তোমার খুব অবাক লাগবে
আমার কথাগুলো শুনে
কিন্তু ঠিক অস্বীকার করতে পারবে না।
তুমি খুব ভীত হও
কেন তোমার মুখের কথা
এতো বেশি বেশি শুনতে চাই
পাছে সব কথা এক দিনে ই শেষ হয়ে যায়।
কিন্তু তুমি জানো না
তোমার প্রতি কথার ভিতর
আমি নতুন করে আবিষ্কার করি
আমার স্বপ্নগুলোকে
আমার ভেতরকার আমি কে।
তোমার চোখে স্বপ্ন দেখি প্রতিক্ষণ
একটু ভুল বললাম কি?
হয়তো তুমি ই স্বপ্ন দেখাও
কিন্তু স্বপ্ন শেষ কর না।
মনে পড়ে সে দিনের কথা?
তোমার চোখে অপলক
তাকিয়ে ছিলাম যে দিন!
তুমি কোনো এক অজানা সংকোচে
আমার চোখের দিকে তাকাও নি;
পরে জেনেছি তুমিও তাকাতে চেয়েছ
তাকাও নি।
কি তোমার সংকোচ?
সর্বদা তোমার মুখে শুনতে চেয়েছি
একটি মাত্র শব্দ
কিন্তু সে শব্দটিকে
তোমার ঠেকেছে অবোধ্য।
স্বপ্ন দেখেছ, দেখিয়েছ
হাতে তোমার হাত রেখে
হেঁটে চলেছি সারারাত অবিরাম,
কিন্তু বাস্তবে হাত বাড়াতেই
হাত লুকিয়েছ তোমার রঙ্গীন চাদরের নিচে।
মনে পড়ে?
প্রশ্ন করে কি লাভ
তুমি নিঃসন্দেহে নির্লিপ্ত ভাবে বলবে
“কি জানি…………!!”
তোমার মুগ্ধতার কাছে
আমি সর্বদা হার মেনেছি,
তোমার ভালবাসাকে বেসেছি ভাল;
বশ্যতা স্বীকার করেছি তোমার উক্তিতে
কারন তোমায় যে ভালবেসেছি।
তোমার চোখের জলকে
সর্বদা করেছি ভয়
আর অভিমান কে করেছি গর্বিত;
কারণ তোমায় হারাতে চাই না।
😀 কিপিটাপ
siram hoise guru.....:thumz up:
চলো বহুদুর.........
ধন্যবাদ সাব্বির 🙂
তন্ময় আমি অনুপ্রাণিত... 🙂
প্রথম পোষ্ট নাকী! তোমার রেজিমেন্টেশন তো এখনো বাকী আছে!!!
স্টার্ট ফ্রন্টরোল :frontroll: :frontroll: । :grr: :grr:
লেখালেখি চালিয়ে যাও হাত খুলে। :thumbup:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
প্রথম পোস্টের শুভেচ্ছা।
আহা রে! এরকম প্রেমে পড়ার দিন আমার চলি গেছে গই।
এরকম থরোথরো কম্পমান অনুভূতি আর হবার নয়।
🙂 🙂 🙂 🙂
রাকিব ভাই আমার ত ১ সপ্তাহ এক্সকিউজ......... 😀
ঐ মিয়া ডাউট দাও ক্যান!!!!! তেজ ফ্রন্টরোল !!!!!!!!!!! x-(
অফটপিকঃ মন্তব্যের জবাব দিতে গেলে, দেখো মন্তব্যের বক্সটার নিচে বাম কোনায় "[জবাব দিন]" অপশনটা আছে। ওটা ব্যবহার করো। তাতে মন্তব্যের জবাব খুঁজে পেতে সহজ হবে ভাইডি।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
ধন্যবাদ ভাই......
কি আর করার... :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll:
(সম্পাদিত)
সুন্দর কবিতা.....শুভ লেখালেখি 🙂
ধন্যবাদ মামুন ভাই 🙂 🙂
এই দুই পংক্তি খুবই ভালো লেগেছে।
ধন্যবাদ ভাইয়া। 🙂 🙂
আমার নিজের কাছে ও পরে পড়তে ভাল লাগছে এই অংশ টুকু......