১) মকবুল হোসেন স্যার। ভূগোল dpt.স্যারের মুদ্রা দোষ ছিল আরকি আরকি বলা।আসলে ব্যাপারটা হয়েছে আরকি,আর বলো না আরকি। স্যার ”এক দিন এসে বলল এই তোমরা শোন আরকি,আমি আরকি আরকি বলা ছেড়ে দিয়েছি আর কি।” তখন পোলাপাইন আর কি বলবে?
২) ইন্টার হাউস ফুটবল কম্পিটিশন। মকবুল স্যার কমেন্ট্রি দিচ্ছে।ফুটবল স্যারের প্রিয় খেলা।তার হাউসের সাদ্দাম ভাই খুবই ভাল খেলছে।স্যার উত্তেজিত হয়ে মাইকে বলে ফেলল “এগিয়ে যাও সাদ্দাম,এবার এক কিক এ দুই গোল হয়েই যাবে আরকি।”
৩) ক্লাস টুয়েল্ভ।আমার জানালায় হলমার্ক থেকে কেনা একটা ভূতের মুখোস ঝুলানো।আফটারনুন প্রেপের বেল দিছে।আমি ঘুমাচ্ছি।মকবুল স্যার HDM.স্যার আমাকে ডাকতে ডাকতে রুমে ঢুকলেন তারপর দৌড়ে বের হয়ে গেলেন।আমি কিছুই বুঝলাম না।রাতে হাউস মাস্টার ডাকল, গেলাম।মকবুল স্যার বললেন “স্যার ওর জানালায় একটা ভূতের মাথা ঝুলানো।দেখে ভয়ে দুপুরে আমার নিজের বুকে ব্যাথা শুরু হয়ে গেছিল।ওইটা পরে যদি জুনিওর ব্লকে রাতে যায় তাইলে ভয়ে কচি বাচ্চারা মারাও যেতে পারে।”আমি টেনসনে পরে গেলাম।এত দেখি এটেম্প টু মার্ডার কেস এ ফাসাইয়া দিলো।হাউস মাস্টার বলল “যাও নিয়ে আস।”নিয়ে গেলাম।দেখেই হাউস মাস্টার বলল “আমি ঠিকই ভাবছিলাম,এটা দেখতে ঠিক তোমার মত।তোমাকে দেখলেও বুকের মধ্যে এমনই লাগে।” ওই রাতে অনেকক্ষন আয়নার সামনে দাড়িয়ে দাঁড়িয়ে নিজে নিজে বুঝলাম স্যার এমনি বলেছে আমি দেখতে এতটা ভয়ংকর না।
৪) জহিরুল হক স্যার।ইতিহাস dpt.আমাদের মফিজুর প্রেপ টাইমে হঠাৎ চেয়ার থেকে দাঁড়িয়ে ডাক দিল “জহির come here.”স্যার সুন্দর চলে আসল।মফিজুর বলল “স্যার ছেলেপেলে বেয়াদব হয়ে গেছে।আপনার নাম ধরে ডাকে।”স্যার বলল “তাই নাকি? who is that bloody?”স্যার রেগে গেলে বলতেন এটা। ঠিক তখুনি মেহেদি দাঁড়িয়ে বলল “স্যার এই মাত্রই মফিজু্র ডেকেছে আপনাকে।” স্যার বিষয়টা তখন ধরতে পারলেন। আর মফিজুর দিল দৌড়।
৫) হসপিটাল থেকে সামাজিক বিজ্ঞান পরীক্ষা দিচ্ছেন ইমরান ভাই আর সালাউদ্দিন ভাই।সব লেখা শেষ। লাঞ্চ পার হয়ে গেছে কেউ খাতা নিতে আসে না। সালাউদ্দিন ভাই আইডিয়া দিল যে ভূগোলের তো সব চিত্র আঁকা শেষ এবার ইতিহাসের চিত্র আঁকি। যেই কথা সেই কাজ। ছাপ দিয়ে এঁকে দিলেন তিতুমিরের বাঁশের কেল্লা।খাতা পেয়ে জহির স্যার তো বেজায় খুশি।তার এত দিনের অভিজ্ঞতায় কেউ কখনও ইতিহাসে চিত্র দেয় নাই।স্যার বললেন এদের পুরষ্কার দেয়ার ব্যাবস্থা করতে হবে।এই খাতা ভাইসপ্রিন্সিপাল কে দেখিয়ে এদের ২জনের সম্মাননার ব্যাবস্থা করতে রওনা হলেন।ভাইয়ারা অনেক কষ্ট করে তাকে বুঝালেন যে তারা কোন সম্মাননা চান না। ভাইসপ্রিন্সিপাল একবার খাতা টা দেখলেই সম্মাননা জুটে যেত কপালে।
:)) :)) :)) :)) :)) :)) :)) :)) :)) :)) :)) :)) :)) :)) :)) :)) :)) :))
ঘটনা সত্যি। সারোয়ার ২৪তম পকক ::salute::
সারোয়ার
তুই আবার দেহি সত্যায়িত করছস লেখা ডারে।
মোর্শেদ_(৯৮-০৪)পাবনা ক্যাডেট কলেজ
