একজন কবির মৃত্যু ও নীল বোতাম

একজন কবির মৃত্যু ও নীল বোতাম

পশ্চিমে তেমনি করে ধূসর মেঘ জমে
আগের মত সকাল গড়িয়ে সন্ধ্যা আসে
ফাগুনের বাতাসে আমের বোলের মিষ্টি সুবাস,
সবই আছে পুরাতন আগের মত
শুধু নেই তুমি।

তুমি নেই বলে
রংধনুর রঙ আজ বিবর্ণ,
রঙচটা আমার বহু পুরনো জামার মত।

তুমি নেই বলে
আমার সারা দেহে হাসের মত পালক,
আমি শীতের সকালে একা ভেসে বেড়াই লেকের জলে,
আমার কালো স্বচ্ছ চোখে সাথী হারানোর কান্না,
সাইবেরিয়ার শুভ্র তুষারে ঢাকা তার দেহ।

তুমি নেই বলে
নীল বোতামটা আমার বুক পকেটে থাকে,
আর প্রতিটি হৃৎস্পন্দনে বলে তোমার নাম

এই কবিতার বাকি অংশ আমার জানা নেই, কারণ কবির মৃত্যু।আমরা বন্ধু ইকবাল হঠাৎ চলে গেল।এটা ওর লেখা শেষ কবিতা।আমার খুব জানতে ইচ্ছা করে নীল বোতামের কাহিনী।তবে কখনো ওর সাথে দেখা হলে জেনে নেব।

৬৯৯ বার দেখা হয়েছে

৩ টি মন্তব্য : “একজন কবির মৃত্যু ও নীল বোতাম”

    • সাদিক (২০০০-২০০৬)

      আমি আমার জীবনে অনেক বই পড়েছি। রকির জানে কলেজ লাইব্রেরীর আমি সদব্যাবহার করে নিছি।দুইটা লেখা পড়ে আমার অনেক রাত ঘুম হয়নি, শুধু ভেবেছি এর পরের কাহিনীটা কি হতে পারে----------
      এক হল রবীন্দ্রনাখ ঠাকুরের "ক্ষুধিত পাষাণ"
      আর সবার কাছর অচেনা আমার এই বন্ধুর কাছে থাকা নীল বোতামটার কাহিনী"

      জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।