****************
আমাদের এডু মেজর মাকছুদ স্যার খুব রশিক লোক ছিলেন। গেইমস টাইমে একজনকে রুপার চেইন পরা দেখে খুব ক্ষেপে বললেন, কি এটা? তোমাকে এই ফালতু যিনিস যেন আর পরতে না দেখি। পরক্ষনেই দেখতে পেলেন ওটা একটা তাবীজ। যোগ করলেন, পরতে পার যদি ওটা বিছানায় পি করার জন্য হয়।
******************
মাকছুদ নামে আমাদের এক সহপাঠি ছিলো। সে স,ছ,ষ,শ সবগুলোকে নির্বিচারে চ বলতো। যেমন, শ্রীলংকা কে চিরিলংকা, স্নেহ কে চেনেহ ইত্যাদি। বেচারা নিজের নামকে কি বলত বুঝতেই পারছেন। তার সুদানে থাকা সুদানী মামার গল্প যদি তার ভাষায় বলতে যাই তাহলে নির্ঘাত লাথি খেতে হবে, অথবা এডিটেড হয়ে যাবে।
********************
আমিনুলকে রাজ্জাক বললে সে ভীষন ক্ষেপে যেতো। রাজিক তাকে রাজ্জাক বলে খেপাচ্ছিলো, ভীষন খেপে আমিনুল রাজিককে বলল , রাজ্জাক তোর বাপ। রাজিক ক্ষেপে না যেয়ে হাসতে হাসতে বলল দোস্তো আমার বাপের নাম সত্যি রাজ্জাক।
*******************
আবার মাকছুদের সেই বিটকেল প্রশ্নের কথায় ফিরে যাই। প্রথম ব্যাক্তিকে ডেকে মাকছুদ হেভী কনফিডেন্সের সাথে, এই তোর বাপ মা কি……কু…কু…কু…;কি যে হলো তার মুখ দিয়ে কু…কু…ছাড়া আর কিছুই বের হচ্ছেনা। এরপর মাকছুদের স,শ,ষ,ছ এবং চ সব ক হয়ে গেলো; মাকছুদ হয়ে গেল মাক্কুদ আর আমরা পেলাম সেই বিখ্যাত গান…………
“ও আকা, তোমার ভালোবাকা……” (টুশকী দ্রষ্টব্য)
৫৪ টি মন্তব্য : “পেশকী-৩”
মন্তব্য করুন
=)) =)) =)) =)) =))
২য় B-)
২য় নাকি 😀
=)) =))
৩য়??
চ্যারিটি বিগিনস এট হোম
যাহ ... এট্টুর জন্য ফসকাইয়া গেল... যাউগ-গা আবার টেরাই দিমু ...
চ্যারিটি বিগিনস এট হোম
দিহান ভাবি এইবার এখনও নাই?????
চ্যারিটি বিগিনস এট হোম
ভাইয়া আজকে ছুটিতে ছিলাম, তাই আসতে দেরী হলো ;))
:khekz: :khekz: :khekz: :khekz:
এ্যাই, চার নম্বরটা অসম্পূর্ণ মনে হচ্ছে কেন রে?
Life is Mad.
কি? 😕 😕 😕
একটু কারেকশন 😛 😛 😀 😀 , এইটা হবে -
“ও আকা, তোমার ভালোবাকা……” (টুশকী-২০ দ্রষ্টব্য)
Life is Mad.
থ্যাংকু 😛
আন্তঃহাউস নাটক প্রতিযোগিতা নিয়ে লেখা ব্লগের এই লাইনটায় তোকে মিন করেছিলাম। লিখে ফেল না........অসাধারন সেই সময়ের কথা 😡 😡 O:-) O:-)
Life is Mad.
লিংক টা দিস আগে পরে দেখি।
😀 😀 😛
Life is Mad.
নিজে লেখা না দিয়া কারওয়ার ভাইএর পোষ্টে আইসা ভুংভাং করার জন্য কায়েদ ভাই এর ব্যান চাই... x-(
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
দাদা কায়েদ ভাইটা ক্যাডা??? 😕
কায়েদ ভাইরে চিনলি না???
টুশকির বাপ!!! ;;;
অবশ্য চিনবি কেম্নে?
সে কি আর সিসিবিতে টুশকিরে নিয়া আসে??? :-B
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
ভাই, সুদানী গপ্প শুনতে মঞ্চায় :(( :(( :((
মেজর ম্যাক্স কে আমরাও পাইছিলাম :boss: :boss: :boss:
লেখা পইরা পিরা গিয়া মিরা......সাফা কিরকিরা :khekz: :goragori: :pira:
:khekz: =)) =)) =))
কারওয়ার ভাই,কেখা করম কইছে :clap: (আমারেও মাকসুদ ভাইয়ের রোগে পাইছে)
কামাই কাস্ফ্যু কাই......কাস্ট ক্রেন্ডগো কিয়া কাকেন কা...... :grr:
কেজওয়ান,লাস্টের কাইন গুলা কি কইলি?
তোরা দুইটাই ঠিকমতন না পইড়া ফাল দিতেছস... x-(
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
তুই এক কাজ কর, দুইটারে পাঙ্গার উপ্রে রাখ, অনেকদিন এদের কেউ পাঙ্গায় না :grr: :grr:
ঠিকই কইছস... :thumbup:
বিলাডি মাস্ফু এন্ড রেজওয়ান, কাম হিয়ার... :grr:
দুইজন দুই দিকে স্টার্ট ফ্রন্ট্রোল... x-(
মাস্ফূ কেয়ামত পর্যন্ত দিতে থাক... 😡
আর রেজওয়ান কেয়ামতের পরেরদিন আফটার লাঞ্চ পর্যন্ত... :chup:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
কেখানে কি কইতেছে
😀 😀
x-( অই মাহমুইদ্যা লুক দ্যাট সাইড,জানোছ না সিনিয়র পাঙ্গা খাইলে অন্যদিকে তাকায়া থাকতে হয়? x-(
আমি কি করমু ????? আপনে আর আমি তো একলগে 😕
এদ্দিন বাদে কেউ পাঙ্গাইল :))
আহ কি সুখ :goragori:
:frontroll: :frontroll:
এইবার ঠিক আছে বস ???? 😛
কি বুঝাইতে চাইছ কিছুই বুঝি নাই 😉
ভাই, সুদানী গপ্প শুনতে মঞ্চায় :boss: :boss:
মেজর ম্যাক্স কে আমরাও পাইছিলাম :)) :))
লেখা পইরা পিরা গিয়া মিরা……সাফা কিরকিরা :goragori: :goragori:
বিলাডি x-( x-( x-( কপি মারোস ক্যান :chup:
😮 এটাতো আমার অনেক আগের লেখা 😛
:tuski: :tuski: :tuski: :)) :)) :)) :gulli2: :gulli2: :gulli2: :goragori: :goragori: :goragori: :khekz: :khekz: :khekz:
দারুণ হইছে। খুব মজা পাইলাম। :gulli2: :gulli2:
মজা পাইছি ই ই ই ই ই ই ই ই ইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইই
চ্যারিটি বিগিনস এট হোম
মন্তব্যে "ই"-এর আধিক্য দেখেই বুঝা যাচ্ছে আহমদ ভাই অনেক মজা পাইছেন। 😀 😀
শুধু তাইই না.......... ভাইয়া শেষ দিকে ঘন ঘন মজা পেয়েছেন....... :-B
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
:khekz: :khekz: ঘন মজা :pira: :khekz:
সংসারে প্রবল বৈরাগ্য!
কাইয়ুম ভাই-নাহ থাক কিছু কমুনা এট্টা খ্রাপ কথা মাথায় আইছিলো 😛
কলেজের ২ জন সিনিয়রকে টুশকি আর পেশকি লিখতে দেইখা আমারও ইচ্ছা হইল (বি সি সি হিসেবে একটা দায়িত্বও তো আছে )॥
কিন্তু জাতির কাছে প্রশ্ন - নামটা কি হবে ? টুশকি,পেশকি....এরপর ????
আমার কি সমস্ত কিছুই হলো ভুল
ভুল কথা, ভুল সম্মোধন
ভুল পথ, ভুল বাড়ি, ভুল ঘোরাফেরা
সারাটা জীবন ভুল চিঠি লেখা হলো শুধু,
ভুল দরজায় হলো ব্যর্থ করাঘাত
আমার কেবল হলো সমস্ত জীবন শুধু ভুল বই পড়া ।
নামে কিবা আসে যায়? লিখে ফেল (অথবা নামায়া ফেল) 😀 😀 😛 ।
Life is Mad.
বিঃ দ্রঃ মেজর ম্যাক্স আমার এইখানে মিশন করতেছে রে...........জীবন্ত কার্টুন একটা :just:
আমার কি সমস্ত কিছুই হলো ভুল
ভুল কথা, ভুল সম্মোধন
ভুল পথ, ভুল বাড়ি, ভুল ঘোরাফেরা
সারাটা জীবন ভুল চিঠি লেখা হলো শুধু,
ভুল দরজায় হলো ব্যর্থ করাঘাত
আমার কেবল হলো সমস্ত জীবন শুধু ভুল বই পড়া ।
ম্যাক্স কবে থেকে মিশনে?
১-নামে কিবা আসে যায়? লিখে ফেল (অথবা নামায়া ফেল)
- নামাবো ইনশাআল্লাহ।মিশন শেষ॥নিজের কম্পিউটার ...........(বুইঝা নেন)।
তাই ইউ এন কম্পিউটার এ অভ্র ইনষ্টল সংক্রান্ত জটিলতার মধ্যে আছি।ইনষ্টল হয় না॥
২-ম্যাক্স কবে থেকে মিশনে?
- ম্যাক্স এর ৬ মাস হইল।milob
আমার কি সমস্ত কিছুই হলো ভুল
ভুল কথা, ভুল সম্মোধন
ভুল পথ, ভুল বাড়ি, ভুল ঘোরাফেরা
সারাটা জীবন ভুল চিঠি লেখা হলো শুধু,
ভুল দরজায় হলো ব্যর্থ করাঘাত
আমার কেবল হলো সমস্ত জীবন শুধু ভুল বই পড়া ।
হা হা হা। 😀
=)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =))
দোস্ত পেশকী পিড়া তো এই গভীর রাইতে পিরা গেলাম আবার =)) =))
আরো বড় কইরা লেখ মামা তাইলে আরো জমবো :grr:
কিন্তু তুই আমারে ডজার কইলি ক্যা 😡 😡
সংসারে প্রবল বৈরাগ্য!
ডজাররে ডজার না কইয়া কি কইবো? :-B
একটু তো পার্সিয়ালটি কর ভইন B-)
সংসারে প্রবল বৈরাগ্য!
পার্সিয়ালটি করে ডজার না বলে 'ডজার ভাইয়া' বলা যেতে পারে... :-B
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
আমিতো পার্সিয়ালটি করছিরে ভাইয়া 😛 😛
তুই খালি একবার বল, বলে দেখ। :grr: