টুশকি ২২

টুশকি [১] [২] [৩] [৪] [৫] [৬] [৭] [৮] [৯] [১০] [১১] [১২] [১৩] [১৪] [১৫] [১৬] [১৭] [১৮] [১৯] [২০] [২১] [২৩]

১. বাংলা পরীক্ষার খাতা দেখানো হচ্ছে। সাথে থাকছে সাবজেক্ট টিচারের টুকটাক মন্তব্য।
জাকেরের ৪০ পাওয়া খাতা দিতে দিতে বললেন, “গুলিটা তোর কানের পাশ দিয়ে গিয়েছে রে”।
রাকিবুজ্জামানের ৩৯.৫ পাওয়া খাতা দিতে মন্তব্য জুড়লেন, “তোর আর পার পাওয়া হলো না, গুলিটা সোজা বুকে…”।

২. এমআইএসটি’র মেসে বাংলা ইংরেজী মিলিয়ে প্রায় ৮/১০ টা দৈনিক পত্রিকা সরবরাহ করা হতো। সেগুলোর ব্যাপারে চিশতীর (ককক, ১৯৯৪-২০০০) গবেষণালব্ধ সিদ্ধান্ত:

ক. জনকন্ঠ: এই পত্রিকাটা ভারত থেকে প্রকাশিত হয়ে প্রতিদিন বাংলাদেশে আমদানী হয়।
খ. ইনকিলাব: যদি আপনি ঘর থেকে টানা সাতদিন বের না হয়ে এবং অন্য কোন সোর্স থেকে কোনপ্রকার তথ্য না পেয়ে এই পত্রিকাটাই পড়েন তবে নিশ্চিতভাবে অস্টম দিন সাতফুটি একটা লাঠি হাতে বের হবেন দেশের একটা হেস্ত নেস্ত করার আন্তরিক সদিচ্ছা নিয়ে।
গ. যখন টিভিরুমে কেউ থাকে না তখন এই পত্রিকাগুলো পরস্পরের সাথে হেব্বি মারামারি করে।

৩. বোকাসোকা এ্যাপিয়ারেন্সের বন্ধু তার অনিন্দ্য সুন্দর গার্লফ্রেন্ডের ছবি দেখিয়ে জিজ্ঞেস করছে, “দেখতো আমার চয়েস কেমন”? পাশ থেকে আরেক বন্ধু বলে বসল, “তোর তো চয়েস ভালোই মাগার মাইয়াডার চয়েস যেন কিমুন কিমুন” 😉 ।

৪. কলেজে রিইউনিয়ন উপলক্ষ্যে সিনিয়র ভাইয়ারা যারা ভাবীবাচ্চাসমেত গিয়েছেন রাত দেড়টা বাজতেই তারা যার যার জন্য বরাদ্ধ রুমের খিল তুলে দিলেন। কিন্তু ভাবীবাচ্চা ছাড়া যারা গিয়েছেন তাদের জন্য তো তখন “নাইট ইজ স্টিল ইয়াং”। এদেরই একজন আগের পার্টির রুমের দরজাগুলোতে ধুপধাপ কিল বসাতে শুরু করলেন। ব্যর্থ হবার এক পর্যায়ে দরজার পাল্লার ফাঁকে মুখ লাগিয়ে সুর করে বলে উঠলেন, “….কি? পাইলিং কর”?

৫. ইউএন এর আন্তর্জাতিক পরিবেশে আসামাত্র আমাদের সবাইকে একটা পরিচিতিমূলক অথচ বেশ পরিশ্রমী শিডিউলের কোর্সের মধ্য দিয়ে যেতে হয়। নির্দিষ্ট দেশের ইতিহাস, কৃষ্টি কালচার, ভৌগোলিক গঠন, বর্তমান পরিস্থিতি, ইউএন এর কার্যক্রম থেকে শুরু করে আচার ব্যবহার, নিয়ম কানুন সবকিছু এখানের পাঠ্যক্রমভুক্ত। এরই অনুষঙ্গ হিসেবে নিরাপদ বিনোদনের অপরিহার্য উপাদান রাবার গোলকের সুষ্ঠু ব্যবহার দেখানো হয় ডামির সাহায্যে। কিন্তু অসহ্যরকম ক্লান্তিকর দিনের কথা মনে করলে রাবার গোলক আর উৎসাহিত করতে পারে না আমার এক কলিগকে (যে কিনা আবার এক ছেলের বাপ)। আমি সেই গন্ধম ফলের কথা বলে একটু উৎসাহ দিতে চেষ্টা করতেই বলে উঠলেন, “…কোন ুদু জানে না ক্যামনে রাবার লাগাইতে হয়”?

৬. বাংলাদেশের ছেলেদের লুঙ্গি আর মেয়েদের শাড়ীর ব্যবহার জনসংখ্যা বৃদ্ধির একটা অন্যতম কারণ – এই মোক্ষম জ্ঞান আহরণ করেছিলাম আহসান হাবীবের একটা বই থেকে।

৭. আজ শুনি সিরাজ কাকে যেন ভয় দেখাচ্ছে, “তোরে লুঙ্গি পইড়া লাথ্থি মারুম” 😀 ।

*********
কৃতজ্ঞতা: হায়দার (বকক, ১৯৯২-১৯৯৮)

৪৬ টি মন্তব্য : “টুশকি ২২”

  1. ৮. ঢাকা ভার্সিটির কম্পু সায়েন্সের এক ছেলে খেপে গিয়ে একবার বন্ধুকে বলেছিল, "ওই চুপ কর কইলাম।"

    বন্ধুও পিছায় না।

    - করলাম না চুপ। কি করবি?

    ওই ছেলের হুমকি।

    - গু কুলি কইরা তোর মুখে মারুম। সত্য কইলাম।

    জবাব দিন
  2. আহসান আকাশ (৯৬-০২)

    বস বরাবরের মতোই আসাধারন, আগের দু'টো থেকে ঝালও বেশি হইছে। :tuski: :tuski: :tuski:


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  3. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

    টুশকি এগিয়ে চলেছে আপন গতিতে :hatsoff: :hatsoff: :awesome: :awesome: :awesome:

    দোস্ত, রাকিবুজ্জামানতো বুকে গুলি নিয়ে দিব্বি আছেরে :)) :)) কাছাকাছিই থাকি, কিন্তু অনেকদিন দেখা সাক্ষাৎ হয়না।

    টুশকির রজত জয়ন্তীর কিন্তু আর বেশি বাকি নাই :thumbup: :thumbup:


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন
  4. রেজওয়ান (৯৯-০৫)
    আজ শুনি সিরাজ কাকে যেন ভয় দেখাচ্ছে, “তোরে লুঙ্গি পইড়া লাথ্থি মারুম” 😀 ।

    আমারেও কইতেসিল, যে উনার লুঙ্গি নাকি ভ্যান করার সম্ভাবনা দেখা দিসে......তাই উনি নাকি কারে লুঙ্গি পরাইয়া লাথি মারবেন ( তাইলে নাকি মোক্ষম জায়গায় লাগবে 😉 )
    বরাবরের মতই :tuski: :tuski: :tuski: :tuski: :tuski: :tuski:

    জবাব দিন
  5. রহমান (৯২-৯৮)

    দোস্ত,
    অসাধারন :boss: । টুশকির সিরিজ এর সাথে সাথে এর মান যেভাবে ধরে রেখেছিস, সত্যিই প্রশংসার দাবীদার :thumbup:

    আমার ক্যাম্প (ফিবি ক্যাম্প) রাস্তার পাশে হওয়াতে রাস্তা থেকে ক্যাম্পের ভেতরের প্রায় পুরোটাই দেখা যায়। আমাদের সৈনিকরা লুঙ্গী পড়ে গোসলে গেলে তা রাস্তা থেকে খারাপ দেখায়। আমি এসে নিয়ম চালু করলাম প্যান্ট পড়ে হাতে লুঙ্গী নিয়ে ওরা ওদের বাথরুমে যাবে। ২/১ দিন আদেশ মানা হলেও এরপর দেখি "যেমন ছিলে" হয়ে গেল। এরপর বললাম, লুঙ্গী পরিহিত কাউকে বাহিরে পাওয়া গেলে বারান্দায় লং আপ করে রাখা হবে। এরপর দেখলাম এই আদেশটা বেশ কার্যকরী হলো। ঐ অবস্থায় লং আপের ভয়ে এরপর আর কাউকে লুঙ্গী পড়ে বাহিরে হাটাহাটি করতে দেখা যায়নি 😀

    জবাব দিন
  6. মুসতাকীম (২০০২-২০০৮)

    সিরাম্রে ভাই পুরা সিরাম =)) =)) =)) =))
    ঝালও আগেরটার চেয়ে বেশী 😉 😉 😉


    "আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"

    জবাব দিন
  7. আহসান আকাশ (৯৬-০২)

    ১নং নিয়া একটু ডাউট ছিল,

    ৪০ পাইলে যদি কানের পাশ দিয়া গুলি চলে যায় তাহলে ৩৯.৫ পাইলে গুলি কানে না লেগে বুকে লাগলো কিভাবে? 😕


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  8. রায়হান আবীর (৯৯-০৫)

    বুঝালাম শেষে এসে একটু ঝালের ব্যাবস্থা করেছেন- বাল-বাচ্চাদের আব্দারের কথা মাথায় রেখে। 😀

    চয়েস প্রসংসে আমার একটা কথা মনে পড়ে গেলো।

    গতকাল ভার্সিটির সেকেন্ড ইয়ারের একপোলা খুব পার্ট নিয়ে ব্যাগ থেকে তার বান্ধবীর ছবি বের করলো। সবাই গোল হয়ে দেখছে। আমি একবার দেখেই কোন মন্তব্য না করে মুখ ফিরিয়ে নিয়েছি। হঠাত পোলার এক ফ্রেন্ড বলে- তোর চয়েস এতো খারাপ, তা তো জানতাম না। 😐

    জবাব দিন
  9. জুনায়েদ কবীর (৯৫-০১)

    টুশকির কনসিটেন্ট পারফরমেন্স দেখে ইচ্ছা করতেছে বাংলাদেশ ক্রিকেট টিমের সবকটার নাম বদলায়া টুশকি রাখি... :-B O:-)


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  10. রাকেশ (৯৪-০০)

    ৪ নাম্বারটা পরে আরেকটা কাহিনী মনে পরলো।

    আমি তখন ফ্রেন্ডদের সাথে বাসা নিয়ে থাকি, অনেকেই আসে ডেটিং এর জন্য রুম খুজতে। আমার এক ব্যাচমেট তার গার্লফ্রেন্ড নিয়ে একদিন বাসায় এসে মাত্র দরজা বন্ধ করছে, আমার কাছে খবর পেয়ে অন্য পোলাপাইন রা চলে আসলো আর শুরু হল অই দরজায় ধাক্কাধাক্কি। কিন্ত কি আর, দরজা তো আর খুলে না ভিতর থেকে।

    শেষে না পেরে বাইরে থেকে একটা কমেন্ট, "দোস্ত, সব খুল্লা কিন্তু দরজাটাই খুল্লা না"

    এরপরে আর বেশী দেরি হয় নাই।

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।