নাম না জানা শহীদ মুক্তি যোদ্ধাদের কথা ভেবে
যাও পাখি, উড়ে যাও,অন্য কোথাও
এখানে ঘুমিয়ে আছে এক বিপ্লবী
তোমাদের গানে তার ভেঙে যাবে ঘুম
চারিদিক হয়ে থাক নিথর নিঝুম
শুয়ে আছে গায়ে দিয়ে ঘাসের চাদর
কোথায় প্রেমিকা তার হায়
কে করে আদর
রাইফেল পড়ে আছে তার
হাতে নেই ধারালো ড্যাগার
বিপ্লবী মিশে আছে এ মাটির সাথে
সব চেয়ে ভালো যাকে বেসেছিলো সে
যেতে যেতে বলেছিলো নেড়ে দুই হাত
যদি রোখে সকলেই রেখে কাঁধে কাঁধ
কেটে যাবে দুর্দিন আর কালো রাত
***
বহু দিন হয়ে গেছে পার
বিপ্লবী জেনেছে কী আর ?
চেপে নেই সেই মহা ভার
খসে গেছে বিকল শিকল
চমৎকার কবিতা সাইদুল, একেবারে হৃদয়ের মর্মে গেঁথে যায়।
"খসে গেছে বিকল শিকল" - খুব সুন্দর কথা দিয়ে শেষ হয়েছে কবিতা।
সব বিপ্লবীদের আত্মা চিরশান্তিতে ঘুমাক!
আপনার মন্তব্য বরাবরই ইন্সপায়ারিং। আপনাকে অনেক ধন্যবাদ
যে কথা কখনও বাজেনা হৃদয়ে গান হয়ে কোন, সে কথা ব্যর্থ , ম্লান
নেক্সট ভিডিওব্লগে পড়বানি কিন্তু.......
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
আমরা 'মুমিসিং' এর লুকেরা বলতাম, নেক্সট ভিডিওব্লগে পড়মুনে, পারভেজ ভাইয়া 😛
তোমাদের মুমিসিং তো বরিশালের মতই জনপ্রিয়।
যদিও নোয়াখালি সবচেয়ে জনপ্রিয়।
সিসিবিতে সুযোগ পাইয়ে আমাগে নড়াইলের ইট্টু পাবলিসিটি করতিছি।
কিরকম বুঝতিছো?
😀 😀 😀
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
জেলাপ্রীতি বন্ধ করুন। নির্বাচনী আচরণ বিধি মেনে চলুন! :grr: :grr:
বাউনবাইড়াও গাঙত ভাইস্যা আয় নাই।
বাই দ্য ওয়ে পারভেজ ভাইয়ের ভিডিওব্লগ????! এই খনি চোখে পড়ে নাই কেন? 😮
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
ভিডিও ব্লগ পাবা এইখানে...
বিভাগ নাই। ট্যাগ দিয়েছিলাম, হয়ত চোখে পড়ে নাই। আর যে হারে লিখা আসছে, কখন যে দ্বিতীয় পাতায় চলে যায়, টেরই পাই না।
তবে এইটা মন খারাপ না বরং দারুন মন ভাল করা একটা ব্যাপার...
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
দুটো শুনে এলাম একটু আগেই। আমি আগেই দেখেছিলাম কিন্তু কোন কারণে চোখ এড়িয়ে গিয়েছিল। এখন দেখছি বেশ কয়েকটি লিখা (দ্বিতীয় পাতায়) চোখ এড়িয়ে গিয়েছে। প্রচুর লিখা আসছে। ব্যাপারটা আসলেই তেতো-মিষ্টি। ;))
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
জেলাপ্রীতিকে ফৌজে বলে গেরাইবাজি। সারা বিশ্ব জুড়ে আছে। এবং থাকবে।
বাউনবাইড়াও গাঙত ভাইস্যা আয় নাই।
সহমত, মোকাব্বির।
যে কথা কখনও বাজেনা হৃদয়ে গান হয়ে কোন, সে কথা ব্যর্থ , ম্লান
😛 আপনিও কি বাউনবাইড়ার লুক নাকি?
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
নড়ালির লোক
যে কথা কখনও বাজেনা হৃদয়ে গান হয়ে কোন, সে কথা ব্যর্থ , ম্লান
:boss: :boss:
বরাবরের মতোই অসাধারণ লেখা, ভাইয়া! আপনার অণু কবিতাগুলোও এখানে দেখতে চাই।
ধন্যবাদ, সাবিনা
যে কথা কখনও বাজেনা হৃদয়ে গান হয়ে কোন, সে কথা ব্যর্থ , ম্লান
তুমি পড়লি ইডারে কবিতা মনে অবেনে, এহনও মনে অচ্ছে না পারভেজ
যে কথা কখনও বাজেনা হৃদয়ে গান হয়ে কোন, সে কথা ব্যর্থ , ম্লান
তুমি পড়লি ইডারে কবিতা মনে অবেনে, এহনও মনে অচ্ছে না
যে কথা কখনও বাজেনা হৃদয়ে গান হয়ে কোন, সে কথা ব্যর্থ , ম্লান
এখনও ব্লগের নিয়ম কানুন আত্মস্থ হচ্ছে না। পারভেজকে দিলাম জবাব, গেল সাবিনার কাছে।
যে কথা কখনও বাজেনা হৃদয়ে গান হয়ে কোন, সে কথা ব্যর্থ , ম্লান
যার মন্তব্যের উত্তর দিতে চাইছেন ঠিক সেই মন্তব্যের নিচের "জবাব দিন" লিংকে ক্লিক করুন। সেই ব্যক্তির মন্তব্যে যদি একাধিক উত্তর আগেই দেয়া হয়ে থাকে তবে আপনার নতুন মন্তব্যটি সবার শেষে জমা হবে। যেমন আমি এখন সরাসরি আপনার মন্তব্যের উত্তর দিলাম।
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
ধন্যবাদ, শিখলাম
যে কথা কখনও বাজেনা হৃদয়ে গান হয়ে কোন, সে কথা ব্যর্থ , ম্লান
বাঙলাদেশ অমরদের দেশ। এ-দেশের প্রতি বর্গমিটার মাটির নিচে পাঁচ জন করে অমর ঘুমিয়ে আছেন। হুমায়ুন আজাদ - প্রবচনগুচ্ছ - ১৪১
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
সম্ভবত পানি বাদ দিলে তাই, বাদ না দিলে হিসেবটা পনর'র চেয়ে বেশি
যে কথা কখনও বাজেনা হৃদয়ে গান হয়ে কোন, সে কথা ব্যর্থ , ম্লান
এত চমৎকার একটি কবিতা! অসাধারণ সাইদুল ভাই।
দেখি এখন কোন ভাই যদি এটার আবৃত্তি পোস্ট করেন! 😀
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
ধন্যবাদ মোকাব্বির
যে কথা কখনও বাজেনা হৃদয়ে গান হয়ে কোন, সে কথা ব্যর্থ , ম্লান
দারুন লাগলো :boss:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
ধন্যবাদ, আহসান কবিতাটি লিখেছিলাম সম্ভবত ১৯৮০ সালে
যে কথা কখনও বাজেনা হৃদয়ে গান হয়ে কোন, সে কথা ব্যর্থ , ম্লান
খুব ভালো লাগল।ভাই।
আমার একটা প্রিয়।গান- বাংকার
এলআরবিরস্বপ্ন। এলবামে র।
--" তার পর থেমে গেছে যুদ্ধ
কেউ রাখেনি যোদ্ধার খবর
এক বুক বিষাদের। বাংকার
হয়ে গেছে যোদ্ধার। কবর।"
পুরাদস্তুর বাঙ্গাল
গানটা শোনা হয়নি মোস্তাফিজ, তোমার মন্তব্য পড়ে শুনতে ইচ্ছে করছে
যে কথা কখনও বাজেনা হৃদয়ে গান হয়ে কোন, সে কথা ব্যর্থ , ম্লান
Bunker - LRB Ayub Bachchu: https://youtu.be/rI2iYJZhk9A
পুরাদস্তুর বাঙ্গাল
গানটা খুব একটা শ্রুতিমধুর নয়।
কিন্তু কথাগুলো দারুণ।
পুরাদস্তুর বাঙ্গাল
মোস্তাফিজ, তোমার কল্যাণে শুনেছি। কথা গুলো দারুন
যে কথা কখনও বাজেনা হৃদয়ে গান হয়ে কোন, সে কথা ব্যর্থ , ম্লান
অনেক দিন আগে ঝিনাইদহ ক্যাডেট কলেজে ২১শে ফেব্রুয়ারী (নাকি ১৬ই ডিসেম্বর) অনুষ্ঠানে একটা আবৃত্তি শুনেছিলাম তাতে এক লাইন ছিল " শেকল তো শেকল ই তার কোন সোনা লোহা নেই..." যদ্দুর মনে পড়ে ওখানে আপনার একটা ভূমিকা ছিল...ভূল বললে শুধরে দেবেন প্লিজ।
তুমি এত মনে রাখো কিভাবে মাহবুব? লাইনটা ছিলোঃ
সোনার হলেও তা শুরু তো !
যে কথা কখনও বাজেনা হৃদয়ে গান হয়ে কোন, সে কথা ব্যর্থ , ম্লান
:shy: কি ভাবে যেন মনে আছে, তবে আমার স্মরন শক্তি কিন্তু ভাল না। কবিতাটা তো আপনার লেখা ছিল, ঠিক না?
মাহবুব,
মোবাইলে লেখার বিড়ম্বনা অনেক l লাইনটা ছিলঃ
সোনার হলেও তা শিকলই তো
হ্যা, আমারই লেখা, এখানে শুধু ওই কটি লাইন ই নতুন করে লিখেছি
যে কথা কখনও বাজেনা হৃদয়ে গান হয়ে কোন, সে কথা ব্যর্থ , ম্লান