১। আমি তখন ছোট।সাত বছর বয়স।আমার খালামনি U.S.A থেকে দেশে বেড়াতে আসছে।তাই নানুবাড়ি গেলাম।নানু বাসার সামনের মাঠে একদিন আমি আমার ২ বছরের খালাতো ভাইকে কোলে নিয়ে ঘুরতেসি।ঘুরতে ঘুরতে হঠাৎ দেখি সামনে এক গরু 😮 ।আমার খালাতো ভাইতো গরু দেখে ভয় পেয়ে শক্ত করে আমার গলা জড়ায়ে ধরসে।সমস্যা হলো,আমিও গরু দেখে ভয় পাইসি কারণ আমার গায়ে গরুদের প্রিয় লাল রং এর জামা ~x( ।অন্য সময় হলে না হয় একটা দৌড় দিতাম।ভাই কোলে থাকায় দৌড়ও দিতে পারতেসি না।হঠাৎ মাথায় একটা চমৎকার আইডিয়া আসল :grr: ।মিস্টি করে ভাইকে বললাম,’ভাইয়া,একটু কোল থেকে নামো।আমি গরুটা তাড়ায়ে দিয়ে আসি।লক্ষী ভাইযা একটু নামো’।সেতো নামবেই না কোল থেকে।যাইহোক,একসময় তার হাতের বাধন একটু ঢিলা হলো আর আমিও ওকে নামায়ে রেখে দিলাম একটা দৌড়।আর বেচারা মাঠের মাঝখানে দাঁড়ায়ে ভ্যা ভ্যা করে কান্না।কিন্তু ওর কান্নায় তখন আমার কিছুই যায়-আসে না। নিজে বাঁচলে ভাইয়ের নাম 😛 (পাঠক ভাববেন না তাকে আমি দেখতে পারি না বা এই জাতীয় কিছু।ওকে দেখে আমি আমার আম্মুকে বলসিলাম,আম্মু আমি আহনাফকে তোমার চাইতেও বেশি ভালবাসি 😡 ।) পরে অবশ্য ভাইকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। 😀
২। এই কাহিনী পড়লে পাঠক-পাঠিকাগণ বুঝবেন আমি কেমন বেকুব ছিলাম(আমি অবশ্য এখনো বেকুব আছি 🙁 )।ক্লাস ওয়ান এ ১ম সাময়িক পরীক্ষায় আমি ৩য় হই,২য় সাময়িক এ হই ৪র্থ আর ফাইনাল পরীক্ষায় হই ৬ষ্ঠ।উল্লেখ্য,নার্সারী এবং কেজিতে আমার রেজাল্ট অতি করুণ ছিল :thumbdown: ।তো রেজাল্টের দিন ১ম ১০ জনকে বই দেয়া হত।আমিও যথারীতি একটা বই পেলাম।বই নিয়ে আম্মুর কাছে গেলাম।আম্মু বললো,’১ম সাময়িকে ৩য় হইলি,আর ফাইনাল এ ৬ষ্ঠ! ড্রইং এ আরেকটু ভাল করলেই তো হইত।’ আমি বত্রিশ দাঁত বের করে বললাম,’আম্মু,১০ পর্যন্ত তো বই দেয়।’ 😀 😀 😀
৩। এটা অতি লজ্জার কাহিনী :bash: ।একদিন আম্মু ভাপা পিঠা বানায়ে টেবিলে রেখে আমাকে বললো,’টেবিল এ ভাপা পিঠা আসে,খা’। আমি জিজ্ঞেস করলাম, ‘আম্মু,কাঁচা নাকি বানানো??’ 😕 উল্লেখ্য,আমি তখন ক্লাস ১১ এ। 😡
প্রথম হইলাম মনে হয় 😛
মানুষ তার স্বপ্নের সমান বড়
মনে হয় না,আসলেও হইসেন।এখন মিস্টি খাওয়ান 🙂
ভাপা পিঠা খাওয়ালেও চলবে 🙂
পরের দুইটা ভাল হইছে...তুমি একটা পারফেক্ট বেকুব.হা হা
:)) =)) :grr:
😀
