় আমাদের একজন বিমান বন্দরে দাঁড়িয়ে থাকা বিমান দেখে তাব্দা খেয়ে গেল, “…..এই বিমানের পেটে ৪০০ লোক ঢুকবে? সবাই এতে করে বাংলাদেশ যাবে? এতগুলা লোক নিয়ে এইটা আবার উইড়া যাবে? অসম্ভব, আমি যাব না এই বিমানে….”।
৪. আমার এক কলিগ সিও’র বাসায় ফোন করলে ভাবী ফোন রিসিভ করেছেন। ভাবীকে সালাম জানিয়ে বললেন, “ভাবী, ভাই কই….”?
৫. জীপের আরোহীদের মধ্যে সবচেয়ে সম্মানিতজন সামনে ড্রাইভারের পাশের সিটে বসেন। সেই হিসেবে আমাদের মিসেসরা সবসময়ই জীপের দ্বিতীয় আসনধারী হন। এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করে এক ছোটভাই বহুত কনফিউজড লুক দিয়ে বলল, “আমি আপনাদের অনেক কিছুই বুঝি, কিন্তু এই একটা জিনিস বুঝি না। আপনারা কেন আপনাদের বৌদের ড্রাইভারের হাতে তুলে দেন”?
৬. এমআইএসটি’র পড়াশুনার চাপে তাপে অস্থির হয়ে যাবার ব্যাপারটা ইউনিট অফিসারের সাথে শেয়ার করলাম এইভাবে, “আর বোল না, লেখাপড়া করতে করতে সব জুস বের হয়ে যাচ্ছে”। সাথে সাথে সে সমাধান দিয়ে দিল, “স্যার, পলিথিনের মতোন মাথাটা প্যাঁচায়ে সেফটিপিন মেরে রাখেন। দেখবেন আর জুস বের হচ্ছে না….”।
৭. কয়েকমাস আগে যেই নাইজেরিয়ান অফিসার আমাদের একটা কাজে সাহায্য করেছিলেন তার নাম “বাবালোলা”। ইদানিংকালে তাকে যে রিপ্লেস করেছে তার নাম “দুদুছোলা”!!
১ম
প্রথম 😀
মানুষ তার স্বপ্নের সমান বড়
sorry 😀
ভাই খুব ভালো লাগলো পড়ে 😀
আপনার ইমেইল আই ডি টা আমার দরকার
কীভাবে নিতে পারবো??? 😕
খুব দরকার আপনার সাথে একটা পারসোনাল কথা ছিল
কি খতা রে বাই 😕 😕 ????
Life is Mad.
বস নাজমুল পারসোনাল কথা বলতে কি বুঝাইছে একটূ বইলেন তো পড়ে। এমন কিছু না তো 😉 ;;;
পাব্লিক প্লেসে পার্সোণাল কতা কইতে চাওয়ার জন্য আজীবন :frontroll: শুরু
:grr: :grr:
সায়েদ ভাই আপনার সাথে খুবি পারসোনাল যে কথা গুলা বললাম,
এগুলাতো বিশাল বড় অঙ্কের ব্যাপার এগুলা সি সি বি তে না লিখেন :))
আহ্... 😀
কতদিন পর টুশকি আইলো... :dreamy:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
হুমম........অনেকদিন পর।
Life is Mad.
অনেকদিন পর টুশকি দেখে পড়ার আগেই মন ভালো হয়ে গেলো।
দারুন। :khekz:
বিশেষ করে ৫ আর ৭ মারাত্মক। :gulti:
সায়েদ ভাই, আপনি এইগুলি কই পান? :clap:
কই আর পাবো? আশেপাশেই........ 😀 😛 ।
Life is Mad.
:clap: :clap:
৫ আর ৭ বেশি জোস :thumbup: :thumbup:
অফটপিকঃ তোর কি সবসময়ের জন্য টুশকি রেডি থাকে নাকি :-/ । ষ্টক তো দেখি অফুরন্ত। সাবাশ, চালাইয়া যা :tuski:
নারে, টুশকি পয়দা করতে ইদানিং জুস বারায়া যাইতেছে 😕 😕 ।
Life is Mad.
পলিথিন পেচাইয়া পিন মাইরা রাখেন ;;;
হা হা হা হা হা হা 😀 😀 😀 😀
=)) :pira:
৭ নাম্বারটা পড়ে এতো জোড়ে হেসে উঠছি যে আমার ভাই ঘুম থেকে উঠে একটা ঝাড়ি দিসে মাত্র। কিন্তু ব্যাপার না, টুসকির কাছে এই ঝাড়ি পাত্তা পায় না। :just: :pira:
পিঠের উপর কিল দেয় নাই??? দিলে জমতো 😀 😀 ।
Life is Mad.
তার নাম “দুদুছোলা”!!
:mira:
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
😛 😛 😛 😛 :shy: :shy:
Life is Mad.
বাপ্রে বাপ !! সকালে ঘুম থিকা উইঠাই আবার বিছনাতেই পিরা গেলাম =))
কি জটিল কি জটিল :khekz:
৫ আর ৭ টা পুরা :pira:
ব্যাপার না........আজকে বিছানায় পিরাই থাকো.......পিটি নাই, অফিস নাই 😀 😀 ।
Life is Mad.
