আজ সারাটা দিন আমার কেটেছে এমন একটা জায়গায় যেখানে ঠিক ২ বছর আগে আমি ছিলাম….
তবে এখন আর তখনকার পরিস্থিতি ছিল পুরো ভিন্ন। যাই হোক, পুরোনো কথা আর নতুন করে বলতে বা মনে করতে চাই না। তবুও মানুষ চাইলেও বা না চাইলেও জীবনের দুঃসহ অভিজ্ঞতাগুলো সবসময়েই তাকে তাড়া করে বেড়ায়। না হলে আজ ঠিক ২ বছর পর আমাকে কেন সেই স্থানেই থাকতে হবে যেই স্থানের স্মৃতি আমি মন থেকে মুছে ফেলতে চাই চিরতরে ?
ঘটনার স্মৃতি মুছে ফেলতে চাইলেও কিছুতেই মুছতে চাই না আমার বন্ধু মাইনুল কে। মুছতে চাই না তার সাথে পার করা মুহুর্তগুলোকে। কিছুক্ষন তাই চুপচাপ দাঁড়িয়ে ছিলাম স্মৃতিস্তম্ভটার সামনে।
আর এখন এখানে এলাম আপনাদের দোয়া চাইতে। সবাইকে অনুরোধ…..ছেলেটি হয়ত ক্যাডেট ছিল না, কিন্তু আমাদের ক্যাডেট পরিবারের অনেকের সাথে সে ছিল খুব আপন। আসুন, মাইনুল এর ২য় মৃত্যুবার্ষিকীতে আমরা দোয়া করি, মহান সৃষ্টিকর্তা যেন মাইনুল কে শহীদের মর্যাদা দিয়ে জান্নাতবাসী করেন, আমিন।
শান্তিতে ঘুমান মাইনুল ভাই ......
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
ইনশাল্লাহ আল্লাহ ভাইয়াকে ভালো রাখবেন
ফিরে গিয়ে তোমার পুরনো পোস্টটা পড়লাম।
খুব মন খারাপ হয়ে গেলো।
...........
“Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
― Mahatma Gandhi
ওর ফ্যামিলির কি অবস্থা রে?
.........
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
........... ........ ....