একটি সাময়িক পোস্টঃ ভোট চাই, সময় নাই…

বুয়েট এবং বুয়েটমুগ্ধ এবং বুয়েট বিরুদ্ধ সকল ভাই ও বোনেরা…

আমাদের বুয়েটের এক আলোকচি্ত্রী বন্ধু সম্প্রতি কিউবি আয়োজিত একটি অনলাইন আলোকচিত্র প্রতিযোগিতায় প্রথম ২৫ জনের মধ্যে এসেছে।।

ছবিটি ফেসবুকে সবার লাইক দেবার জন্য কাল রাত [৫ তারিখ] ১২ টা পর্যন্ত উন্মুক্ত আছে।মোট লাইকের উপর পুরষ্কার।অতএব এই স্বল্প সময়ে কেডু কেরামতির অপেক্ষায় আছি

প্রথমে qubee এর FB পেইজে লাইক দিতে হবে।

তারপর কিউবি এর বৈশাখী উৎসব আলোকচিত্র প্রতিযোগীতার নবম ছবিটিতে সপরিবার ও সবান্ধব লাইকান এবং শেয়ার মারুন।

FB তে একাধিক একাঊন্ট ধারীরা 😉 আপসে সকল একাউন্ট থেকে লাইকান।কেউ নতুন একাঊন্ট খুলেও লাইক দিতে পারেন [আহ কি মামা বাড়ির আবদার]

বন্ধুর কাছে থেকে ধার নেওয়া সেই গরীবী ক্যামেরার অমূল্য ছবিটিঃ

৯৪৭ বার দেখা হয়েছে

১৫ টি মন্তব্য : “একটি সাময়িক পোস্টঃ ভোট চাই, সময় নাই…”

  1. রকিব (০১-০৭)

    ছবিটা দ্বিতীয় হয়েছে।

    একটু অফটপিক কথা কইতে আইলাম। প্রতিযোগিতার বাকী ২৪টাও উলটে পালটে দেখলাম। একটা প্রশ্ন আসলো মনে?
    ১) ছবিগুলো কি টেকনিক্যালিটির বিচারে মনোনীত নাকি থিমের উপর ভিত্তি করে?
    ২) নিজে ফটোগ্রাফি খুব একটা বুঝি না; তাই গুণগত মান সংক্রান্ত বিচারে যাবো না। তবে একটা জিনিস চোখে পড়লো ছবি সংশ্লিষ্ট ফেসবুকের মন্তব্যগুলো থেকে। দারিদ্র কিংবা নিম্নবিত্তের জীবনাচারণ- এটা বোধকরি পুরো বিশ্বের সুশীল সমাজের কাছে বেশ আকর্ষণীয় টপিক। ছোট্ট উদাহরণ হলো- স্লামডগ মিলিয়নারের অস্কার প্রাপ্তি। (একান্তই ব্যক্তিগত মতামত)।

    সত্যি বলতে আমি নিজেও এই গতানুগতিকতার বাইরে নই। ছবির থিমটা সেজন্য ভালো লেগেছে।


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
  2. ফয়েজ (৮৭-৯৩)

    আহারে দেরী কইরা ফেললাম, একটা লাইক বাড়তো পোলাটার। ছবিটা পছন্দ হইছে, অবশ্য ফেসবুকে এখনো ঢুকি নাই, তাই মন্তুব্য ক্যাপশন এইগুলা নিয়া কিছু কইতেপার্লামনা


    পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।