টুকরো টুকরো গল্প

১। আমি তখন ছোট।সাত বছর বয়স।আমার খালামনি U.S.A থেকে দেশে বেড়াতে আসছে।তাই নানুবাড়ি গেলাম।নানু বাসার সামনের মাঠে একদিন আমি আমার ২ বছরের খালাতো ভাইকে কোলে নিয়ে ঘুরতেসি।ঘুরতে ঘুরতে হঠাৎ দেখি সামনে এক গরু 😮 ।আমার খালাতো ভাইতো গরু দেখে ভয় পেয়ে শক্ত করে আমার গলা জড়ায়ে ধরসে।সমস্যা হলো,আমিও গরু দেখে ভয় পাইসি কারণ আমার গায়ে গরুদের প্রিয় লাল রং এর জামা ~x( ।অন্য সময় হলে না হয় একটা দৌড় দিতাম।ভাই কোলে থাকায় দৌড়ও দিতে পারতেসি না।হঠাৎ মাথায় একটা চমৎকার আইডিয়া আসল :grr: ।মিস্টি করে ভাইকে বললাম,’ভাইয়া,একটু কোল থেকে নামো।আমি গরুটা তাড়ায়ে দিয়ে আসি।লক্ষী ভাইযা একটু নামো’।সেতো নামবেই না কোল থেকে।যাইহোক,একসময় তার হাতের বাধন একটু ঢিলা হলো আর আমিও ওকে নামায়ে রেখে দিলাম একটা দৌড়।আর বেচারা মাঠের মাঝখানে দাঁড়ায়ে ভ্যা ভ্যা করে কান্না।কিন্তু ওর কান্নায় তখন আমার কিছুই যায়-আসে না। নিজে বাঁচলে ভাইয়ের নাম 😛 (পাঠক ভাববেন না তাকে আমি দেখতে পারি না বা এই জাতীয় কিছু।ওকে দেখে আমি আমার আম্মুকে বলসিলাম,আম্মু আমি আহনাফকে তোমার চাইতেও বেশি ভালবাসি 😡 ।) পরে অবশ্য ভাইকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। 😀

২। এই কাহিনী পড়লে পাঠক-পাঠিকাগণ বুঝবেন আমি কেমন বেকুব ছিলাম(আমি অবশ্য এখনো বেকুব আছি 🙁 )।ক্লাস ওয়ান এ ১ম সাময়িক পরীক্ষায় আমি ৩য় হই,২য় সাময়িক এ হই ৪র্থ আর ফাইনাল পরীক্ষায় হই ৬ষ্ঠ।উল্লেখ্য,নার্সারী এবং কেজিতে আমার রেজাল্ট অতি করুণ ছিল :thumbdown: ।তো রেজাল্টের দিন ১ম ১০ জনকে বই দেয়া হত।আমিও যথারীতি একটা বই পেলাম।বই নিয়ে আম্মুর কাছে গেলাম।আম্মু বললো,’১ম সাময়িকে ৩য় হইলি,আর ফাইনাল এ ৬ষ্ঠ! ড্রইং এ আরেকটু ভাল করলেই তো হইত।’ আমি বত্রিশ দাঁত বের করে বললাম,’আম্মু,১০ পর্যন্ত তো বই দেয়।’ 😀 😀 😀

৩। এটা অতি লজ্জার কাহিনী :bash: ।একদিন আম্মু ভাপা পিঠা বানায়ে টেবিলে রেখে আমাকে বললো,’টেবিল এ ভাপা পিঠা আসে,খা’। আমি জিজ্ঞেস করলাম, ‘আম্মু,কাঁচা নাকি বানানো??’ 😕 উল্লেখ্য,আমি তখন ক্লাস ১১ এ। 😡

৭,৬২২ বার দেখা হয়েছে

১০৯ টি মন্তব্য : “টুকরো টুকরো গল্প”

  1. রাশেদ (৯৯-০৫)

    তোমার প্রথম কাহিনীটা পড়ে একটা পুরান কথা মনে পড়ল। অনেক ছোট থাকতে আমি আর আমার বড় বোন সাইকেল চালানো শিখছি। বেচারা সাইকেলের উপর আর তার পিছনে পিছনে দৌড়াতে দৌড়াতে আমিও যাচ্ছি। একটু পরের দৃশ্য ছিল সাইকেলের উপর থেকে বোন হাওয়া আর সামনে ভূপাতিত সাইকেল আর তার সামনে এক গরু আর পাশের পুকুর থেকে বোনের চিৎকার গরু, গরু গরু 😛


    মানুষ তার স্বপ্নের সমান বড়

    জবাব দিন
  2. শাহরিন (২০০২-২০০৮)

    প্রথম গল্পে আমরা তোর স্বার্থপর চরিত্রের প্রমাণ পাইলাম,ছি সানজু এমন ১টা মাসুম বাচ্চা রে ফালায় যাইতে পারলি?
    পরের ২ টা খুব মজার,আসলেই তুই ১টা আস্ত বেকুব 😛 😛

    জবাব দিন
  3. আছিব (২০০০-২০০৬)

    নাহ...বেকুব ছিলা, এখন ''C cube'' হইছ......ভবিষ্যতে ''D cube'' হবা,আশা করা যাচ্ছে। :party: :grr: =))

    ছুডু বাচ্চারে ফালায়ে আসতে তর একডূও বুক কাপলো না ?? 😡 গরুর মাংস গোগ্রাসে গিলস আর আস্ত গরু দেইখা পালাস,তুই ফুড চেইনে কোন স্তরের খাদক রে বইন??? x-(

    ভাপা পিঠা কাঁচাই খায়,পাটীসাপটাও কাঁচাই খায়, পাকা পিঠা কোনটা ভাই.. 😕 ....আমি পাকা পিঠা খাপ্পোও (কপিরাইট ঃ মাশরুম ভাই ) :frontroll:

    গড়াগড়ি না,......সম্ভবত ভ্রুম ভ্রুম চক্কর দেওয়ার কথা :khekz:

    ব্লগ জমবে আশা করি ;))

    জবাব দিন
  4. আশহাব (২০০২-০৮)

    সানজানা, ব্লগ লেইখা, তুমি "বেকুব" এইটা জানানোর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ :khekz: =))
    অনটপিক : লেখা দারুন হইসে :thumbup:


    "Never think that you’re not supposed to be there. Cause you wouldn’t be there if you wasn’t supposed to be there."
    - A Concerto Is a Conversation

    জবাব দিন
  5. রাফি (২০০২-২০০৮)

    কারেন্ট ছিল না দেখে আগে মন্তব্য করতে পারি নাই। ~x( ~x(
    লেখা পড়তেছি আর ভাবতেছি যে পিন্টু ভাইর তো ভারী মজার দিন আরেক ছুট্টু বন্ধু লেখা দিয়া ফালাইছে।কমেন্ট পড়তে পড়তে ভাবতেছিলাম এখনও মন্তব্য করে নাই কেন??? 😮 😮
    দেখে নাই নাকি??? 😮 😮
    ভাবতেছিলাম ওনার ওয়ালে গিয়া পোস্ট দিয়ে আসব যে ওনার আরেক ছুট্টু বন্ধু লেখা দিছে :grr: :grr: ,কিন্তু দেয়া লাগে নাই................একটু নিচে নামতেই দেখি ওনার বিশাল মন্তব্য।
    @সানজানা লেখা ভাল হইছে চালায়া যা। :clap: :clap:
    তবে পরথম গল্পটা পইড়া যারপরনাই নাখোশ হইছি x-( x-(


    R@fee

    জবাব দিন
  6. কিবরিয়া (২০০৩-২০০৯)

    আপু, তুমি যে একটা আস্ত বেকুব তার প্রথম প্রমান দিছ ব্লগ লেইখা :hatsoff: ২য়,
    তুমি জাননা গরু কালার ব্লাইন্ড ??? =)) =)) 😛
    আর ৩য় কি কমু??? :grr: :grr: :gulli: :gulli: (সম্পাদিত)


    যেমন রক্তের মধ্যে জন্ম নেয় সোনালি অসুখ-তারপর ফুটে ওঠে ত্বকে মাংসে বীভৎস ক্ষরতা।
    জাতির শরীরে আজ তেম্নি দ্যাখো দুরারোগ্য ব্যাধি - ধর্মান্ধ পিশাচ আর পরকাল ব্যবসায়ি রূপে
    - রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ

    জবাব দিন
  7. মেহেদী হাসান (১৯৯৬-২০০২)

    শুভ সুচনা। অভিনন্দন। :hatsoff:

    তুমি ঠিকই করেছো, সবাই শুধু নিজের চরকায় তেল দেয় কিন্তু কেউ স্বীকার করে না, তুমি করেছো। গল্পোগুলো পড়ে দারুন মজা পাইলাম। লিখতে থাক।

    জবাব দিন
  8. রুম্মান (১৯৯৩-৯৯)

    বাহ।কি "টুরু কনফেশন"।কেউ বলুক আর না বলুক,আমি বেকুব হবোই হবো।দুনিয়াতে এখন ও সৎ মানুষ আছে রে B-)


    আমার কি সমস্ত কিছুই হলো ভুল
    ভুল কথা, ভুল সম্মোধন
    ভুল পথ, ভুল বাড়ি, ভুল ঘোরাফেরা
    সারাটা জীবন ভুল চিঠি লেখা হলো শুধু,
    ভুল দরজায় হলো ব্যর্থ করাঘাত
    আমার কেবল হলো সমস্ত জীবন শুধু ভুল বই পড়া ।

    জবাব দিন
  9. সানজানা,তুমি তো পুরাই একটা বোকা মেয়ে
    ভাপা পিঠার ঘটনা পড়ে আমার ছোট বোনটার কথা মনে পড়তেছে,ইন্টার 1st ইয়ারে পড়ে,এই শীতেই তালের পিঠা দেখে বলে, আম্মু এইটা না ভাপা পিঠা??
    ব্লগে স্বাগতম আপুনি, 🙂 🙂

    জবাব দিন
    • আছিব (২০০০-২০০৬)

      অ্যাশাইপ্পা,তুই কি কপি-পেস্ট ছাড়া আর কিছু করবার পারস না?? x-( পোলাপান ব্লগ লিখা ভাসায় ফেলতাছে আর তুই পাঞ্জাবী পইড়া পান্থ কানাই এর মত ন্যাট পাইরা বইসা আছস..... 😡 .......তর কলেজের আরেক জুনিয়র ফ্লপারও ব্লগায় ফেলতাছে আর তুই এখনও বেগিং পোজে বইসা থাকবি??? 😡 \
      শিজ্ঞিরি...পোস্ট দে,নাদান কুথাকার :chup:

      জবাব দিন
  10. জুলহাস (৮৮-৯৪)

    এই মেয়ে...
    তুমি এখনও পর্যন্ত :frontroll: দাওনি কেন?
    শুরু কর!!!!!!!!!
    আজ সে কিয়ামত তক্‌... 😡 😡
    অঃটঃ নেক্সট লেখা দিলে উঠে যেও...
    অনটঃ লেখা ভাল ছিলো... 😛


    Proud to be an ex-cadet..... once a cadet, always a cadet

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।