আমার প্রথম পোস্ট।
কোয়ালিটি আর কোয়ান্টিটি’র ধাক্কাধাক্কিতে ভয়, আবার ব্লগে অতি সুন্দর লেখাগুলি দেখে নিজের মাঝে কিছূ লেখার জন্য এক ধরনের
চুল্কানির চাপ, এই দুই এর মাঝে পরে বেশ কিছুটা চিড়ে-চেপ্টা অবস্থায় ছিলাম। পরে ভাবলাম “যা থাকে কপালে, আমরা আমরাই তো!”
খাওয়া এবং হজমের দায়িত্ব আপনাদের।
(আমি জানি ৯৪-০০ ইনটেক আমার সাথে আছে!)
রক্ত গোলাপ
লাল কি শুধু গোলাপ মানায় ?
টিপের লালে সিন্ধু খুজি
সিথিঁর লালে স্বপ্ন
তোমার গোপন গহীন লালে
অস্ট প্রহর মগ্ন।
লাল কি শুধু গোলাপ মানায়?
লজ্জা রাঙ্গা আবীর গালে
স্বপ্ন আমার রাঙ্গিয়ে তোলে
সবুজ মাঝে বৃত্ত লালের
শুন্যে আমার স্বদেশ দোলে।
লাল কি শুধু গোলাপ মানায়!
মানায় না কি?
উর্বশীদের হাতের মাঝে,
অবহেলায় উপড়ে নেয়া
রক্ত ঝরা হৃদয় আমার !
১ম।
ও আরিফ এর একটা কথা তো বলাই হয় নাই ,ও আমার কবিতার প্রথম মডারেটর,ব্লগেও প্রথম!
মনসুর দোস্ত স্বাগতম।
'৯৪ এবং রংপুর আপ আপ। :thumbup:
'৯৪ ব্যাচ :thumbup:
সিসিবিতে স্বাগতম দোস্ত।
কবিতা ভালো হইছে ।
নিয়মিত লিখতে থাক।
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
কামরুল এবং আরিফ ধন্যবাদ
দোস্ত, জটিল হইছে। লাইবেরিয়া তে কাউরে পাইছোস নাকি? ভাবির সাথে কথা কইতে হয় তাইলে
দোস্ত,ওদের হৃদয় নিয়া টানাটানির সময় নাই, সোজা হাত ধইরা টান দেয়!
আয় জব চেঞ্জ করি, কি কস কামস 😉
😀
মনসুর ভাই, আমি লাইবেরিয়া যাপো :((
আইজকা কাইয়ুম ভাইরে একলা পাইছি।
ভাইজান কেমন আছেন? ;;;
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
:grr: :grr:
কি হচ্ছে এসব? সেই কখন থেকে অন প্যারেড ... কিন্তু আমার নাম দেখাচ্ছে না কেন?
কেমস ভাইয়া কি করেছো তুমি?
আমিও কিন্ত '৯৪ ... 😀
দিহান ভাবীর অতিথি ট্যাগটার একটা ব্যবস্থা হওয়া উচিত। দিহান (৯৪-০০) হইলে মন্দ হয়না।
ঠিক বলেছেন ভাইয়া। B-)
চামে '৯৪ এর কাউন্ট ও আরেকটা বাড়বে। :awesome: :awesome:
:guitar: :tuski:
সাম্প্রদায়িক আরিফ ভাইয়ের ভ্যাঞ্চাই 😛 😛
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
চরম সাম্প্রদায়িক.........।। :thumbdown:
ঐ
রবিন ভাই, তুমি '৯৬ এর পোলাপাইনের সাথে হাত মিলাচ্ছো মনে হল? 😕
রবিন, '৯৪ এর কারো কাছ থেকে ছ্যাকা খাইছস নাকি?????
ভাবি আর আরিফ, আমি তো এই কমেন্ট এ ঐ বললাম। কেম্নে কি
মামা, তুই যার কমেন্টের জবাব দিতেছিস তার কমেন্টের নিচে দেখ 'জবাব দিন ' অপশন আছে। ওইটাতে ক্লিক কইরা বক্সে লিখিস। তাইলেই হবে। 😀
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
😀 জি
এইতো শিখা ফালাইছিস, দেখি এই উপলক্ষ্যে একটা বেনসন খাওয়া। :grr:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
বেনসন খাবি ?আমি তো ভাবছিলাম বিরানী খাওয়ামু! 🙁
আহা! আগে বলবি না, মাত্র ডিনার কইরা আসলাম। 🙂
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
এখনি সানা ভাই আইসা কইবো "৯৪ এর আরেকটা?" ;))
আর তুইতো আবার না বলতেই পারসনা... 😐 😐
এসেছেন যখন, আর গিয়ে কাজ নাই। লিখতে থাকেন।
সিসিবি'তে স্বাগতম ... 🙂
ভাল লাগলো ... :thumbup:
ধন্যবাদ ভাবী্ তোমার উ্সাহের এর জন্য 🙂
সিসিবিতে স্বাগতম।
লেখা ভালো লেগেছে।
আরো লেখো।
ধন্যবাদ ভাইয়া
৯৪ জিন্দাবাদ। 🙂
www.tareqnurulhasan.com
মনসুর ভাই স্বাগতম 🙂
কাব্য চলুক ......
"উর্বশীদের হাতের মাঝে..."
"দোস্ত,ওদের হৃদয় নিয়া টানাটানির সময় নাই, সোজা হাত ধইরা টান দেয়!"
কোথায় জানি মিল মিল পাইলাম... =))
তয় লাইবেরিয়ার মাইয়াগুলারে উর্বশী কইতে বুকের পাটা লাগার কথা।
😀 😀 😀
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
খুব সুন্দর কবিতা মনসুর ...... :clap: :clap: :clap:
ভাইয়া ধন্যবাদ
স্বাগতম মনসুর। :hug: :hug:
দোস্ত, কবিতা জটিল হইছে।
শুভ লেখালেখি। :guitar: :guitar:
দারুন কব্বিতা ভাইয়া।
শুভ ব্লগিং।
নেন ব্লগের ট্রেডিশনাল :teacup: :teacup:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
রকিব, তুই ইদানিং ডজার হইয়া গেছোস।
😕 😕 😕
আপনারটা দিতে ভুলে গিয়েছিলাম, কান ধরছি।
:teacup: :teacup: :teacup:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
তুই কি এমজিসিসি নাকি যে কানে ধরছোস? :grr:
ওরে ঠাডাইয়া একটা থাবড় দে তো। হারামিরে আমি সবুজ ব্যানারের পিছে লং-আপ করাইয়া ঘুমাইতে গেছিলাম, আইসা দেখি চায়ের ব্যাবসা করতেছে। x-(
অই, যা গিয়া সবুজ ব্যানারের পিছে লং-আপ হইয়া থাক। এক কাপ চা দিয়া যা। :grr:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
😀 😀 তার মানে কি পাঙ্গা এক্সকিউজ? বেনিফিট অব ডাউট পাইলাম।
কামরুল ভাই, আপনার ইস্পিসাল :teacup:
অফটপিকঃ আমি তো লং আপ হইতে গিয়েছিলাম, কিন্তু সবুজ ব্যানারটা ভাইঙ্গা গেছে, মনে হয় মাস্ফ্যু ভাইয়ের কাজ :grr: ।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
হ্যা, তোর কানে ধরা মাফ। লং আপ :grr:
x-( x-( x-( x-( x-(
আহহ অনেক দিন পর এত সুন্দর চা!
চমৎকার লাগলো কবিতাটা মনসুর ভাই। ব্লগের দুনিয়ায় স্বাগতম। আমি আরো কবিতা চাই... 😀
আমিও চাই তোমার সুন্দর সুন্দর আরো আরো কবিতা
o my lord!! tmi blog e?!mansur tmi Liberia te ei kaj koro,na??!! thamo ekhoni khobor pachar kortesi.. :grr:
ar kobita ta valo hyse mone hy (batch feelings theke bollam..kobita je kan manush likhe..eta khai na mathai dei, kisui buji na!)
টুম্পা, লাইবেরিয়া তে তো কোনো কাজ নাই আর তাই আর কি। :grr:
কবিতা লেখা কি কাজ না?
তাইলে তো দুনিয়ার সব কবি অকর্মা ! :grr:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
টুম্পা তুমি কবিতাও পড়ো?আমি ভাবছিলাম কেও দেখবে না! 😀
মনসুরের লাইবেরিয়ার পুরা ইনকাম হারাম। রুমে থাকলে বউ এর লগে কথা আর অফিস এ থাকলে ঊর্বশীদের লগে .........
টুম্পা ম্যাডাম কে?জাতি জানতে চায় :-B
😛 সরি মাস্ফ্যু ভাইয়া, formally পরিচয় দেয়া হয়নাই কিন্তু আমি তোমাদের সবাইকেই মোটামুটি চিনি। CCB তে আসা আসলে তানভীরের গল্প আর ডজার রবিনের সিরিজ পড়তে গিয়ে...
