সিলেট এসেছি প্রায় ৩ মাসের কাছাকাছি, কিন্তু কোথাও যাবার সুযোগ করে উঠতে পারছি না । কোর্সের কঠিন সিডিউলে মাথা খারাপ হয়ে যাবার মত অবস্থা, তারপরও ছুটির দিনগুলোতে এদিক সেদিক চলে যাই…অনেক জায়গাতেই এখনও যাওয়া হয় নি, আশা করছি যে কোর্স শেষে সেগুলোও ঘুরে আসব। আসলেই চমৎকার জায়গা এই সিলেট, অনেক চমৎকার চমৎকার জায়গা আছে ঘুরে বেড়ানোর জন্য, যারা এখনও সিলেট আসেন নি একবার ঘুরে যেতে পারেন……
যেসব জায়গা গুলো ঘুরেছি সেগুলোর ছবি নিয়েই এইটা দিয়ে দিলাম 🙂

জাফলং,পিছনে ভারতের ডাউকি সিটি

নৌকা গুলো বড়ই ভয়ঙ্কর !!!! ডুবে যায় যায় অবস্থা

এই রকম নৌকাতেই শেষমেশ আমরা ১৪ জন !!!

অসাধারন জায়গা !!! যদিও ঐটা ভারতের...

গোসল পর্ব, বীচ এর চেয়ে কোন অংশে কম না

তামাবিল ০০ কি.মি,

জাফলং এর পথে,রাস্তার পাশে....

আমার বাইকিং এর সেরা অভিজ্ঞতা....দারুন পথ।

ভারতের ডাউকি সিটি.....!!!!

স্বচ্ছ কাচের মত পানি.....

মেঘ আর পাহাড়ের মিশে যাওয়া, এত সুন্দর দেখা যায় !!!

ফিরে এসে, সিলেট ক্যাডেট কলেজে স্থাপিত সৌধ !!!!

এবং !!!! সিলেট ক্যাডেট কলেজ

কলেজের পাশেই পর্যটন কেন্দ্র

পরেরদিন, পাথরকুয়ারী'র পথে....

