পূর্ব-কথন:ইহা একটি নব-দাম্পত্যের গান।এখানে নব-দম্পতিদের কিছু অনুভূতি কপি-পেস্ট করা হয়েছে।যাদের এখনো সেই বিশেষ সময়টিতে পৌছাবার সৌভাগ্য(কিংবা দুর্ভাগ্য)হয়নি,তারা চোখ বন্ধ করে কল্পনা করে নিতে পারেন। আর যারা সেই সময়টি পার করে এসেছেন তারা একটু কষ্ট করে স্মৃতিচারণ করে(জাবর কেটে)নিবেন।ধন্যবাদ।
মেঘ-জল বৃষ্টিতে
কিছু অনা-সৃষ্টিতে
কাক-ভেজা চেহারায়
চোখা-চোখি আয়নায়
চলে যাই অতীতে
সাদা-কালো স্মৃতিতে
কোনো চেনা ঠিকানায়
আবার এক হয়ে যাই……..দু-জনায়।
তুমি আর আমি…আমি আর তুমি
আর তো কিছু না-জানি
আর তো কিছু না-মানি
রূপকথার ই রাজা-রাণী
আমি আর তুমি…রাজা আর রাণী।
ঘুম,না-আসা মাঝ রাতের গল্পে
দুইটা চুমুক,একটা কফির কাপে
সকালের নিয়মিত আল-সেমিতে
দিন-শুরুর ছুটো আর ছুটিতে
শত কাজের তীব্র ব্যস্ততায়
যানজট-ময় ফিরতি রাস্তায়
মন করে কেমন-কেমন হায়
ক্ষনিকের এই দুঃসহ বিচ্ছিন্নতায়
আবার এক হওয়ার প্রতিক্ষায়
আনমনে শুধু প্রহর গুনে যাই……দু-জনায়।
[আমি আর তুমি …………
…………………..
……….রাজা আর রাণী]
নিশ্চুপ-নিথর নীরবতায়
কিংবা হাজার কথা-মালায়
খুনসুটি আর অভিমানে
মান ভাঙ্গানোর আয়োজনে
কত গান-গল্প আর কবিতায়
প্রিয় নাটক কিংবা সিনেমায়
দুঃখ-সুখের আসা-যাওয়ায়
চলছে-জীবন তার-ঠিকানায়
আর স্বপ্ন-ডানায় উড়ে বাস্তবতায়
বারবার ফিরে ফিরে আসি হায়…….দু-জনায়।
[আমি আর তুমি …………
…………………..
……….রাজা আর রাণী]
১ম
অভিনন্দন!... :clap:
পারলে আর একবার পড়....
ছড়াটা ভালোই হইসে 😀 :thumbup:
আমি আর তুমি…রাজা আর রাণী 🙁 :dreamy:
"Never think that you’re not supposed to be there. Cause you wouldn’t be there if you wasn’t supposed to be there."
- A Concerto Is a Conversation
ধন্যবাদ দোস্ত.....
লেখাটা নিয়ে যে কি হলো.....যাই হোক আর একবার পইরা নিস....
:clap:
:grr: :grr: কিরে বিয়া করছস নি?
নিজেরে নব-দম্পতি ভাবস?? 😉
নইলে এই কোবতে ক্যামতে পয়দা করলি রে?তাগো অনুভুতি তুই জানস কেমনে?নাকি কেউ শেয়ার করে? =)) =))
করি নাই তয় করবার মন চায় :shy: :shy:
ভাই মাঝে মাঝে অভিজ্ঞতার চেয়ে কল্পনার দৌড় বেশি কাজে দেয়...
..... 🙂
বাঙ্গালি না কোরিয়ান দম্পতি?????
:)) :))
R@fee
অবস্যই বাঙালি....পুরাটা পড়লে বুঝবি...আর একবার পড়িস...আর কোরিয়ান গো এত তেল নাই.....হেরা বাচ্চা পালার ভয়ে বিয়া ই করবার চায় না.... 🙂
ছড়াটা ঝাক্কাস !!
কিন্তু তোর তো এখন ও বিয়ের বয়েস হয়নি রে রিফু,তাইলে ক্যামনে কি?!