আর আমি ম্যাডাম না মোট্টেও! আপু হতে পারি বড়জোড়! O:-) ওহহ আরেকটা তথ্য বলিনাই! আমি '৯৪ ব্যাচ। (এটা তানভীর বলতে বলছে 😛 )
ডজার রবিন!!!!!
মানে কি?? x-( আর তুমি এতো বড় কমেন্ট করলা কেমনে? কে টাইপ করে দিসে? 😮
২২ জুলাইয়ের উত্তর ৬ অগাস্ট 😀 ডজার টাযে ক্যাডা আল্লাহ মালুম :)) :))
সংসারে প্রবল বৈরাগ্য!
ও, এই পোলায় দেখি আমাগো কলেজের। :thumbup:
গুড গুড, কলেজ এগিয়ে যাচ্ছে। :tuski:
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
আপনারা আছেন বলেই তো আমরা একটু সাহস পাই!
আরেকটা?? এরা গন্ধ পায় কৈ? সাম্প্রদায়িক, চরম.... চরম!! '৯৪ আর '৯৯ নিয়া তো দেখি বিপদ......... এরা তো রীতিমতো পিপড়া!!!
তা মনসুর ভাইয়া, তোমাকে কেউ সিসিবির নিয়মকানুন শিখায় নাই? তোমার দোস্তরাও কিছু কয় নাই? কবিতা-টবিতা পরে, আগে ১০টা :frontroll: কুইক!! বুঝছো, সিসিবির সম্মানটাই আসল :grr: :grr: :grr:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
:khekz: :khekz:
সংসারে প্রবল বৈরাগ্য!
জি ভাইয়া । আমি তো লেখা জমা দেয়ার পর থেকেই :frontroll: এর উপর আছি
গুড। এইবার ক্ষ্যামা দাও। ডিসিপ্লিন আমার আবার ফার্ষ্ট চয়েজ কিনা B-) B-) B-)
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
লাবলু ভাইয়া, ক্যাডেট এ না পড়ে দেখি, শাস্তি থেকে বেঁচে গেছি। 😀
জি ম্যাম......... x-( x-( x-(
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
ভাবি ভাইবেন না, আরিফ এর প্রস্তাব পাস হইলে আপনার কপালেও :frontroll: আছে
আছি দোস্ত । ব্লগে স্বাগতম দোস্ত ।
আমি তো জানতাম,তোরা থাকবি 😀
আমরা আছি, থাকবো
ব্লগে স্বাগতম মনসুর ভাই...
নাহ... ৯৪ ব্যাচ দেখি বেশি আগায়া যাইতেছে... কতদিন আমাগো নতুন কেউ আসে না 🙁
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
ব্লগে স্বাগতম মনসুর ভাই...
নাহ... ৯৪ ব্যাচ দেখি বেশি আগায়া যাইতেছে... কতদিন আমাগো নতুন কেউ
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
তাই তো দেখতাছি...... 😡 😡
মনসুর ভাই, ব্লগে স্বাগতম......।। কবিতাটা সুন্দর হয়েছে। :thumbup: :thumbup:
ধন্যবাদ মেহেদি
সিসিবিতে স্বাগতম মনসুর 🙂
হাত পা সব খুইল্যা লেখতে থাকো, লাইবেরিয়ান পার্টি কিন্তু অইখানে থাকনের সময় ব্যাপক লিখে, যদিও দেশে আইসা সব ভুইলা যায় 😡
নিয়মিত দারুন সব লেখার প্রত্যাশায় রইলাম 🙂
সংসারে প্রবল বৈরাগ্য!
ভাইয়া আমি কোন সময়ই ব্যাপক লিখতে পারি না ,তবে চেস্টা থাকবে
সত্যি সত্যি হাত পা খুলতে হইব ভাইয়া?আমার মাত্র দুইটা দুইটা কইরাই আছে!(মন খারাপ এর ইমো)
😀 :))
সংসারে প্রবল বৈরাগ্য!
ব্লগে স্বাগতম মনসুর ভাই 😀
মানুষ তার স্বপ্নের সমান বড়
প্রথম পোস্টেই সাম্প্রদায়িকতা....লাইবেরিয়ায় তোমার সেক্টর কমান্ডার কে? 😡 😡 😡
অনটপিক: কবিতাটা খুব ভাল লাগল।
আমি কি করলাম 🙁 সম্প্রদায়ভুক্ত করার অপশন তো আপনাদেরই দেয়া (রংপুর /সিলেট/......)। আমি তো শুধু একটা নতুন সম্প্রদায় যোগ করলাম 🙂
মনসুর ভাই / স্যার, স্বাগতম। লেখা খুব ভাল লাগল। চালায়ে যান জেসিএসসি কোর্সমেট। 🙂 :thumbup:
কেমন আছো? কি খবর তোমার? ধন্যবাদ জাফর
আপনাদের দোয়ায় ভাল আছি। এখন চট্টগ্রাম আছি। 🙂 🙂
ভাইয়া ব্লগে স্বাগতম। আমি ৯৬ ব্যাচ তাও সাথে আছি। ব্লগে ৯৪ আর ৯৬ এর একটা তথাকথিত যুদ্ধ আছে যার আহবায়ক হচ্ছে ফয়েজ ভাই। মাঝে মাঝেই উনি যুদ্ধ ডাক দেন। যাই হোক তাও দেখেন ৯৪ একজন বাড়াতে আমরা কত খুশি। অসাম্প্রদায়িক মনোভাব দেখায়া ৯৬ ব্যাচ মহৎ হয়ে গেল রে , চোখে জাস্ট পানি চলে আসল।
তুই কতো মহৎ তা :frontroll: দিয়া প্রমান কর :grr:
এই জন্যই বলে... ভাল মানুষের ভাত নাই... :no: :no:
@তপু, তোর শরীরের কি অবস্থা?
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
অসাম্প্রদায়িক মনোভাব দেখায়া ৯৬ ব্যাচ মহৎ হয়ে গেল রে , চোখে জাস্ট পানি চলে আসল =)) =)) =)) =)) =))
এবার নিয়মিত লেখা দ্যান। 🙂
দোস্ত, সুস্বাগতম!লাল কিন্তু আরেকটা জায়গায় মানায়। পূর্ব দিগন্তে ষূর্য উঠেছে...এরপর ৯৪৮ আএর কথা মনে কর 😀
দোস্ত, সুস্বাগতম!লাল কিন্তু আরেকটা জায়গায় মানায়। পূর্ব দিগন্তে ষূর্য উঠেছে…এরপর ৯৪৮ আএর কথা মনে কর
😀 😀 😀
মনসুর কে ২ বার thanks.
১। জোস ১ টা কবিতা উপহার দেবার জন্য
২। আর আমার Password কামরুল কে দি্য়ে reset করে দিবার জন্য।
বাংলা লেখা খুবি কঠিন । ৩ টা ইংরেজি লিখার জন্য দুঃখিত। :frontroll:
ইনশাললাহ নেক্সট টাইম ঠিক হবে।
বেশি কথা না কৈয়া লেখা দে ব্যাটা । :grr:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
দিব দিব .......... সবুর কর বেটা ........ কলেজের পর আর বাংলা লেখা হয় নাই .....
আমি তোরে দুইটা ফ্রি এডভাইজ দেই। :grr: পয়সা লাগবো না।
১.
যার কমেন্টের জবাব দিতেছিস তার কমেন্টের নিচে দেখবি 'জবাব দিন' অপশন আছে। ওইটা টিপ দিলে নতুন বাক্স আসবে, সেইখানে জবাব দিতে পারবি।
২.
তোর একটা ছবি লাগা। 😀
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
এ আমি কি দেখছি!!! 😮 😮 মাস্তি ব্লগ এ!!!!! দুনিয়া কই যাইতাছে!!!!!! :-/
মাস্তি......মামা :hug:
তুই কোন চিপা দিয়া আইসা কমেন্ট কইরা গেলি? :-/
তাড়াতাড়ি এখানে লেখালেখি শুরু কইরা দে। 😀
ওরে পিরা গেলাম রে, মাস্তি তুই সিসিবি তে। :hug:
মাস্তি'র টা তাও মেনে নেয়া যায়। জো যেদিন আসবে ধরে নিতে হবে ঐটাই পৃথিবীর শেষদিন.... B-)
জো কে আসতে দিও না, তাইলেই হয়। এত তাড়াতাড়ি মরতে চাইনা, এখনও বিয়া করি নাই। 😛
@ টুমপা, তুমি সিসিবি'র লগ দেখ ....আমি কবে সিসিবি তে যোগদান করছি।
বাকিরাও চোখ বুলাই নাও।
লেখা আসবে .... সবুর কর। আর জো যেন জানু্যারির পরে আসে....বিয়া টা কইরা নেই।
100 :tuski: :tuski: :tuski:
:teacup: চা খাইয়া, একটা গান শুনাও দিকি। 😛
:goragori: :goragori: :guitar: :goragori: :goragori:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
তোরে কইসি নি? যাহ, সৌন্দর্য হইলো। :teacup:
:boss: :boss: :clap: :clap:
Life is Mad.