তোমার প্রথম কাহিনীটা পড়ে একটা পুরান কথা মনে পড়ল। অনেক ছোট থাকতে আমি আর আমার বড় বোন সাইকেল চালানো শিখছি। বেচারা সাইকেলের উপর আর তার পিছনে পিছনে দৌড়াতে দৌড়াতে আমিও যাচ্ছি। একটু পরের দৃশ্য ছিল সাইকেলের উপর থেকে বোন হাওয়া আর সামনে ভূপাতিত সাইকেল আর তার সামনে এক গরু আর পাশের পুকুর থেকে বোনের চিৎকার গরু, গরু গরু 😛
মানুষ তার স্বপ্নের সমান বড়
:khekz: :khekz: :khekz: :khekz: জট্টিল
চ্যারিটি বিগিনস এট হোম
সানজু আমার পাশে বসে ব্লগ টা লিখল,ওরে বললাম আমি ১ম হব,কিন্তু হায় :bash:
ব্যাপার না,তুমি লিখ,আমি ১ম হব :thumbup: 😀
প্রথম গল্পে আমরা তোর স্বার্থপর চরিত্রের প্রমাণ পাইলাম,ছি সানজু এমন ১টা মাসুম বাচ্চা রে ফালায় যাইতে পারলি?
পরের ২ টা খুব মজার,আসলেই তুই ১টা আস্ত বেকুব 😛 😛
উল্লেখ্য,আমি তখন ক্লাস ১১ এ 😮 😮 😮 😮 নাহ,আমি ভাবতাম আমার পাজির পা ঝাড়া ধিঙ্গি বোনটাই বোধহয় অকম্মার ধাড়ি!
:(( :((
আমি অকম্মা না।আমার মাথা হঠাৎ করে কাজ করে নাই,তাই আমি ধরতে পারি নাই ভাপা পিঠা জিনিশটা আসলে কি....
আবার কথা কস।
তুই হইলি গিয়া বেকুব অকম্মা :khekz: :khekz: :khekz:
চ্যারিটি বিগিনস এট হোম
ওই নাজ্রানা কই??????? কেউ ব্লার আগে দিয়া দে 😛 😛
১ নম্বরে তোর আসল চরিত্র ফুটে উঠেছে :grr: :grr:
২ নম্বর টা =)) =))
তুই তর বানান ঠিক কইরা তারপর কিসু বলতে আসিস। :grr: :grr:
তখন বিবেচনা করে দেখব 😛
বল আমার নামের বানান লিখতে তোর কত সময় লাগসে ;)) ;))
যেমন কায়দা কইরা ছোট ভইরে ফালাইয়া গরুর শিং থাইক্যা বাচল, তাতে তে ওরে বেকুব মনে করতে মন চায় না।
সব কয়টাই মজার ছিল...
ভাইয়া,একমাত্র আপনিই বুঝলেন যে আমি বেকুব না। 🙂
ধন্যবাদ 🙂
অন্তত গরুটার চেয়ে তো তুমি চালাক :grr:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
=))
চ্যারিটি বিগিনস এট হোম
নাহ...বেকুব ছিলা, এখন ''C cube'' হইছ......ভবিষ্যতে ''D cube'' হবা,আশা করা যাচ্ছে। :party: :grr: =))
ছুডু বাচ্চারে ফালায়ে আসতে তর একডূও বুক কাপলো না ?? 😡 গরুর মাংস গোগ্রাসে গিলস আর আস্ত গরু দেইখা পালাস,তুই ফুড চেইনে কোন স্তরের খাদক রে বইন??? x-(
ভাপা পিঠা কাঁচাই খায়,পাটীসাপটাও কাঁচাই খায়, পাকা পিঠা কোনটা ভাই.. 😕 ....আমি পাকা পিঠা খাপ্পোও (কপিরাইট ঃ মাশরুম ভাই ) :frontroll:
গড়াগড়ি না,......সম্ভবত ভ্রুম ভ্রুম চক্কর দেওয়ার কথা :khekz:
ব্লগ জমবে আশা করি ;))
x-( কি ভাই কইলি রে পিন্টু???? x-(
খাড়া তোরে তোর বড় বন্ধুগুলার কাছে পাঠাইতেছি-তেনারা আবার ম্যান ইটার-তোরে আস্তা হজম কইরা ফালাইবো :grr:
মাশরুম !!!!!!!!!
বস সেইদিন থাই চিকেন ইউথ মাশরুম খাইলাম, বড়ই স্বোয়াদ 😛 😛
অনটপিকঃ ছোট ভাইটারে ফেলাইয়া দৌড় দিলা!!!! x-(
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
কি করুম ভাই? 🙁 ভাইতো আর লাল রং এর জামা পরে নাই।গরু দৌড়ানি দিলে তো আমারেই দিতো
ইয়ে ভাই......নামটা ভুলে লিখখা ফেলছি ,মাফ চাই 😕 ~x(
তয়...ক্যান জানি ন্যাচারাল ন্যাচারাল লাগতেছে :goragori:
ন্যাচারাল ন্যাচারাল :khekz: :khekz:
পুরাই ন্যাচারাল 😉
নাহ…বেকুব ছিলা, এখন ”C cube” হইছ……ভবিষ্যতে ”D cube” হবা,আশা করা যাচ্ছে।
😮 😮 😮
পিন্টু ভাই, এইগুলা কোন শ্রেনীর ফ্লপ :khekz: :khekz: ভাই, মাইন্ড খাইয়েন না, একটু মজা নিলাম আর কি :grr: :goragori:
"Never think that you’re not supposed to be there. Cause you wouldn’t be there if you wasn’t supposed to be there."
- A Concerto Is a Conversation
আসলে কবার পায় নাই। 😛
এইটা হইব সেকুব, জেকুব আর আগে গেইলে আলিফকুব :grr: :grr:
অন্যভাবে কইলে রিভারকুব অথবা ওসেঙ্কুব :grr:
যেমন রক্তের মধ্যে জন্ম নেয় সোনালি অসুখ-তারপর ফুটে ওঠে ত্বকে মাংসে বীভৎস ক্ষরতা।
জাতির শরীরে আজ তেম্নি দ্যাখো দুরারোগ্য ব্যাধি - ধর্মান্ধ পিশাচ আর পরকাল ব্যবসায়ি রূপে
- রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
=)) =)) =))
কিব্রিয়া,তরে খামু চিবিয়া চিবিয়া,বেশি ফ্লপাচ্ছিস......কই পড়স বায়োডাটা দে শিজ্ঞির, আর তগো কলেজের আনোয়ার ভাই এর লগে দেখা করবি...ডাইনিং টেবিলের পায়া ভাইঙ্গা 😡 সিসিআর এর সবগুলা জখেম ফ্লপবাজ :duel: ,ফ্লপার আশহাইব্বার যোগ্য উত্তরসুরী তুই :chup:
বেশি তেড়িবেড়ি করবি না,সিসিবিতেও পাঙ্গা চলে :grr: x-(
ইয়ে মানে,আমিও পাঙ্গা বেশি ই খাই :shy:
আরে কিবরিয়াটা তো দেখি দারুণ বোজোকার !জমবে ভালো ,চালায়া যাও
হ......রতনে রতন চেনে =)) =)) =)) :grr:
যুক্তি,তোকে থ্যাংস দেয়া হয়নাই।আফটারঅল,তুই তো প্রুফরীডার ছিলি 😛 😛
সানজানা, ব্লগ লেইখা, তুমি "বেকুব" এইটা জানানোর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ :khekz: =))
অনটপিক : লেখা দারুন হইসে :thumbup:
"Never think that you’re not supposed to be there. Cause you wouldn’t be there if you wasn’t supposed to be there."
- A Concerto Is a Conversation
অনটপিকঃথ্যাংস
অফটপিকঃ x-( x-( আমারে বেকুব কইলে তোমার খবর আসে
কীরে আশহাব ভাই?????? 😮 😮 😮
কী শুনি???
সত্যি......ই
:dreamy: ?
যেমন রক্তের মধ্যে জন্ম নেয় সোনালি অসুখ-তারপর ফুটে ওঠে ত্বকে মাংসে বীভৎস ক্ষরতা।
জাতির শরীরে আজ তেম্নি দ্যাখো দুরারোগ্য ব্যাধি - ধর্মান্ধ পিশাচ আর পরকাল ব্যবসায়ি রূপে
- রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
কি শুনলা?আর কি সত্যি ভাই?
আমরা ও একটু শুনতে চাই
:-B 😮 :-/ :dreamy:
😮 😮 :-/ :-/
না রে ভাই, মিস আন্ডারস্ট্যান্ডিং 😕 😀
"Never think that you’re not supposed to be there. Cause you wouldn’t be there if you wasn’t supposed to be there."
- A Concerto Is a Conversation
মজা পাইলাম.... 🙂 আর একটু বেশী লিখলে আর ও বেশি মজা পাইতাম.. 🙂
পরীক্ষা চলতেসে।সন্ধায় পড়তে বসে মনে হইল একটা ব্লগ লিখি,তাড়াতাড়ি লিখসি দেখে ছোটো হয়ে গেসে।
পরেরবার(যদি কখনো লিখি) বড় করে লিখব 🙂
কারেন্ট ছিল না দেখে আগে মন্তব্য করতে পারি নাই। ~x( ~x(
লেখা পড়তেছি আর ভাবতেছি যে পিন্টু ভাইর তো ভারী মজার দিন আরেক ছুট্টু বন্ধু লেখা দিয়া ফালাইছে।কমেন্ট পড়তে পড়তে ভাবতেছিলাম এখনও মন্তব্য করে নাই কেন??? 😮 😮
দেখে নাই নাকি??? 😮 😮
ভাবতেছিলাম ওনার ওয়ালে গিয়া পোস্ট দিয়ে আসব যে ওনার আরেক ছুট্টু বন্ধু লেখা দিছে :grr: :grr: ,কিন্তু দেয়া লাগে নাই................একটু নিচে নামতেই দেখি ওনার বিশাল মন্তব্য।
@সানজানা লেখা ভাল হইছে চালায়া যা। :clap: :clap:
তবে পরথম গল্পটা পইড়া যারপরনাই নাখোশ হইছি x-( x-(
R@fee
থ্যাংস।
নাখোশ হয়ে লাভ নাই।নিজের জীবন বাচাঁনো ফরজ :))
মজার দিন কই পাইলি রে রাতকানা, তখন নাইট ছিল,বুঝছস? x-( =))
স্ট্রাকচার পরীক্ষার পড়া থুইয়া আগে পড়ছি এইটা, তরে ওয়ালে লিখার কষ্ট করতে হয়নাই,তার আগেই আমি খবর পাইয়া গেছি 😉
যেখানেই ছোট্ট বন্ধু সেখানেই পিন্টু x-(
পরের লাইন............
যেখানেই :just: ফ্রেন্ড,সেখানেই মাস্ফ্যু :grr: :grr: :goragori:
:khekz: :khekz:
দুইটাই ভালো হইসে :just: =)) =))
=)) =)) =))
:khekz: :khekz:
x-( x-(
আপু, তুমি যে একটা আস্ত বেকুব তার প্রথম প্রমান দিছ ব্লগ লেইখা :hatsoff: ২য়,
তুমি জাননা গরু কালার ব্লাইন্ড ??? =)) =)) 😛
আর ৩য় কি কমু??? :grr: :grr: :gulli: :gulli: (সম্পাদিত)
যেমন রক্তের মধ্যে জন্ম নেয় সোনালি অসুখ-তারপর ফুটে ওঠে ত্বকে মাংসে বীভৎস ক্ষরতা।
জাতির শরীরে আজ তেম্নি দ্যাখো দুরারোগ্য ব্যাধি - ধর্মান্ধ পিশাচ আর পরকাল ব্যবসায়ি রূপে
- রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
মাইন্ড করলা নাকি আপু??? 🙁
পিলিজ দোন্ত মাইন্দ...... 😐
আমি বুঝি নাই তুমি বুয়েটের।
অইগুলার আবার :ahem:
যেমন রক্তের মধ্যে জন্ম নেয় সোনালি অসুখ-তারপর ফুটে ওঠে ত্বকে মাংসে বীভৎস ক্ষরতা।
জাতির শরীরে আজ তেম্নি দ্যাখো দুরারোগ্য ব্যাধি - ধর্মান্ধ পিশাচ আর পরকাল ব্যবসায়ি রূপে
- রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
মাইন্ড করব কেন x-(
আমি যে বেকুব এইটা আমি জানি,তোমাকে বলতে হবে না :no:
তাড়াতাড়ি দশটা ফ্রন্টরোল লাগাও
অফটপিকঃগরু যে কালারব্লাইন্ড আমি জানতাম না 🙁
:frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll:
এখন তো জানলা, তাইলে মিস্টি খায়াও 😀 😀 ...... এত বড় একখান তথ্য দিলাম, আগে জানলে কি আর বেকুবি করতা 😛
যেমন রক্তের মধ্যে জন্ম নেয় সোনালি অসুখ-তারপর ফুটে ওঠে ত্বকে মাংসে বীভৎস ক্ষরতা।
জাতির শরীরে আজ তেম্নি দ্যাখো দুরারোগ্য ব্যাধি - ধর্মান্ধ পিশাচ আর পরকাল ব্যবসায়ি রূপে
- রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
একটা কথা কইতে ভুইল্যা গেছি
আমিও পাকা ভাপা পিঠা খাপ্পোও (কপিরাইট ঃ মাশরুম ভাই ) :awesome:
যেমন রক্তের মধ্যে জন্ম নেয় সোনালি অসুখ-তারপর ফুটে ওঠে ত্বকে মাংসে বীভৎস ক্ষরতা।
জাতির শরীরে আজ তেম্নি দ্যাখো দুরারোগ্য ব্যাধি - ধর্মান্ধ পিশাচ আর পরকাল ব্যবসায়ি রূপে
- রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
😮 😮 😮
এইটা কি বুঝায়?????
R@fee
এইটা বুঝায় যে, সাঞ্জা আপু বুয়েটে পড়াশুনা করে, যার ইংলিশ হইল
" sanja apu is reading in BUET" 😛
যেমন রক্তের মধ্যে জন্ম নেয় সোনালি অসুখ-তারপর ফুটে ওঠে ত্বকে মাংসে বীভৎস ক্ষরতা।
জাতির শরীরে আজ তেম্নি দ্যাখো দুরারোগ্য ব্যাধি - ধর্মান্ধ পিশাচ আর পরকাল ব্যবসায়ি রূপে
- রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
আমার নাম ভুল লিখস 😡
এইবার তোমার কোনো মাফ নাই।ফ্রন্টরোল লাগাইতে থাকো,থামবা না x-( x-(
আপু, তোমাক দেখলে আর মনে হয় রাতের কথা, সূর্য্যের প্রক্ষরতার কথা না, ( :dreamy: ) তাই আমি কইছি "সান যা", মানে সূর্য্যেরে ভাগবের কইছি। না বুঝলে, "sun যা".........
তারপরও কি :frontroll: দিমু 🙁 ?? =((
যেমন রক্তের মধ্যে জন্ম নেয় সোনালি অসুখ-তারপর ফুটে ওঠে ত্বকে মাংসে বীভৎস ক্ষরতা।
জাতির শরীরে আজ তেম্নি দ্যাখো দুরারোগ্য ব্যাধি - ধর্মান্ধ পিশাচ আর পরকাল ব্যবসায়ি রূপে
- রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
বাচ্চু, তুই তো দেখি জামীর কাছাকাছি লেভেলের ফ্লপার 🙁
এক্কেরে ঠিক কইছেন ভাই :thumbup: :thumbup:
পুরা ব্লগটারে পোড়ায়া ফালাইতেছে। x-( x-(
R@fee
জামীরে নিয়া আয় ব্লগে...
নাহ......এই পোলা এক্কেরে চুয়া লেবেলের ফ্লপবাজ...এরে দিয়া কিচ্ছু হইত না ~x( ~x( x-(
চুয়া লেবেলের ফ্লপবাজ!!!! 😮 😮
এইটা কি?? :-/
বাজ পাখির কুনো নয়া ভার্সন???!!!
নাকি অন্য কিছু?? 😐
যেমন রক্তের মধ্যে জন্ম নেয় সোনালি অসুখ-তারপর ফুটে ওঠে ত্বকে মাংসে বীভৎস ক্ষরতা।
জাতির শরীরে আজ তেম্নি দ্যাখো দুরারোগ্য ব্যাধি - ধর্মান্ধ পিশাচ আর পরকাল ব্যবসায়ি রূপে
- রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
খুব মজা পাইলাম। 😀 😀
এখনও কি গরু দেখে ভয় পাও?
থ্যাংস ভাইয়া 🙂
না,এখন ভয় পাই না।বড় হইসি না :shy:
ও, তার মানে তুমি এখন হইসো বড় বেকুব। =))
চ্যারিটি বিগিনস এট হোম
শুভ সুচনা। অভিনন্দন। :hatsoff:
তুমি ঠিকই করেছো, সবাই শুধু নিজের চরকায় তেল দেয় কিন্তু কেউ স্বীকার করে না, তুমি করেছো। গল্পোগুলো পড়ে দারুন মজা পাইলাম। লিখতে থাক।
অনেক ধন্যবাদ ভাইয়া 🙂
বাহ।কি "টুরু কনফেশন"।কেউ বলুক আর না বলুক,আমি বেকুব হবোই হবো।দুনিয়াতে এখন ও সৎ মানুষ আছে রে B-)
আমার কি সমস্ত কিছুই হলো ভুল
ভুল কথা, ভুল সম্মোধন
ভুল পথ, ভুল বাড়ি, ভুল ঘোরাফেরা
সারাটা জীবন ভুল চিঠি লেখা হলো শুধু,
ভুল দরজায় হলো ব্যর্থ করাঘাত
আমার কেবল হলো সমস্ত জীবন শুধু ভুল বই পড়া ।
🙂
ব্লগে শুভ সূচনা তোমার! 🙂
নাহ! তুমি মানুষটা বোকা না মনে হয়, অবশ্য একটু স্বার্থপর হইলেও হইতে পার। 😀
থ্যাংস ভাইয়া।
আমি স্বার্থপর না :(( :((
তখন ছোট ছিলাম,বেকুব ছিলাম 🙁
সব কয়টাই মজার ছিল…
ব্লগে স্বাগতম। লিখতে থাকো
🙂 থ্যাংস ভাইয়া
পরথম ব্লগ, হাত খুইলা লেখতে থাক পিচকি
🙂 🙂
মজা পেলাম পড়ে 🙂 ব্যাপার না আপু, এরকম ছোটখাট বোকামী তো আমরা অনেকেই করি। শুভ লেখালিখি :thumbup:
থ্যাংস আপু 🙂
সানজানা,তুমি তো পুরাই একটা বোকা মেয়ে
ভাপা পিঠার ঘটনা পড়ে আমার ছোট বোনটার কথা মনে পড়তেছে,ইন্টার 1st ইয়ারে পড়ে,এই শীতেই তালের পিঠা দেখে বলে, আম্মু এইটা না ভাপা পিঠা??
ব্লগে স্বাগতম আপুনি, 🙂 🙂
আপু,আমি একা বোকা না দেখা যাইতেসে,আপনার বোন ও বোকা 😀 😀
ওরে সান্জু কি লিখা দিলি রে !তুই যে বেকুব এইটা তো আগেই জানি,তবে তর প্রথম গল্পটা পইড়া বুঝলাম আসলে গরুরাও মানুষ চেনে
দোস্ত পারলে সাবেরা ম্যাডামরে নিয়া একটা লেখা দে (সম্পাদিত)
সাবেরা মাডামরে নিয়া তুই লেখা দে।আমি তো তর মত মজা কইরা লিখতে পারি না 🙁
সাবেরা মাডামরে নিয়া তুই লেখা দে।আমি তো তর মত মজা কইরা লিখতে পারি না 😀 :grr:
"Never think that you’re not supposed to be there. Cause you wouldn’t be there if you wasn’t supposed to be there."