সব জায়গাতেই নৌকা ভ্রমন, ভিউগুলো চমৎকার

পাহাড়ের চূড়ায় ভারতের চেরাপুঞ্জি,১০০ গজ দূরে বর্ডার

নো ম্যানস ল্যান্ডে !!!
আরও অনেক জায়গা বাকি আছে, এখনও মাধবকুন্ড,শ্রীমঙ্গল যাওয়া হয়নি। পরবর্তীতে সেগুলোও আসবে ।
আহসান ভাই এখনও কবুতরের রোস্ট খাওয়ায় নাই :(( তবে তিনি বলেছেন এক্সাম শেষ করে তাও হবে ;;; সেটা নিয়েও একটা ব্লগ দেবার আশা রাখছি :party:
আপাতত এই পর্যন্তই..সবশেষে……সিসিবি তোমাকে বড়ই মিস করি…কোর্সটা শেষ করেই আবার ফিরে আসব তোমার কাছে । টা টা
:dreamy: :dreamy:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
এইরকম ভাব কেন????
O.W, B.C.C করার সময় যান নাই ????
নাকি পড়তে পড়তে দিশা হারাইছিলেন??? 😛 😛
আরে গেছি বলেই তো ঐ সময়ের কথা মনে পড়ে যাচ্ছে...
( দিশা নামে তো কাউরে চিনতাম না...বটেশ্বরে ঐ নামে কাউরে খুঁজে পাইছিস নাকি ? )
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
বটেশ্বরে সব পাওয়া যায় ;;; ;;; ;;;
আমাদের কলেজে স্মৃতিসৌধটা আবার কবে হলো??
বড়ই ভালো লাগলো জায়গাগুলো দেখে,পরিচিত অনেককেই দেখে...
এসব জায়গাতে বন্ধুদের সাথে অনেক স্মৃতি আছে... 🙂
তা তো জানি না :no:
কলেজে ঢোকার পর এডজুটেণ্ট বলল একটা একটা সৌধ আছে তাই গেসিলাম 🙂
৯৯ ব্যাচের পোলা সবগুলা য্যান আগুনের গোলা... B-) B-) B-) :gulli2: :gulli2:
সিলেট ক্যাডেট কলেজের ছবিটা ফাটানি হইসে... :goragori: :goragori: :khekz: :khekz: :khekz:
আর কইস না, এডজুটেন্ট রে কইয়া কলেজে ঢুকছি...নামাজের টাইমে, সে কইল তোমরা হাউসে যাইও না, কিন্তু আমরা তো ... 😉
হাউসে ঘুরতেসি...হঠাৎ দেখি বসেও চইলা আসছে...... 😛 😛
তারপরে আর কি করা, :grr: :grr:
পোলাপাইন রে মসজিদের সামনে থেকেই টা টা দিলাম :))
আমারো সিলেটে যাইতে মন চায়। :((
রেজু ভাইরে অনেকদিন পরে দেখলাম মনে হয়। :grr:
কি করব বলেন ভাবী... 😕 😕
কোর্স করতে করতে জানে পানি নাই :(( :((
কাইন্দোনা ভাইয়া ... চক্ষের পলকে দেখবা, কোর্স শেষ। 😀
;;) ;;) ;;) ;;) ;;)
পাত্রী চাই বিজ্ঞাপন নাকি? :gulli2: :gulli2:
আছে নাকি তোর হাতে ????? ;;; ;;;
ওই এক কাম কর, ঘুইরা যা সিলেট, কোন এক উইক এন্ড এ :gulli2:
আমরা আছি, মাসুদ,ফিরোজ, হাসান, রাকিব, আমিন....আইয়া পর :awesome:
রেজু মামা পাত্রীর রেজুলেশন কেমন লাগব জানা :grr: :grr: :grr:
ভাল লাগলো...... ow কোর্সের সময় গুলোর কথা মনে পড়ে গেল......
সেইটা তো বাকি ই আছে......ভবিষ্যতে আরও আসা হবে, সেই জন্য চিন্তা করতেসি এই বারেই কিছু একটা কইরা ফালাবো ;;; ;;;
দীর্ঘমেয়াদী পরিকল্পনা...... ভালু...ভালু... খালি অডিওটা একটু চেক করে নিস
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
:(( :(( :(( সিডাই তো প্রিব্লেম 😕 😕 😕
ফুরিগো খতা শুনলেই ডর লাগে :khekz: :khekz:
:thumbup:
:hatsoff:
ভালই মজা।... :party:
পোলাগুলারে অনেকদিন পর দেখলাম একসাথে। :-B
😡 😡 এতদিন কি ঘুমাইয়া ছিলি নাকি ??? :chup: :chup:
আর্মি পোলাপাইনগুলারে একসাথে দেখা যায় না সচরাচর। গ্রুপ ছবিগুলা বান্ধায় রাখিস। 😛 🙂
কত্তোদিন পর :hug: :hug:
কিমুন আছেন? সিলেটী ফুরিদের নিয়া দুই চাইরটা ফটুক দিলেন না ক্যান!! 😡
ট্রেনিং কেমন যাচ্ছে ভাইয়া?
ডাউকি সিটিতে যাইতে মঞ্চায় :goragori: :goragori:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
সিলোঠি ফুরি গো একটাই সমস্যা 😛 😛 😛
তাদের ভিডিও ভাল কিন্তু অডিও পুরাই খ্রাপ :grr: :grr: :grr:
কেউরে আবার হিট করলাম নি 😕 😕 😕
