আমি আর তুমি…(রাজা আর রাণী)

পূর্ব-কথন:ইহা একটি নব-দাম্পত্যের গান।এখানে নব-দম্পতিদের কিছু অনুভূতি কপি-পেস্ট করা হয়েছে।যাদের এখনো সেই বিশেষ সময়টিতে পৌছাবার সৌভাগ্য(কিংবা দুর্ভাগ্য)হয়নি,তারা চোখ বন্ধ করে কল্পনা করে নিতে পারেন। আর যারা সেই সময়টি পার করে এসেছেন তারা একটু কষ্ট করে স্মৃতিচারণ করে(জাবর কেটে)নিবেন।ধন্যবাদ।

মেঘ-জল বৃষ্টিতে
কিছু অনা-সৃষ্টিতে
কাক-ভেজা চেহারায়
চোখা-চোখি আয়নায়
চলে যাই অতীতে
সাদা-কালো স্মৃতিতে
কোনো চেনা ঠিকানায়
আবার এক হয়ে যাই……..দু-জনায়।

তুমি আর আমি…আমি আর তুমি
আর তো কিছু না-জানি
আর তো কিছু না-মানি
রূপকথার ই রাজা-রাণী
আমি আর তুমি…রাজা আর রাণী।

ঘুম,না-আসা মাঝ রাতের গল্পে
দুইটা চুমুক,একটা কফির কাপে
সকালের নিয়মিত আল-সেমিতে
দিন-শুরুর ছুটো আর ছুটিতে
শত কাজের তীব্র ব্যস্ততায়
যানজট-ময় ফিরতি রাস্তায়
মন করে কেমন-কেমন হায়
ক্ষনিকের এই দুঃসহ বিচ্ছিন্নতায়
আবার এক হওয়ার প্রতিক্ষায়
আনমনে শুধু প্রহর গুনে যাই……দু-জনায়।

[আমি আর তুমি …………
…………………..
……….রাজা আর রাণী]

নিশ্চুপ-নিথর নীরবতায়
কিংবা হাজার কথা-মালায়
খুনসুটি আর অভিমানে
মান ভাঙ্গানোর আয়োজনে
কত গান-গল্প আর কবিতায়
প্রিয় নাটক কিংবা সিনেমায়
দুঃখ-সুখের আসা-যাওয়ায়
চলছে-জীবন তার-ঠিকানায়
আর স্বপ্ন-ডানায় উড়ে বাস্তবতায়
বারবার ফিরে ফিরে আসি হায়…….দু-জনায়।

[আমি আর তুমি …………
…………………..
……….রাজা আর রাণী]

১,৫৩০ বার দেখা হয়েছে

২৪ টি মন্তব্য : “আমি আর তুমি…(রাজা আর রাণী)”

    • রিফাত (২০০২-২০০৮)

      ধন্যবাদ আপু.... 🙂
      আসলে এটা ছড়া না...প্রথমে পোস্টিং এ প্রবলেম ছিল....আর একবার পইড়েন....আর কাগজ কলমের বিয়ার বয়স না হইলেও অরিজিনাল বয়স হইয়া গেছে....আর মনের বয়স তো সেই কবেই হইছে.... :shy:

      রিফু ডাকটা শুনে কেমন যেন ধাক্কা লাগলো....পিচ্চিকালে আমার নানী(মৃতা)...আদর করে আমাকে এই নামে ডাকত...অনেকদিন পর শুনলাম...

      জবাব দিন
  1. রিফাত (২০০২-২০০৮)

    একটু ঘুমাইছিলাম....উইঠা তো আন্ধার দেখতেছি....আমার লিরিক রে ছড়া বানায়ে দিল কে>? ~x(
    আর ও দুইটা প্যারা ছিল ......গেল কই...? কিছুই ঠাওর করতে পারতেছিনা.....কি ভুল হইলো....হেল্প মি.....কি করব?

    জবাব দিন
  2. এইটা তো নতুন একটা গানের পাইরেটেড কপি মনে হচ্ছে........"এক যে ছিলো রাজা,আর একটা যে রাণী.........", যদিও আসলে না..........হালকা অশ্লীলতা,এইখান্টাতে........"আবার এক হয়ে যাই……..দু-জনায়"...... :clap: :clap:

    জবাব দিন
  3. রিফাত (২০০২-২০০৮)

    ভাই ধন্য হয়ে গেলাম.... :shy:
    যাদের জন্য লিখলাম...তাদের কারো মন্তব্য না পাইয়া কিঞ্চিত হতাশ ছিলাম... 🙂 স্মৃতিচারণ করে কি মজা পাইছেন ...??
    ......অভিজ্ঞতার ঝুলি থেকে কিছু অনুভুতি নিয়া একটা ব্লগ নামায়ে ফেলেন.. 🙂

    জবাব দিন
  4. তোর্কিনয়াবিয়াহৈছে? বিয়া করার পরে আর এত রোমান্স থাকবো না।
    শওকত ভাইয়ের পোস্টটা পড়স নাই? রোমান্স কইরা বউয়ের চুলে হারাইতে গিয়া ভাত, ডাইল, রুটি সব কিছুই চুলে চুলময় হয়া যাইবো।

    গান ভাল। রেকর্ডিং এর পরে আপলোড কইরা দেখিস, শুনুম নে।

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।