নাই নাই কিছু নাই... :awesome:
আছে আছে সিসিবি আছে... :awesome:
কত্তদিইইইইইইন পর... :tuski: :tuski: :tuski:
বরাবরের মতোই :pira:
মোহামেডান আফ্রিকার কোন এক দেশ থেকে দুইজন ফুটবলার নিয়ে এসেছিল যাদের নাম ছিল লাডি বাবালোলা ও ব্লাডি বাবালোলা
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
:)) :)) :)) :))
Life is Mad.
:)) কেনিয়ার একটা ক্রিকেট প্লেয়ার এর নাম মনে পরল...
দীপক **** 😛 😛
আমারও মনে পড়ছে 😉 😉 ।
Life is Mad.
সায়েদ ভাই,
আপনের এই ঝিকিঝিকি পমপমের গল্প বইলা আমার যাস্ট ফ্রেন্ডদের কত যে বিনোদন দিতাছি..."ওউ ম্যাশ দ্যাট ইজ সোউউউ ফানি...আই ওয়ানা গো টু লাইবেরিয়া...দা কান্ট্রি অফ ঝিকিঝিকি পমপম...(বইলা হাসতে হাসতে বিপজ্জনক ভঙ্গিতে এই অধমের গায়ে গড়ায় পড়ে পড়ে ভাব...)
সায়েদ ভাই,টুশকি,ঝিকিঝিকি পমপম আর আমার জাস্ট ফ্রেন্ডস জিন্দাবাদ :boss: :boss: :boss:
ওই মিয়া, ঝিকিঝিকি পমপম তো লাইবেরিয়ার না.........আইভোরি কোস্টের 😀 ।
তবে যেই দেশেরই হোক না কেন, আমিও বলি -
Life is Mad.
saed,
this is ur frnd raihan @gc rouf of mostafa coy fm navy,kmn asis
দুস্ত :hug: :hug: ..............কিমুন আছ????
আমি ভালোই দিন কাটাচ্ছি এইখানে।
Life is Mad.
আহ!! কত্তদিন পর টুশকি ভাই টুশকি দিসে...
:khekz: :khekz:
:khekz: :khekz: মিয়া........তুমি এই ক্যাটাগরীর ফানগুলারে খুব ভালো পাও 😀 😀 ।
থ্যাংকস এনিওয়ে 😛 😛 ।
Life is Mad.
সবগুলাই পাই। বাট কোট করার সময় কেন জানি এইগুলাই করে ফেলি 🙁
আমিও 😀
আমিও 😀 😀
😀 😀 😀 😀
Life is Mad.
😀 😀 😀 😀 😀
লং লিভ সায়েদ ভাই, লং লিভ টুশকি। যাই এইবার একটু হাইসা লই =)) =)) =))
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
:shy: :shy:
Life is Mad.
ক্যাডেটে থাকা অবস্থায় ইন্ডিয়া পজিশন খাইছিলাম, এডুর কাছে। হেয় আমার বেত নিয়া দাঁড়ায় ছিল পিছনে। হাত নামাইলেই পাছায় বাড়ি দিত।
ভাইরে এরচেয়ে এক্সর্টা-ড্রিল ভাল।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
আবার* 😛
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ইন্ডিয়া পজিশন + ব্যাতের বাড়ি ........... দারুণ জুটি :khekz: :khekz: ।
Life is Mad.
অনেক দিন পরে দিলেন ভাইয়া, ব্যস্ত ছিলেন? আমি ভাবতেসিলাম টুশকি দাবী করে মিছিল করব, সেইমুহুর্তেই দিয়ে দিলেন 🙂
বাইচ্চা গেছি.......কোন মিছিল মিটিং এর চক্করে পড়তে হয় নাই 😀 😀 । তাতে আবার বোমাবাজির সম্ভাবনা বাইড়া যায় কিনা..... 😛 ।
ব্যস্ততা??? হুম, তা খানিকটা ছিল বটে।
Life is Mad.
এই প্রশ্ন আমারো।
😕 😕 😕 😕
Life is Mad.
চুরাশিটা নতুন পোস্টের ভিতর থেইকা টুশকি টা খুইজা বাইর করতে পুরা দেড় দিন লাগছে 😡
সায়েদ ব্যাটা দেশে আইসা যাতে বিশাল গ্যাপ দেয়া যায় সেইটা প্র্যাকটিস করতাছে বুঝা যাইতাছে । এতদিন পর পোস্টের দেখা মিললো x-(
তবে যেহেতু যথারীতি সেইরকম হইছে দেইখা মাফ কিরা দিলিম ;))
এর পরেও কি জুস বাইর হচ্ছিলো, তাইলে যে কোন জায়গা সেফটিপিন মাইরা রাখা লাগতো আল্লাহ মালুম :grr: :grr:
দোস্ত সেরকম সেরকম :pira:
সংসারে প্রবল বৈরাগ্য!
😀 😀 😛 😛
Life is Mad.
দুদুছোলা
টুশকি তোমাকে বড়ই মিস করি......তুমি আবার কবে আমাদের হাসাইতে আসবা ?
ও সায়েদ ভাই...এখন সিসিবি'র আপনার একটা টুশকির বর প্রয়জন...এট্টু আসেন না ভাই...প্লীজ...
সায়েদ, তাড়াতাড়ি আয়, টুশকিরেতো বিয়া করাইতে হবে :))
সংসারে প্রবল বৈরাগ্য!
:(( :((
আমি বর হব
:(( :((
কনের......টুশকির না 😛 😛 😛
হুম 😉 😉 ।
Life is Mad.
হেব্বি হইসে
:)) :))
😛 😛
Life is Mad.