মিউট কইরা নিবেন :-B
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
এক্কেরে মনের কথাটা কইসোস। আমি হেগোরে কষ্ট কইরা english কইতে কই।উনাদের bangla শুনলে ডর লাগে।
=)) =)) =)) =)) =))
ধন্যবাদ রেজওয়ান, চমৎকার সব ছবি। নস্টালজিক কইরা দিলা! :dreamy: '৭৯-এ আমাদের ব্যাচের এক্সকারশন ছিল সিলেটে। জাফলং, তামাবিল, ডাউকি নদী তখন দূর্দান্ত সুন্দর ছিল। একেবারে ভার্জিন বলা যায়। মানুষের নোংরা হাত তখন পড়েনি। পরে আরো বেশ কয়েকবার জাফলং গেছি। পাথর খেকোরা ততদিনে সবকিছু ধ্বংস করে দিয়েছে। তামাবিল পরিণত হয়েছে কয়লার ভাগারে। মাধবকুণ্ড, চা-বাগান, বাগানে ক্যাম্প-ফায়ার, ছাতক সিমেন্ট কারখানা- সব ঘুরে দেখেছিলাম সেবার।
তখন সিলেট ক্যাডেট কলেজ রূপান্তরের প্রক্রিয়া চলছে। ছুটি চলছিল। আমাদের অস্থায়ী বাসস্থান হয়েছিল সেখানে। :thumbup:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
তোরা আর কতদিন আছিস সিলেটে? তাইলে একটা ট্রাই মারা যায় রায়হান, তুহিন, মহিব যদি রাজী থাকে 😡
সাতেও নাই, পাঁচেও নাই
উপরের কমেন্টটা @ রেজওয়ান।
ভুলে সানা ভাইয়ের রিপ্লাই হয়ে গেসে ~x(
সাতেও নাই, পাঁচেও নাই
আছি ঈদ পর্যন্ত......আসলে তারাতারি আয়, কারন কয়েকদিন পর বিজি হইয়া যাব। শুক্র শনি দুই দিন ঘুইরা যাবি 😀 😀
কুইক কর :awesome: :awesome:
ধন্যবাদ বস :salute: :hatsoff:
আরে রেজওয়ান 🙂 ভাল আছিস তাইলে 🙂
মানুষ তার স্বপ্নের সমান বড়
এইত আছি বাইচ্যা 😀
ভোলাগঞ্জ গেছিলা? না গেলে প্ল্যান কর - ডোন্ট মিস।
🙂 🙂
Life is Mad.
২য় দিনের ছবিগুলো ভোলাগঞ্জের......কেউ বলে পাথরকুয়ারী 😛 😛
স্মৃতিসৌধটা বেশ কিছুদিন আগে হয়েছে। আমাদের হাউজের পিছনে। আগে জঙ্গল ছিলো।
বাগান করার জন্যে খোড়াখুড়ির এক পর্যায়ে অনেক গুলির খোসা পাওয়া যায়। পরে অনুসন্ধান করে জানা গেছে এখানে মুক্তিযোদ্ধাদের গনকবর ছিলো। তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে তৎকালীন প্রিন্সিপাল কলেজের বাজেট থেকে এই স্মৃতিসৌধটা করেছেন। (এই সুযোগে সেই প্রিন্সিপাল স্যারের প্রতি শ্রদ্ধা জানাই, আমি তার সাথে পরিচিত হয়েছিলাম একবার , এখন নামটা ভুলে গেছি)।
খুব সুন্দর হয়েছে সৌধটা।
আমার কাছেও একটা ছবি আছে, রিউনিয়নে তুলেছিলাম। এখানে দিলাম।
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
খুবি সুন্দর হয়েছে এটা... :salute:
শুধু একটু বেশী পিছনে হয়ে গেছে এই যা 😕 😕
দারুন করছেতো :clap: :clap:
রায়েরবাজারেরটার মতন ডিজাইন মনে হচ্ছে। চমৎকার :boss:
সেই প্রিন্সিপ্যাল স্যারকে :salute:
সংসারে প্রবল বৈরাগ্য!
প্রিন্সিপ্যাল স্যারকে :salute:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
আরে, এতো দেখি আমাদের রেজওয়ান। অনেকদিন পর। :clap: :clap:
সংসারে প্রবল বৈরাগ্য!
:hug: :hug: কেমন আছেন বস :hug: :hug: :hug:
দোয়া কইরেন...ইনশাল্লাহ ঈদের পর আবার নিয়মিত হয়ে যাব... :salute:
তোমার যতখনি বাচ্চা মনে করেছিলাম, তুমি দেখি তার থেকেও বেশী বাচ্চা। 😛
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
তোমারে* 😛
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
:shy: :shy: :shy: :shy: :shy: :shy:
বাহ্! দারুণ! :thumbup:
দারুন।
তুই তো ......কোর্সে খুব বিজি ছিলি না?চইলা আয় আমরা রনকেলি যাই............মজা হবে
মিশেল ভালো হইয়া যা x-( রনকেলি'র কথা ভুইল্যা যা x-(
নাইলে কাহিনী ফ্ল্যাশ কইরা দিমু :grr: :grr: :grr: