টুশকি [১] [২] [৩] [৪] [৫] [৬] [৭] [৮] [৯] [১০] [১১] [১২] [১৩] [১৪] [১৫] [১৬] [১৭] [১৮] [১৯] [২০] [২১] [২২] [২৩] [২৪] [২৫] [২৬] [২৭] [২৮] [২৯] [৩১]
১. এলাকার এক ছোট ভাই কয়দিন পরপর খালি ছ্যাকা খায়। প্রেম সে করে খুব সিরিয়াসলি। কিন্তু কেন যে টেকে না তা তার নিজের কাছেও রহস্য। আমার বৌয়ের কাছে সে তার সিরিয়াসনেসের বিবরণ দিচ্ছিল, “দেখেন আপুনি, আমি সবার সাথেই খুব সিরিয়াস। আমি সাথীর হাত পর্যন্ত ধরছিলাম। মৌ’এর সাথে এতই সিরিয়াস ছিলাম যে ওর সাথে রুম ডেটিং পর্যন্ত করছি। রিতুকে তো আমি ‘বৌ’ বলে ডাকতাম – খালি ওই আমার সিরিয়াসনেস বুঝলো না। আর আপুনি চিন্তা করেন একবার, আমি রিয়ার সাথে বাচ্চাকাচ্চার নাম পর্যন্ত ঠিক করে ফেলছিলাম……”।
২. কোন রকম কারণ ছাড়াই খালি রাস্তায় বাইক চালাতে গিয়ে বন্ধু ধাম করে পড়ে গেল। মোটামুটিভাবে ধাতস্থ হলে পড়ে যাবার কারণ জানতে চাইলে সবকটা দাঁত বের করে দিয়ে বলল, “বাইকে কোন ফুয়েল গেজ নাই বলে সবসময় পেট্রোল চেক করি বাইক ধরে জোরে ঝাঁকি দিয়ে। আজ চালাতে চালাতে পেট্রোলটা চেক করতে গেছিলাম….” 😀 ।
৩. একটা পার্টি হয়ে যাবার পর সমস্ত বাজারের হিসাব চেক করছিলাম। সেখানে দেখি একটা আইটেম “পেপসি ক্যান” এর সামনে লেখা ৭৫০x২০০। আমি মোটামুটি ঘাবড়ে গেলাম। ৭৫০ যদি মোট ইউনিট হয়, তাহলে ২০০ হলো ইউনিট প্রাইস। আর ৭৫০ ইউনিট প্রাইস হলে মোট ইউনিট হয় ২০০ টি। কি এমন জিনিস যে ৭৫০ বা ২০০ পিস দরকার হয়েছে! আর তার চেয়ে বড় কথা পার্টিতে কোন পেপসি ছিল না!! অনেক কসরত করার পর জানা গেল এটা “ক্যাপসিকাম” – ৭৫০ গ্রাম।
৪. কলেজে যাবার সময় পদ্মা পাড় হচ্ছিলাম আরিচা-দৌলতদিয়ার লঞ্চে। লঞ্চ ভিড়বার সময় দেখা গেল ঘাটে ফাঁকা জায়গা নেই কিন্তু ‘শাহীন’ ‘পারভিন’ নামে দু্ইটা লঞ্চ গায়ে গা লাগিয়ে দাঁড়িয়ে আছে। তা দেখে লগি হাতে দাঁড়ানো সহকারীর দিকে আমাদের লঞ্চের ড্রাইভারের চিৎকার, “শাহীন পারভিন দুইটারে দুইদিকে ধাক্কা দিয়া সরা, আমি ভিতরে আমারডা হান্দাই”।
৫. সাংস্কৃতিক অনুষ্ঠানে নারী চরিত্রে অভিনয় করতে হবে আমাদের একজনকে। সেটার জন্য ড্রেস তৈরীতে সে মোটামুটি নাজেহাল। উদ্বিগ্ন অবস্থায় তাকে দৌড়াদৌড়ি করতে দেখে কারণ জিজ্ঞেস করতে সে জানালো, “স্যার, ‘বেরা’ বানাবো তো তাই ম্যাটেরিয়াল যোগাইতেছি”।
৬. কলেজের চারু ও কারু কলায় জলরং এর পাশাপাশি ব্লক হরফে বাংলা লেখা শেখানো হতো। কুমিল্লার ড্রইং শিক্ষক তেমনি বাংলা লেখা শিখিয়ে ক্লাসের সবাইকে নিজের মনের মতো প্রাকটিস করতে দিয়েছেন। তিনি একজনকে খেয়াল করলেন যে পেন্সিল মুখে দিয়ে চিন্তিতভাবে বসে আছে। কাছে যেয়ে কারণ জিজ্ঞেস করতেই উল্টা প্রশ্ন পেলেন, “স্যার, ‘ঙ’ লেখে কেমনে”? মনে ঘনীভূত সন্দেহ নিয়ে স্যার জিজ্ঞেস করলেন, “কেন, ‘ঙ’ দিয়ে কি করবি”? সাথে সাথে ক্যাডেটের প্রস্তুত জবাব, “স্যার ‘ব্যাঙ’ লিখব” 😀 ।
৭. বৌয়ের বান্ধবী বাসায় আসলে আমার উপর দায়িত্ব পড়ল চা বানানোর। চা খেতে খেতে বান্ধবী বলল, “সায়েদ ভাইয়ের ‘চা’টা খুব ভালো হইছে”। আমার বৌ চোখ কপালে তুলে বলল, “আমার জামাই আবার তোকে ‘চাটা’ দিল কখন” 😕 ?
