প্রথমত সবাইকে নতুন বছরের বাসী শুভেচ্ছা। ঝিমিয়ে পরা সিসিবিতে নতুন বছরে অনেক নতুন এর আনাগোনা দেখে খুব ভালো লাগছে। আর নিত্য নতুন বিষয়বস্তুর উপর পোস্ট পড়ছে দেখেও খুব ভাল লাগল। বহুদিন কোন লেখালেখি হয় না, আর কিছু মানুষের মত আমিও এসে কিছুক্ষন ঘোরাঘুরি করি, ২/১ টা ইমো ছেড়ে মাউসের ক্লিকের উপর থেকেই আবার চলে যাই।
বিগত বছরের হিসাব কিতাব খুলে বসতে চাই না, সেটা চলে গেছে। নতুন বছরে আবার গা ঝাড়া দিয়ে উঠতে চাই। আর তাই মাউস ছেড়ে আবার কি বোর্ডের দিকে ঝুঁকলাম। তবে বেশী কিছু না, রংপুর এ ঠান্ডা খুব বেশী। তাই হাত চলতে চায় না। সেই হিসেবে বছরের শুরুতে এটা একটা ঝাঁকি দেয়া ডজিং পোস্ট হিসেবে ধরে নিতে পারেন 😛
চা ওয়ালা ড়কিব্বার ছবি তোলার হিড়িক দেখে আমার ও খুব শখ হয়েছিল একখানা ফটুব্লগ দেবার। আর রিবিন ভি এর ডজিং ডজিং সেলোগ্রাফি দেখেও বেশ কবার ইচ্ছা জেগেছিল, কিন্তু সবই আবার ঝিম মেরে গিয়েছিল। তবে নতুন করে রাকেশ ভাই এর ফটোওয়াক দেখে আর লোভ সামলাতে পারলাম না…..তাই এই নব্য ফটোগ্রাফার এর কিছু কাঁচা কাজ আপনাদের সামনে পেশ করলাম 😕
১.
এই ছবিটা কোথায় তোলা হইছে জিজ্ঞাসা করলেই আমি B-) এই রকম একটা ইমো দেই…..খিক খিক খিক ( রংপুর এ তোলা ;;; )
২.
শুনলাম ঢাকায় নাকি বৃষ্টি হচ্ছে….টুপটাপ বৃষ্টি, আহা :dreamy:
৩.
হে পানিবন্দী ঢাকা শহরের মানুষজন……..নির্মল বিনোদন এর অন্যতম উপায় :grr:
৪.
ভুলে যাওয়ার আগে, মধ্যে থেকেই নববর্ষের ফুলেল শুভেচ্ছা সবার জন্য :hug:
৫.
শীতনিদ্রা যাওয়া হে আদি সিসিবিয়ানগন……আর কত ঝিম মেরে পড়ে থাকবেন ??? উঠুউউউউউউন, জাগুউউউউউউউউন :tuski:
৬.
ছেলেবেলার খুব প্রিয় একটা খেলার আইটেম……পুরস্কার পরে, আগে খাইয়া লই :grr:
৭.
আহা, জিভে জল এসে যায়…..কদ্দিন খাই না 🙁
৮.
I love your eyes, those twinkling eyes,
They speak of a thousand things.
It glows and I drown in its intensity,
I would love to stay there forever.
It evokes myriad memories,
And leaves an imprint on me.
I consider myself lucky enough,
To have experienced its warmth. :shy:
৯.
সুজলা সুফলা শস্য শ্যামলা…..আহা, বলা বা কল্পনা করা কতই না সহজ। কিন্তু যারা আমাদের এই সুযোগ করে দেয় তাদের অবস্থা ?
১০.
১১.
মাঝে মাঝে একাকিত্বকে উপভোগ করতে খুব একটা খারাপ লাগে না…সেই পুরোনো একলা থাকার অভ্যাস……
১২.
কদিন আগে ঘুরে এলাম কুয়াকাটা থেকে, এটা সুর্যোদয়ের ঠিক আগ মুহুর্তে তোলা।
১৩.
সূর্যোদয় দেখতে আসা টুরিষ্ট, শীতের প্রভাব উপেক্ষা করে সাত সকালেই নেমে গেল পানিতে।
১৪.
দিগন্তজোড়া খেলাঘর আমার, আকাশ আমার সীমানা ।
১৫.
বেলা শেষে সূর্যটাকে বিদায় জানাতে মানুষের মিছিল।
১৬.
বরিশাল শহরের অদূরে অবস্থিত গুঠিয়া মসজিদ। সন্ধ্যার পর অসম্ভব সুন্দর হয়ে ওঠে এই জায়গাটা…
————————————————————
দীর্ঘ আড়াই ঘন্টা বসে আপাতত এইটুকুই করতে পারলাম। আশা করি বাকি কিছু ছবিও খুব শীঘ্রই আপনাদের উপহার দিতে পারব।
এই এক মাস বনে বাদারে ঘুরতে ঘুরতে আর জিপি’র উচ্চক্ষমতা সম্পন্ন ইন্টারনেট ব্যবহার করে খুব অল্পতেই ক্লান্ত হয়ে যাই ~x(
২ সপ্তাহ যে কবে শেষ হবে……..ভাল থাকুন সবাই, আর শেষবারের মত আরেকটা ডাক দিয়া যাই……
জাগো বাহে, কুন্ঠে সবাই :goragori:
অসাধারণ......:clap: :clap: (সম্পাদিত)
সম্পা আফায় ও ফটুব্লগ দিত নাকি ?? দেখি নাই তো 😕
ধইন্যা 😀
:clap:
:hatsoff:
চমৎকার...চালায়ে যান... (সম্পাদিত)
যাইতেছি 😀
দোয়া রাখিস 😉
ছবিগুলো খুব সুন্দর হইছে ভাই ; আরও ছবির জন্য অপেক্ষায় রইলাম
:clap: :clap: :clap:
ধন্যবাদ 🙂
:just: :thumbup:
🙂
অসাধারণ। ছবিগুলোর কোয়ালিটির জন্য ক্যামেরাকে ক্রেডিট দিলেও বিষয়বস্তু্র জন্য প্রংশসা তোমার প্রাপ্য। ভাল থেকো। নতুন বছর শুভ হোক।
“Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
― Mahatma Gandhi
অনেক ধন্যবাদ আপু এই অনুপ্রেরণার জন্য 🙂
এরপরো বলেন কাঁচা হাত; পাইকা পুরা ঝুনা হয়ে গেছে 😛
দুর্দান্ত ছবিগুলো আগেই দেখে ফেলছি :grr:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
হ, তরে কইছে :grr:
সিসিবি আসলেই কেমন চুপচাপ মৃতপ্রায় মনে হয় মাঝে মাঝে। সারাদিনে পোষ্ট তো দূরের কথা কমেন্টও আসে না। কালেভদ্রে ঝাঁকি দিলে হবে না, নিয়মিত দিও।
তিন এবং এগারো - লাইক টিপি দিলাম 😀
মাইনষের চোখে সর্বনাশ দেখা খুবই আনন্দের খবর। অভিনন্দন!
আমার বন্ধুয়া বিহনে
ধন্যবাদ ভাইয়া :shy:
৩ নম্বর এর সাদা কালো ভার্সনটা একটা প্রদর্শনীর জন্য পাঠাইছি, ভাই দোয়া কইরেন জানি সিলেকশন প্যানেল এ উৎরায়া যায় 🙂
ছবি যেন শুধু ছবি নয়। ছবি যেন কথা কয়. . . .:)
কি কয় রে ? :guitar:
হাত তো পাকায় ফেলছিস রে... সাব্বাশ :clap:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
কি যে কন !!!!!
অ, আ, ই শিখতার্লাম্না এখনও 🙁
ছবির আমি তেমন খুব একটা জানিনা ; তয় ৫ নম্বরটা খুব ভাল্লাগছে ।
আমার কি সমস্ত কিছুই হলো ভুল
ভুল কথা, ভুল সম্মোধন
ভুল পথ, ভুল বাড়ি, ভুল ঘোরাফেরা
সারাটা জীবন ভুল চিঠি লেখা হলো শুধু,
ভুল দরজায় হলো ব্যর্থ করাঘাত
আমার কেবল হলো সমস্ত জীবন শুধু ভুল বই পড়া ।
ধন্যবাদ বস, আপনার ছবি দেখার অপেক্ষায় আছি 🙂
মামা, প্রহর শেষে আলোয় চৈত্রমাস আর কয়টা দেখবি। এইবার একটা ফয়সালা কর ।
রঞ্জনা আমি আর আসবো না...
আগে তোর মত এক্সপেরিয়েন্সড হইয়া নেই :grr:
বাহ, দারুণ