ধুর শালাহ, তুই ঠিক করিসনি…

ঠিক দুই বছর আগে শেষ চৈত্রের এই দিনেই বিদায় নিয়েছিল অনুপ…
কত অভিমানি বিদায় এই প্রাণের বন্ধুটার…কত এলো মেলো বিদায়…

বুঝিনি সে সবাইকে আর কতটা অবাক করতে চেয়েছিল
আজ শূণ্য কোলে কেমন আছে তার মমতাময়ী মা, গম্ভীর সরল বাবা বা
ছোট ভাইটার জ্বালাতনের অভাবে কেমন আছে দিদি আর
তার প্রিয় আশিশ পাগলা (বড় ভাইকে এমনই সম্বোধনে ডাকত সে)
জানা হয়নি। খোঁজ নেয়া হয়নি ওর পিচ্চি লাজুক বউটার।
যার পাথর পরিণতি দেখতে হয়েছে সেই দুই বছর আগেই।

সিলিংয়ের সাথে ঝুলানো নিথর দেহটাকে কোলে জাপটে বের করতে করতেই
মানষ বুঝে গিয়েছিল ওর না থাকার কথা…কিন্তু আসলেই কি সে এখনো নেই।
মানষটা কি আগের মতই আছে, নাকি ওর গিটারের ফ্রেডে ধূলো জমে গেছে বা
ছিঁড়ে গেছে জংধরা তার। তার সুর করা পাঁচ ডজন গান আজ তার মতই মৃত।

গত দুই বছরে তেমন কিছুই লেখা হয়নি অনুপকে নিয়ে
হয়ত ফুসরত মেলেনি বা ইচ্ছা হয়নি কখনো।
আসলে কেন যে লেখা হয়নি তা নিয়ে লেখতে বসলেও বহুদূর গড়াবে। আত্মহত্যাকারীদের আত্মার নাকি মুক্তি নেই।
তাই অনুপের সে অতৃপ্ত আত্মাটাও খুব দূরে নেই ভেবে ভালই লাগে।
এত দিনে কত কি বদলেছে। কত আগাছা আর বুনো ঘাস-ফুলে ঢাকা পড়েছে অনুপের কবর। বরিশালের সাগরদী খ্রিষ্টান গোরস্থানে তার কবরটিতে এতদিনে
জংলার চাষবাস আর কেঁচোর রাজত্ব।
শুনলাম ওর প্রিয়তমা বউ ‘বিনীতা’র আবার বিয়ে ঠিক হয়েছে; প্রবাসী এক পাত্রের সাথে। শুনে একটু হালকা লেগেছিল। অনুপটা যেখানেই থাক সে’ও নিশ্চয়ই জানে এ খবর। আর এ খবরে তারও তো খুশিই হওয়ার কথা। নাকি অতৃপ্ত আত্মারাও ঈর্ষাকাতরতায় ভোগে..? জানিনা…

ধুর শালাহ, কি যে লিখলাম, কি যে লিখব, কি যে লিখতে চাচ্ছিলাম…
কিছুই হচ্ছে না…হবে না হয়ত…
শুধু বলতে পারি – ‘তুই ঠিক করিসনি, আমাদের একা ফেলে পালানো তোর ঠিক হয়নি…

মার্শেল অনুপ গুদা

মার্শেল অনুপ গুদা


——————————————

শেষবার কফিনের মাঝে যখন
ওর মুখটা দেখি…
তখনও ঠোঁটের কোনে সেই হাসি
যেন বলছে…
বন্ধু, এখন পারিনি তাতে কি…
তুইও আয়, ফের হবে
দু জনে মিলে মৌজ মেরে
চুটিয়ে জল গিলব আর
চিৎকার করে বলব-
ঈশ্বর…
আমায় অতৃপ্ত কর
আমাদের অসুখ দাও
কারন তুমি…
যা চাই তার উল্টোটাই তো দাও।।

— কৃতজ্ঞতাঃ শরীফ খিয়াম আহমেদ ঈয়ন

১,৪২৮ বার দেখা হয়েছে

২২ টি মন্তব্য : “ধুর শালাহ, তুই ঠিক করিসনি…”

  1. রেজওয়ান (৯৯-০৫)

    অনুপ আমার ক্যাডেট কলেজের বন্ধুদের বাইরে গড়ে ওঠা গুটিকয়েক বন্ধুদের মধ্যে অন্যতম একজন........আজ তার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী........ সবাই দোয়া করবেন.........

    জবাব দিন
    • মাঈনুল (১৯৯৬-২০০২)
      এই তিনটি কমেন্টের তিনজনকেই বলছি, পোস্টের দুই একটা লাইনতো অন্ততঃ চোখে পড়ে যেকোন একটা পোস্টে ঢুকার সময়। এরপরেও এরকম কমেন্ট করে কোনধরণের দায় স্বীকার না করে কমেন্ট দেয়ায় এটাও প্রমাণিত যে তোমাদের কেউই পোস্টটি এরপরে পড়ে দেখোনি।
      খুবই দুঃখজনক।

      দুঃখিত অনুপ, স্যরি সবাই। ~x( ~x( ~x(

      জবাব দিন
    • কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

      এই তিনটি কমেন্টের তিনজনকেই বলছি, পোস্টের দুই একটা লাইনতো অন্ততঃ চোখে পড়ে যেকোন একটা পোস্টে ঢুকার সময়। এরপরেও এরকম কমেন্ট করে কোনধরণের দায় স্বীকার না করে কমেন্ট দেয়ায় এটাও প্রমাণিত যে তোমাদের কেউই পোস্টটি এরপরে পড়ে দেখোনি।
      খুবই দুঃখজনক।


      সংসারে প্রবল বৈরাগ্য!

      জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।