- A Concerto Is a Conversation
অ্যাশাইপ্পা,তুই কি কপি-পেস্ট ছাড়া আর কিছু করবার পারস না?? x-( পোলাপান ব্লগ লিখা ভাসায় ফেলতাছে আর তুই পাঞ্জাবী পইড়া পান্থ কানাই এর মত ন্যাট পাইরা বইসা আছস..... 😡 .......তর কলেজের আরেক জুনিয়র ফ্লপারও ব্লগায় ফেলতাছে আর তুই এখনও বেগিং পোজে বইসা থাকবি??? 😡 \
শিজ্ঞিরি...পোস্ট দে,নাদান কুথাকার :chup:
ভাই, লিখতে তো অনেক কিছুই ইচ্ছা করে 🙁 কিন্তু লিখতে যে পারি না :(( আমারে জোশ দেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ :hug: দেখি আপনাদের হেদায়াতে যদি কিছু লিখতে পারি 😀
"Never think that you’re not supposed to be there. Cause you wouldn’t be there if you wasn’t supposed to be there."
- A Concerto Is a Conversation
sanju, toke chummah........nijer 'dosh'gan eivabe koyjon gorbo kore bolte pare????? bravo........jak, amr kas theke kisu to shikhli... 😀
sanju, toke 😡 ...nijer 'dosh'gan eivabe gorbo kore koyjon bolte pare?????bravo......jak, amr kas theke kisu to shikhli....:D
এই মেয়ে...
তুমি এখনও পর্যন্ত :frontroll: দাওনি কেন?
শুরু কর!!!!!!!!!
আজ সে কিয়ামত তক্... 😡 😡
অঃটঃ নেক্সট লেখা দিলে উঠে যেও...
অনটঃ লেখা ভাল ছিলো... 😛
Proud to be an ex-cadet..... once a cadet, always a cadet
আরে জুলাদা নাকি!!!!!কেমন আছেন ভাইজান?
ভাইয়া,কখনো ফ্রন্টরোল দেই নাইতো :(( :((
তবে আপনি বললেতো দিতেই হবে 🙁
:frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll:
=))
১১-এও কম জাস নাই। :khekz:
বেকুব কুনহানকার :pira:
চ্যারিটি বিগিনস এট হোম
মজা পাইসি।
৫ তারা দিলাম।
চ্যারিটি বিগিনস এট হোম
ধন্যবাদ ভাইয়া 😀
সব কয়টাই মজার ছিল…
ব্লগে স্বাগতম। লিখতে থাকো
:clap: :clap:
অনেক কমেন্ট পরসে, আমি আর দিলাম না.....
:))
লেখা ভাল লাগল। ব্লগে স্বাগতম। 🙂
১০০তম কমেন্ট আমার B-)
কমেন্ট পড়তে পড়তে তোমার লেখার উপর কী কমেন্ট করবো সেটা ভুলে গেছি। ্ভালো থেক।
“Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
― Mahatma Gandhi
বইন,তুমি যেই লেভেলের বেকুব,গরুটা জানলে ওই দৌড় দিত...তোমার দৌড়ান লাগতো না 😉
ভাইয়া,এমন ইনসাল্ট করলেন :bash: কিন্তু হাসতে হাসতে কিছু বলতে পারতেসিনা =)) =))
এতক্ষণ কমেন্ট পড়তে পড়তে কী যে বলতে চাইসিলাম সেইটাই ভুলে গেসি!! 😛
মজা পেলাম 😀
ব্লগে লেখালেখিতে স্বাগতম...
:thumbup: মজা পাইলাম 😀
সাব্বির
আমি বত্রিশ দাঁত বের করে বললাম,’আম্মু,১০ পর্যন্ত তো বই দেয়।.............প্রথম লেখাই তো হিট দেখি.... !!!!! 😉
-আলীম হায়দার.1312.
হাসতে হাসতে :just: :pira: