তোর জন্য প্রার্থনা….

আজ সারাটা দিন আমার কেটেছে এমন একটা জায়গায় যেখানে ঠিক ২ বছর আগে আমি ছিলাম….

তবে এখন আর তখনকার পরিস্থিতি ছিল পুরো ভিন্ন। যাই হোক, পুরোনো কথা আর নতুন করে বলতে বা মনে করতে চাই না। তবুও মানুষ চাইলেও বা না চাইলেও জীবনের দুঃসহ অভিজ্ঞতাগুলো সবসময়েই তাকে তাড়া করে বেড়ায়। না হলে আজ ঠিক ২ বছর পর আমাকে কেন সেই স্থানেই থাকতে হবে যেই স্থানের স্মৃতি আমি মন থেকে মুছে ফেলতে চাই চিরতরে ?

ঘটনার স্মৃতি মুছে ফেলতে চাইলেও কিছুতেই মুছতে চাই না আমার বন্ধু মাইনুল কে। মুছতে চাই না তার সাথে পার করা মুহুর্তগুলোকে। কিছুক্ষন তাই চুপচাপ দাঁড়িয়ে ছিলাম স্মৃতিস্তম্ভটার সামনে।

স্মৃতি অম্লান


আর এখন এখানে এলাম আপনাদের দোয়া চাইতে। সবাইকে অনুরোধ…..ছেলেটি হয়ত ক্যাডেট ছিল না, কিন্তু আমাদের ক্যাডেট পরিবারের অনেকের সাথে সে ছিল খুব আপন। আসুন, মাইনুল এর ২য় মৃত্যুবার্ষিকীতে আমরা দোয়া করি, মহান সৃষ্টিকর্তা যেন মাইনুল কে শহীদের মর্যাদা দিয়ে জান্নাতবাসী করেন, আমিন।

৮০২ বার দেখা হয়েছে

৭ টি মন্তব্য : “তোর জন্য প্রার্থনা….”

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।