ধন্যবাদ আপু.... 🙂
আসলে এটা ছড়া না...প্রথমে পোস্টিং এ প্রবলেম ছিল....আর একবার পইড়েন....আর কাগজ কলমের বিয়ার বয়স না হইলেও অরিজিনাল বয়স হইয়া গেছে....আর মনের বয়স তো সেই কবেই হইছে.... :shy:
রিফু ডাকটা শুনে কেমন যেন ধাক্কা লাগলো....পিচ্চিকালে আমার নানী(মৃতা)...আদর করে আমাকে এই নামে ডাকত...অনেকদিন পর শুনলাম...
পড়লাম না 😐
একবার রিস্ক নিয়া চেষ্টা করতে পারেন 🙂
বিয়ে কি কইরা ফেলছ নাকি করবা???? :))
ভাল হইসে ছড়াটা...। :thumbup:
পারলে আর একবার পরো.....
এখনো করি নাই তয় করবার মন চায় :shy: :shy:
একটু ঘুমাইছিলাম....উইঠা তো আন্ধার দেখতেছি....আমার লিরিক রে ছড়া বানায়ে দিল কে>? ~x(
আর ও দুইটা প্যারা ছিল ......গেল কই...? কিছুই ঠাওর করতে পারতেছিনা.....কি ভুল হইলো....হেল্প মি.....কি করব?
যারা এই লেখটি পড়েছেন.....তাদেরকে কষ্ট করে আর একবার পড়ার জন্য অনুরোধ করছি....কেন জানিনা প্রথম বার অনেক খানি বাদ পরে গেছে....
এইটা তো নতুন একটা গানের পাইরেটেড কপি মনে হচ্ছে........"এক যে ছিলো রাজা,আর একটা যে রাণী.........", যদিও আসলে না..........হালকা অশ্লীলতা,এইখান্টাতে........"আবার এক হয়ে যাই……..দু-জনায়"...... :clap: :clap:
ভাই,নতুন গানটা কাদের...??আমি তো এখনো শুনি নাই....তপুর গান? অশ্লীলতা তো vai anek khetre pathoker vabnar upor nirvor kore ....[.beyadobi hole agam :frontroll: :frontroll: :frontroll: suru kore dilam....
:boss: ৫ তারা
চ্যারিটি বিগিনস এট হোম
ভাই ধন্য হয়ে গেলাম.... :shy:
যাদের জন্য লিখলাম...তাদের কারো মন্তব্য না পাইয়া কিঞ্চিত হতাশ ছিলাম... 🙂 স্মৃতিচারণ করে কি মজা পাইছেন ...??
......অভিজ্ঞতার ঝুলি থেকে কিছু অনুভুতি নিয়া একটা ব্লগ নামায়ে ফেলেন.. 🙂
তোর্কিনয়াবিয়াহৈছে? বিয়া করার পরে আর এত রোমান্স থাকবো না।
শওকত ভাইয়ের পোস্টটা পড়স নাই? রোমান্স কইরা বউয়ের চুলে হারাইতে গিয়া ভাত, ডাইল, রুটি সব কিছুই চুলে চুলময় হয়া যাইবো।
গান ভাল। রেকর্ডিং এর পরে আপলোড কইরা দেখিস, শুনুম নে।
ভাই,আগেই কইছি এইটা একটা নির্দিষ্ট সময়ের[বিবাহ পরবর্তী ১ বা ২ বছর]...অনুভূতি....এই সময় ভাতে চুল পাইলেও মুখ দিয়ে রোমান্টিক কিছু বের হইয়া যাইব...চুল তার কবেকার.....টাইপ.......যদিও আমার কোনো অভিজ্ঞতা নাই...... 🙂
ব্লগের নূপুরীয় কবিতা আবার। (নূপুর ভাই বহুদিন লেখে না)
ভাই নুপূর ভাইয়ের কথা বলে বিশাল লজ্জায় ফেলে দিলেন.... :shy: :shy: ..ওনার ৪ লাইনের একটা কবিতায় যে গভীরতা,ম্যাচুরিটি,মেসেজ থাকে সেটা অতুলনীয়...ঈর্ষনীয়.....
আমার এগলা তো :just: কিছু সস্তা অনুভুতির সহজ-প্রকাশ....