:pira: :pira: :)) :))
অসাধারণ ::salute::
থ্যাংস।
মোর্শেদ_(৯৮-০৪)পাবনা ক্যাডেট কলেজ
:)) :)) :)) :)) :))
ধইন্যবাদ ভাই।
মোর্শেদ_(৯৮-০৪)পাবনা ক্যাডেট কলেজ
মকবুল স্যারের আরকি আরকি আর শোনা হয়না আরকি, খুব মিস করি আরকি 😛
ভাই, এই জন্যি তো মনে করাইয়া দিলাম আর কি। :grr: :grr:
মোর্শেদ_(৯৮-০৪)পাবনা ক্যাডেট কলেজ
:)) :)) :)) :))
=)) =)) =)) =))
😀 😀 😀
মোর্শেদ_(৯৮-০৪)পাবনা ক্যাডেট কলেজ
:)) =))
🙂
মোর্শেদ_(৯৮-০৪)পাবনা ক্যাডেট কলেজ
মোর্শেদ ভাই আপনার সিরিজটা দারুন হচ্ছে :boss: :boss: ...আরো লেখা চাই
থ্যাংকু।
মোর্শেদ_(৯৮-০৪)পাবনা ক্যাডেট কলেজ
=)) :)) =))
🙂 🙂
মোর্শেদ_(৯৮-০৪)পাবনা ক্যাডেট কলেজ
আমি একা একা হাসতে হাসতে মিরাই যাচ্চছিলাম আরেকটু হলে...
=)) =)) =))
:no: :no: :no: আমি দেখতে কিন্তু এত ভয়ংকর না।
মোর্শেদ_(৯৮-০৪)পাবনা ক্যাডেট কলেজ
😀 😀 :pira:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
থ্যাংকস ভাই।
মোর্শেদ_(৯৮-০৪)পাবনা ক্যাডেট কলেজ
:khekz: :khekz: :khekz:
দারুন একটা সিরিজ চলছে, ব্যাপক মজা পেলাম... চালিয়ে যাও।
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
থ্যাংকু ভাইয়া।
মোর্শেদ_(৯৮-০৪)পাবনা ক্যাডেট কলেজ
:)) :clap: =)) ..........ভালই তো লিখছ আর কি.........চালিয়ে যাও......আর কি...
মফিজ ভাই হাউস প্রিফেক্ট থাকার সময় যদি একবারও বলতেন কনো ভাল কাজ করছি।সেই বললেনই কিন্তু কত পরে এসে।।। 😡 😡 😡 😡
মোর্শেদ_(৯৮-০৪)পাবনা ক্যাডেট কলেজ
:pira:
:)) :)) :))
আমার বন্ধুয়া বিহনে
🙂 🙂 🙂
মোর্শেদ_(৯৮-০৪)পাবনা ক্যাডেট কলেজ
valo hosse vai.... :grr: :grr: :grr: :grr: :gulli2: :gulli2:
মানুষ* হতে চাই। *শর্ত প্রযোজ্য
🙂 🙂 🙂 🙂 🙂
মোর্শেদ_(৯৮-০৪)পাবনা ক্যাডেট কলেজ
😀 :)) :)) :)) :)) :)) :)) :)) :))
মকবুল স্যার ICCFM এ গিয়েছিলেন। উনার তখন প্রমশন হয়। তিনি কল পাবার পর এডজুডেন্ট স্যার এর কাছে গিয়ে বলেন " Congratulations Sir, আমার প্রমশন হয়েছে "
এই আমাদের মকবুল স্যার!!
:)) =))
মোর্শেদ_(৯৮-০৪)পাবনা ক্যাডেট কলেজ
ভাই, মাত্র বত্রিশটা দাত .........হাইশা পোষাইব না......... 😀 =)) 😀 =)) :)) =)) :)) =)) 😀 :boss:
😀 😀 😀 😀 ল কয়ডা দাঁত দিলাম ।
মোর্শেদ_(৯৮-০৪)পাবনা ক্যাডেট কলেজ
মকবুল স্যার কে নিয়ে অনেক মজার মজার ঘটনা আছে। মনে পড়লে এখনো হাসি পায়। এহসান/পকক (৮৪-৯০)
মকবুল স্যারের আরেকটি মজার ঘটনা বলি, দুপুরের প্রেপ এ সবাই চলে গেছে হাউস ফাঁকা... বরাবরের মত নবম ব্যাচের আমিন আর ওর রুমমেট মারুফ লেট। House Duty Master মকবুল স্যার......আমিনের রুমের বাইরে দাড়িয়ে.... বললেন.'রুমে কিডা'.... মারুফ বল্ল আমি আর আমিন.....স্যার খেপে গিয়ে বল্লেন ....আমি আর আমি কিডা..... ২টা আমি....ফাযিল আর কি...।
=)) =)) =)) =))
মোর্শেদ_(৯৮-০৪)পাবনা ক্যাডেট কলেজ
ভাইয়া কেমন আছেন?
মোর্শেদ_(৯৮-০৪)পাবনা ক্যাডেট কলেজ