****
কৃতজ্ঞতা: আহসান (ককক, ১৯৯২-১৯৯৮)
১ম
আহ কতোদিন পর 😀
আমি কি ১ম?
রেশাদ ভাই, ফটো ফিনিশে ২য়
=)) =)) =))
:pira: :goragori:
ব্যাপক...
জটিল...
ঝাক্কাস...
পাথরায়...
হাহাপগে...
:))
=))
:goragori:
:khekz:
:pira:
😀 🙂 😀
Life is Mad.
সায়েদ ভাই পাথরায়। =))
Amio chata dipo 🙁
(#mashfu vai)
ওই ব্যাটা আগে পুরাপুরি সুস্থ্য হ...
ও সুস্থ্য/অসুস্থ্য যেটাই থাকুক...ওর পোংটামি কমবো না।
হুম.....পুরোপুরি সুস্থ হওয়াটা আগে।
Life is Mad.
সুস্থ হইছি 😀
মিজা পিলাম :pira: :pira: খিব মিজা পিলাম
জটিল দোস্ত ....।।...
পুরা হাহাপিগে ......
:)) :))
Life is Mad.
বুঝি নাই!! বুঝায় দ্যান :(( :((
৭ নম্বরটা সিরাম :thumbup: :thumbup:
সায়েদ ভাই আপ্নে একটা.......... :boss: :boss: :boss:
বেরা = Bra 😛 😀
Life is Mad.
বড়ই অশ্লীল 😐 😡
লাইভ অনুষ্ঠানে আছি!! অহন পড়লে কি পরিণতি হয় জানি না! অনুষ্ঠান শ্যাষ কইরা পড়তে বমুনে!!
আর শ্যাষ পর্যন্ত টুশকি দেওয়ার জন্য সায়েদ :hatsoff: । কিপ রকিং....... :gulli2: :gulli2: :gulli2:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
থ্যাংকস বস :salute: :salute: ।
Life is Mad.
লাবলু ভাই এবার কি আপনার পালা। 😛
৫ আর ৭ জটিল :)) 😀 =)) :goragori:
সায়েদ ভাই, হাসাইতে হাসাইতে মিরা ফালাইলেন তো...... =)) =)) =))
:pira: :pira:
কোপানি পোস্ট সায়েদ ভাই...... :gulli2: :gulli2:
রিয়ার সাথে বাচ্চাকাচ্চার নাম ঠিক করতে মঞ্চায়! :guitar: :guitar:
অফটপিকঃ আপনাকে ভাবীসহ উত্তরার রাজলক্ষীতে বেশ কয়েকবার দেখা গেছে... 😀
রাজলক্ষীতে?? তাআআই নাকি 😕 ????
হইতেও পারে....।
তা দেখা দ্যাও নাই ক্যান? নগদে আইসক্রিম মিলত।
Life is Mad.
৭ নং এ টেবিল থেকে পইড়া গেলাম । =)) =))
থ্যাংকস ডিয়ার 🙂 ।
টুশকি লেখতে গেলে তোমার পছন্দের একটা স্পেশাল গল্প 😉 সবসময় দিতে চেষ্টা করি... 😛 ।
Life is Mad.
:khekz: :khekz: :goragori:
:khekz: :khekz: :khekz: :goragori: :goragori: :goragori: হাহাপিগে.......... জটিল সায়েদ জটিল!! ২ আর ৭ নম্বরটা জোস..........
সায়েদ তুমি না হয় পাথরাও, তোমার বউ দেখি কম না.......... :hatsoff:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
:tuski: :guitar: :hatsoff: :hatsoff:
Life is Mad.
সায়েদ ভাই, মিজি পিলিম.. =)) ...বিপিক হিসি........পিরি গিলিম............ :pira:
:just: কিঠিন হিসি................ :gulli2: :gulli2: :gulli2:
মাস্ফু ভাই, জিন্দিবিদ
১ নং জিন্দিবিদ :awesome:
ম্যাটেরিয়াল কি ছিলি ? :dreamy: ঝাতি ঝিনতি ছায়....
৭ নং নিয়া কিছু কমু না। জুনিয়ার কিনা 😕
তয় সব কথার শেষ কথা................টুশকি :tuski: পাথরায়..... :awesome:
এইখানে মাস্ফ্যু আইলো কৈথিকা? x-(
আমার জামাই আবার তোকে ‘চাটা’ দিল কখন??
সায়েদ ভাই, ছি আপনাকে খুব ভাল চরিত্রের মানুষ বৈলা ঝানতাম-ছি ছি ছি আপনের ভ্যাঞ্চাই চাই x-( x-( x-(
আমারে ভালো চরিত্রের মানুষ বইলা জানতা 😕 ??? ওয়াও......
চিন্তা নাই, এখনও সেইরকমই আছি 🙂 ।
Life is Mad.
:khekz: :khekz: :khekz: :pira:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
অনেকদিন পর...... পুরা সেইরকম.....
চাটা-চাটিটা ভাল লাগছে।
:shy: :shy:
Life is Mad.
সায়েদ ভাইয়া অনেকদিন পর ...
কালকে মাসুম ভাইয়া'র টা পড়ে চেয়ার থেকে পড়ে গিয়েছিলাম,
আর আজকে চেয়ার সুদ্ধু পড়ে গেছি। 😀
:goragori: :just: :khekz:
ভাবী, হাত পা সামলে কিন্তু 😛 ......
Life is Mad.
😀 😀 =))
দারুণ দারুণ :khekz:
ভাই আপনার সাথে তো আমার দেখা হইসিলো নগদে আইস্ক্রীম তো পাইনাই?? 😕
তখন তো মিয়া তুমি চান্দাবাজি করতেছিলা। ১০০০/- টাকা নিছ প্রোগ্রাম বাবদ - খেয়াল আছে 😉 😉 ?
........এনি ওয়ে, নেক্সট টাইম 🙂 ।
Life is Mad.
সায়েদ ভাই অন ফায়ার।
৭ নাম্বারটা মারাত্মক ঝাল হইছে, দেখি একটু মিষ্টি মুখ করান তো ! 😉
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
তুমি আগে আমাকে ফালুদা খাওয়াতে নিয়ে যাও। 😉
এক বাটি ফালুদা মেইল করছি, খাইয়া কেমন লাগলো জানাইস 😉
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
থ্যাঙ্কু থ্যাঙ্কু ... 🙂
কই থিকা? স্টারের?
এখনো আইসা পৌছায় নাই। জানামুনে। 😛
😀 😀 😀 😛 😛
Life is Mad.
৭ নাম্বারটা পড়ে হাহাপগে =))
=)) =)) =)) =)) =)) =))
পুরা কোপা :khekz: :khekz: :khekz:
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
৭ নম্বরটা সেইরকম হইছে :just: :pira:
বস তাড়াতাড়ি পরের পর্ব ছাড়েন
বাহ, অনেকদিন পর দেখলাম সায়েদ ভাইকে। একেবারে সেই রকম কামব্যাক! 🙂
www.tareqnurulhasan.com
থ্যাংকু........।
Life is Mad.
সায়েদ আছো কেমন? একদম সিরকম হইছে তোমার টুশকি।
ভালো সামি ভাই। থ্যাংকস।
Life is Mad.
বহুদ্দিন পর আইলি, তুইতো ব্যাপক ব্যস্ত দেখি ইদানিং 🙁
টুশকি যথারীতি সেইরকম হইছে ধারা বজায় রাইখা 😀
অনেকদিন পর টুশকিতে ফার্স্ট হওয়া মিস্কর্লাম 🙁
সংসারে প্রবল বৈরাগ্য!
আর বলিস না রে..........সংসারের আটা, ময়দা সুজি সব বুঝতেছি 🙁 🙁 ।
Life is Mad.
সায়েদ ভাই, পুরান টুশকি গুলায় কমেন্ট অফ করা মনে হয়। কমেন্ট দিতে পারি নাই প্রথম দিকের গুলাতে।
এইখানে আইসা হাইসা গেলাম।
আর দশদিন পরে টুশকির এক বছর পূর্তি, এই উপলক্ষে একটা ছাইড়া ফালান্তো
কও কি 🙂 ???
Life is Mad.
=)) :khekz: :goragori: :pira:
:))
:gulli2: :gulli2: :gulli2: :gulli2:
“আমার জামাই আবার তোকে ‘চাটা’ দিল কখন” :boss: :boss: :boss: